XM Broker এর Zero Account কি?

0
45

XM Broker এর Zero Account কি? – বর্তমানে XM Ultra-Low Trading account ই পূর্বের XM Zero Account নামে পরিচিত। এই ট্রেডিং একাউন্টটি মুলত স্কাল্পিং ট্রেডিং করতে যারা পছন্দ করেন তাদের কাছে খুবই জনপ্রিয়। যেহেতু এই একাউন্টে স্প্রেডের পরিমাণ কম থাকে তাই এই ট্রেডিং একাউন্ট এর জনপ্রিয়তাও অনেক বেশী। ব্রোকার অন্য আরও যেসকল ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে সেটির থেকে এই একাউন্ট সবথেকে বড় সুবিধা হচ্ছে “স্প্রেড এর পরিমাণ”।

নিচের বক্সে XM Broker এর Zero Account সম্পর্কিত কিছু তথ্য দেয়া হয়েছে।

একাউন্ট কারেন্সি EUR, USD, GBP, AUD, ZAR, SGD
লট এর আকার standard Ultra: 1 Lot = 100,000
লিভারেজ এর পরিমাণ 1:1 to 1:888
স্প্রেড এর পরিমাণ As Low as 0.6 Pips
সর্বাধিক অর্ডার সংখ্যা 300 Positions
সর্বনিম্ন লট এর আকার Standard Ultra: 0.01 Lots
Micro Ultra: 0.1 Lots
লট এর সীমা Standard Ultra: 50 Lots
Micro Ultra: 100 Lots
সর্বনিম্ন ডিপোজিট 50$

XM Broker এর Zero Account কিভাবে রেজিস্ট্রেশন করবেন? একাউন্ট রেজিস্ট্রেশন এর প্রক্রিয়াটি খুবই সহজ। এরজন্য প্রথমে ব্রোকার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন – www.xm.com এবং উপরের ম্যেনু অপশন থেকে “Trading” বাটন ক্লিক করুন এবং সেখানে দেখুন “Trading Account Types” নামক অপেশন রয়েছে সেটিতে ক্লিক করুন।

এবার আপনার সামনে XM Broker এর সবগুলো ট্রেডিং একাউন্ট এর তথ্য চলে আসবে। সেখান থেকে XM Ultra Low অংশের নিচের দিকে দেখুন “Open An Account” বাটন রয়েছে। অনুগ্রহ করে এই বাটনটি ক্লিক করুন এবং স্ক্রিনে দেখানো নির্দেশনা সমুহ অনুসরন করেনিন। একাউন্ট রেজিস্টার করতে যদি কোনও সমস্যার সম্মুখীন হন তাহলে বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে XM Registration আর্টিকেলটি ভালো করে পড়েনিন। এখানে ভিডিও টিউটোরিয়ালও দেখতে পাবেন।

যদি আপনি ইতিমধ্যেই ট্রেডিং একাউন্ট রেজিস্টার করে থাকেন তাহলে অনুগ্রহ করে ব্রোকারের ক্ল্যায়েট ক্যাবিনেটে লগইন করে আপনার ড্যাশবোর্ড থেকেও এই একাউন্ট রেজিস্টার করে নিতে পারবেন। এর জন্য আপনাকে নতুন করে ব্রোকারের সাইটে রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবেনা।

XM Broker এর Zero Account হচ্ছে মুলত স্কাল্পিং করতে পছন্দ করেন এই ধরনের ট্রেডারদের জন্য। স্কাল্পাররা একাধিক এন্ট্রি গ্রহন এবং ক্লোজ করে বিধায়, স্প্রেড এর পরিমাণ কম থাকলে এদের জন্য সুবিধাজনক হয়। এই জন্য ট্রেডাররা কম স্প্রেডের ট্রেডিং একাউন্টে ট্রেড করে থাকেন। স্প্রেড এর এই সুবিধা ছাড়াও, অন্য ট্রেডিং একাউন্ট এর মত ব্রোকার এই একাউন্টেও কমিশন ফ্রি ট্রেডিং, নেগেটিভ ব্যালেন্স এর সুরক্ষা প্রদান এবং সোয়াপ ফ্রি কিংবা ইসলামিক একাউন্ট এরও সুবিধা প্রদান করে।

আপনি যদি ব্রোকারের অন্য ট্রেডিং একাউন্টগুলোর বিস্তারিত পার্থক্য জানতে চান তাহলে অনুগ্রহ করে XM Trading Accounts অংশে ক্লিক করে জেনে নিতে পারেন। এখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

এই ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে অনুগ্রহ করে ওয়েবসাইটের XM Broker অংশে দেখতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে XM Broker FAQ অংশে দেখে নিতে পারেন।

পূর্বের আর্টিকেলXM Broker ফান্ড উত্তোলনে কেমন সময় লাগে?
পরবর্তী আর্টিকেলXM Broker এর Ultra Low Account কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।