XM Broker সর্বনিম্ন কি পরিমাণ ডিপোজিট করা যায়?

0
74

XM Broker সর্বনিম্ন কি পরিমাণ ডিপোজিট করা যায়? এই ব্রোকারে সর্বনিম্ন ৫ ডলার পরিমাণ ফান্ড ডিপোজিট করে নিতে পারবেন। তবে এই এমাউন্ট এর পরিমাণ এর পার্থক্য হবে একাউন্ট এর ধরন এর উপর ভিত্তি করে। XM Broker মুলত ৪ ধরনের ট্রেডিং একাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। এদের মধ্যে রয়েছে Micro, Standard, Ultra-Low এবং Shares ট্রেডিং একাউন্ট। একাউন্ট এর ভিত্তি করে ডিপোজিট এর পরিমাণও হয় এক এক রকমের।

আপনি যদি এই ব্রোকার এর মাইক্র কিংবা স্ট্যান্ডার্ড ট্রেডিং একাউন্টে ব্যবহার করেন তাহলে সর্বনিম্ন ডিপোজিট এমাউন্ট এর পরিমাণ হবে ৫ ডলার। অন্যদিকে, আপনি যদি আল্ট্রা-লো একাউন্ট ব্যবহার করেন তাহলে সর্বনিম্ন ডিপোজিট এমাউন্ট এর পরিমাণ হবে ৫০ ডলার এবং যদি আপনি এই ব্রোকারের শেয়ার একাউন্ট ব্যবহার করেন তাহলে সর্বনিম্ন ডিপোজিট এমাউন্ট এর পরিমাণ হবে ১০,০০০ ডলার।

এই ব্রোকার সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানার থাকলে অনুগ্রহ করে ওয়েবসাইটের XM Broker অংশে দেখতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে XM Broker FAQ অংশে দেখে নিতে পারেন।

পূর্বের আর্টিকেলXM Broker কি বিটকয়েন সাপোর্ট করে?
পরবর্তী আর্টিকেলXM Broker এর প্রতিষ্ঠাতার নাম কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।