XM Broker কি স্কাল্পিং ট্রেডিং সাপোর্ট করে? – এই ব্রোকারের জনপ্রিয়তার মুল কারনে হচ্ছে সর্বনিম্ন স্প্রেড এর মাধ্যমে ট্রেডিং সুবিধা প্রদান। এর জন্য বেশীরভাগ ট্রেডার যারা স্কাল্পিং ট্রেডিং পছন্দ করেন তাদের কাছে এই ব্রোকার খুব বেশী জনপ্রিয়। স্কাল্পিং ট্রেডিং এর জন্য এই ব্রোকার বিশেষ ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে যার মধ্যে রয়েছে Ultra-Low Account
যেহেতু স্কাল্পাররা বেশী করে এন্ট্রি গ্রহন করেন সেক্ষেত্রে একাধিক এন্ট্রি থেকে প্রফিট করতে হলে অবশ্যই স্প্রেড এর পরিমাণ কম হতে হবে। এর জন্যই বেশীরভাগ ট্রেডাররা স্কাল্পিং করেন তারা এই ব্রোকারে ট্রেড করতে আগ্রহী থাকেন। এছাড়াও, এই ব্রোকার আরও বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান। চাইলে ব্রোকারের বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট এর পার্থক্য সম্পর্কে জানতে পারবেন XM Account Types অংশে।
এছাড়াও যেসকল ট্রেডাররা স্বয়ংক্রিয় ট্রেডিং অর্থাৎ, EA কিংবা ROBOT ব্যবহার করতে আগ্রহী তাদের জন্যও এই ব্রোকার আদর্শ। অর্থাৎ, সহজ কথায়, যেকোনো ধরনের ট্রেডিং এর জন্য এই ব্রোকার আদর্শ। আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে ব্রোকার এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন – www.xm.com
এই ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে অনুগ্রহ করে ওয়েবসাইটের XM Broker অংশে দেখতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে XM Broker FAQ অংশে দেখে নিতে পারেন।