IC Markets কি ধরনের ব্রোকার? – আইসি মার্কেটস অস্ট্রেলিয়ায় অবস্থিত আন্তর্জাতিক ক্যাপিটাল মার্কেটের মালিকানাধীন এবং পরিচালিত এবং এই ব্রোকার শীর্ষ পর্যায়ের কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত একটি জনপ্রিয় রিটেইল ফরেক্স ব্রোকার। স্ট্যান্ডার্ড লট এর এই ফরেক্স ব্রোকার 2007 সালে প্রতিষ্ঠিত হয় এবং 6309 Kent Street, Sydney, NSW 2000, অস্ট্রেলিয়ার সিডনীতে এই ব্রোকারের অফিস অবস্থিত।
যদি আপনি অস্ট্রেলিয়ার নাগরিক হয়ে থাকেন তাহলে www.icmarkets.com.au ডোমেইন এর মাধ্যমে এই ব্রোকারের ট্রেডিং সেবা ব্যবহার করার সুবিধা পাবেন। যেখানে এই ডোমেইনটি Australian Securities and Investments Commission সংক্ষেপে ASIC এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত যেটির রেজিস্টার্ড অফিস এর ঠিকানা হচ্ছে 6309 Kent Street, Sydney.
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বাইরের অবস্থানরত যেসকল দেশে IC Markets ব্রোকার সেবা প্রদান করে তারা www.icmarkets.com ওয়েবসাইট এর মাধ্যমে ট্রেডিং সেবা ব্যবহার করতে পারবে যেখানে এটি Cyprus Security Exchange Commission সংক্ষেপে CySEC এর মাধ্যমে নিবন্ধিত এবং নিয়ন্ত্রিত যেটির রেজিস্টার্ড অফিস এর ঠিকানা হচ্ছে Maritime Centre, Block B, 1st floor, 3045 Limassol, Cyprus.
বর্তমানে ফরেক্স মার্কেটে জনপ্রিয় যেসকল ব্রোকার রয়েছে তাদের মধ্যে এই ব্রোকার অন্যতম। এর জনপ্রিয়তার প্রধান কারন হচ্ছে সর্বনিম্ন স্প্রেড এর মাধ্যমে ট্রেডিং সুবিধা প্রদান। এই ব্রোকার মুলত দুই ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা প্রদান করে। এর মধ্যে একটি হচ্ছে Standard Trading Account এবং অন্যটি হচ্ছে, RAW Trading Account.
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।