IC Markets ব্রোকার কি হালাল?

0
85

IC Markets ব্রোকার কি হালাল? – আইসি মার্কেটস ব্রোকার মুসলিম ট্রেডারদের জন্য ইসলামিক ট্রেডিং অ্যাকাউন্ট যা মুলত সোয়াপ ফ্রি ট্রেডিং অ্যাকাউন্ট হিসাবে পরিচিত, এই ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে। অনেকের কাছেই Swap শব্দটি স্পষ্ট নয়।

সোয়াপ হচ্ছে মুলত, যখন এন্ট্রি গ্রহন করেন তখন সেটি ব্রোকারের সার্ভার টাইম এর হিসাবে দিনের শেষ সময়ে পরবর্তী দিনের জন্য সেই এন্ট্রিটিকে ধরে রাখতে হলে কিছু অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়। এই চার্জ, ট্রেডিং টার্মিনালে সোয়াপ নামক একটি ঘর রয়েছে সেটিতে লিপিবদ্ধ থাকে।

সহজে কথায় যদি বলি তাহলে Swap হচ্ছে এক কথায় “সুদ”।

মুসলিম ট্রেডারগণ এই সুদ, চার্জ হিসাবে প্রদান করতে না চাইলে IC Markets ব্রোকার এর সোয়াপ ফ্রি ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। তবে এর জন্য, ট্রেডারকে অবশ্যই মুসলিম এর সার্টিফিকেট কিংবা ডকুমেন্ট প্রদান করতে হবে।

অন্যদিকে, যারা মুসলিম নন, তাদের জন্য এই সেবা প্রদান করা হবেনা। কি ধরনের ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেটির বিস্তারিত তথ্য জানতে পারবেন ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। লিংক – www.icmarkets.com

এখন যাদের মনে প্রশ্ন হচ্ছে, IC Markets ব্রোকার কি হালাল? তাদের জন্য বলছি, এই ব্রোকার হালাল হিসাবে মুসলিম ট্রেডারদের সোয়াপ কিংবা সুদ ফ্রি ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। সুতরাং, আপনি যদি মুসলিম হন তাহলে এই সুবিধা ব্যবহার করে রিয়েল ট্রেডিং এর সুবিধা পাবেন।

এই ব্রোকার সম্পর্কে যদি কোনও কোনও কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের ICMarkets সেকশনে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য চাইলে দেখে নিতে পারেন ICMarkets FAQ সেকশনে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলIC Markets কি ধরনের ব্রোকার?
পরবর্তী আর্টিকেলIC Markets ব্রোকার কি Nasdaq সাপোর্ট করে?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।