Copy Trading আসলে কি?

0
53

Copy Trading হচ্ছে এমন একটি ট্রেডিং সিস্টেম যেখানে আপনার নিজ থেকে ট্রেড করতে হবেনা। আপনি প্রফেশনাল ট্রেডারদের ট্রেড সরাসরি কপি করার সুবিধা পাবেন স্বয়ংক্রিয় মাধ্যমে। অর্থাৎ, এক্ষেত্রে আপনি শুধুমাত্র ব্যালেন্সে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করবেন এবং অন্য আর কিছুই করতে হবেনা।

ট্রেডিং এন্ট্রি ওপেন, ক্লোজ কিংবা পেন্ডিং অর্ডার এই সবকিছুই হবে স্বয়ংক্রিয় মাধ্যমে। অর্থাৎ, আপনি যাকে কপি করবেন সেই ট্রেডার যেভাবে এন্ট্রি গ্রহন করবেন, সেই হিসাবেই আপনার একাউন্টে এন্ট্রি হতে থাকবে। এক কথায়, ট্রেডার এন্ট্রি নিলে আপনার একাউন্টেও এন্ট্রি হবে এবং ট্রেডার এন্ট্রি ক্লোজ করলে আপনার একাউন্টেও এন্ট্রি ক্লোজ হয়ে যাবে।

আপনি শুধু, ফান্ড ডিপোজিট করবেন এবং সেটি উত্তোলন করবেন। এর বাইরে আপনার আর কোনও কাজ নেই।

পূর্বের আর্টিকেলCopy Trading কাদের জন্য?
পরবর্তী আর্টিকেলInstaforex – ইন্সটাফরেক্স কি ভালো ব্রোকার?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।