Exness- এক্সনেস এর লিভারেজ এর পরিমান কত?

0
107

এক্সনেসের লিভারেজের পরিমাণ – শুরু করার আগে একটি বিষয় সম্পর্কে অবশ্যই মনে রাখবনে, লিভারেজ বিষয় বুঝতে পারা কিছুটা জটিল। আমরা বেশীরভাগ সময়ই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত না বুঝে কিংবা এড়িয়ে গিয়ে ট্রেডিং শুরু করে ফেলি যার কারনে ভবিষ্যৎ ট্রেডিং এর ক্ষেত্রে অনেকবেশী লসের সম্মুখীন হতে হয়।

লিভারেজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে লিভারেজ এবং মার্জিন এর সম্পর্ক আর্টিকেলটি ভালো করে পড়ার অনুরধ জানাচ্ছি।

এক্সনেস ব্রোকার ট্রডারদের জন্য সর্বাধিক লিভারেজ ব্যবহার করার সুবিধা প্রদান করে থাকে। অর্থাৎ, আপনি চাইলেই অপেক্ষাকৃত কম পরিমাণ ব্যালেন্স ডিপোজিট করার মাধ্যমে বড় আকারের অর্থাৎ লটের ট্রেড করতে পারবেন। তবে এখানে কিছু শর্তও রয়েছে। বিষয়গুলো নিচের উপস্থাপন করছি।
এক্সনেসের লিভারেজের পরিমাণ
একাউন্টের নাম লিভারেজের পরিমাণ
Standard Account 1:Unlimited
Standard Cent Account 1:Unlimited
Pro Account 1:Unlimited
RAW Account 1:Unlimited
ZERO Account 1:Unlimited

***লিভারেজের পরিমাণ নির্ভর করবে আপনার ট্রেডিং একাউন্টের বিদ্যমান ইক্যুইটির পরিমাণের উপর।***

এক্সনেসের লিভারেজের পরিমাণ হচ্ছে 1:Unlimited অর্থাৎ, এন্ট্রি গ্রহন করার জন্য আপনকে মার্জিন হিসাবে কোনও অর্থ ফি হিসাবে ব্লক করা হবেনা। এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের একটি বিশেষ ট্রেনিং কোর্স আছে। চাইলে Margin 101 এই কোর্সটিতে অংশ নিতে পারেন।
ব্যালেন্স অনুসারে লিভারেজের পরিমাণ
ইক্যুইটির পরিমাণ সর্বাধিক লিভারেজের পরিমাণ
0 – 999 1:Unlimited
0 – 4,999 1:2000
5,000 – 29,999 1:1000
30,000 or more 1:500

***আপনার ট্রেডিং একাউন্টের ইক্যুইটির পরিমাণ যদি উপরের বক্স অনুসারে হয় তাহলে আপনার সর্বাধিক লিভারেজ হবে ভিন্ন ভিন্ন***

লিভারেজের শর্তাদি

  • সম্পূর্ণ নতুন ট্রেডিং একাউন্টের জন্য 1:Unlimited লিভারেজ সুবিধাটি ব্যবহার করা যাবেনা। নতুন একাউন্টের জন্য সর্বাধিক লিভারেজের পরিমাণ হবে 1:2000. তবে আপনি যদি সর্বমোট ৫ স্ট্যান্ডার্ড লট এন্ট্রি গ্রহন করে থাকেন তাহলে 1:Unlimited লিভারেজ সুবিধাটি ব্যবহার করতে পারবেন।
  • আপনার ট্রেডিং একাউন্টের ইক্যুইটির পরিমাণ অবশ্যই ১০০০ ডলারের নিচে থাকতে হবে। অন্যথায়, 1:Unlimited লিভারেজ সুবিধাটি ব্যবহার করা যাবেনা।
  • নির্দিষ্ট কিছু ট্রেডিং ইন্সট্রুমেন্ট যেমন Bitcoin, Crypto Currency, Stock ট্রেডিং এর ক্ষেত্রে লিভারেজের পরিমাণ ভিন্ন ভিন্ন উপায়ে নির্ধারিত হয়ে থাকে। যেমন ধরুন, আপনার লিভারেজের পরিমাণ যদি 1:Unlimited হয় এবং আপনি যদি BTC/USD পেয়ার এন্ট্রি গ্রহন করেন তাহলে সেই এন্ট্রির জন্য আপনার লিভারেজের পরিমাণ হবে 1:400. কারণ, বিটকয়েন ট্রেডিং এর জন্য লিভারেজের পরিমাণ নির্দিষ্ট করা আছে। কোন কারেন্সি পেয়ারে লিভারেজের পরিমাণ কেমন সেটি জানার জন্য অনুগ্রহ করে ব্রোকারের ট্রেডিং ক্যাল্কুলেটর দেখে নিতে পারেন।
  • গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ এবং ইভেন্টের সময় লিভারেজ পরিমাণ ব্রোকার, স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে নিয়ে আসে। যেমন ধরুন, আপনার লিভারেজের পরিমাণ যদি 1:Unlimited হয় এবং সন্ধ্যা ৬টার সময় একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করা হবে। আপনি যদি সেই নিউজের সময় কোনও এন্ট্রি গ্রহন করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে লিভারেজের পরিমাণ কমিয়ে 1:200 নিয়ে আসা হবে। নতুন এন্ট্রির জন্য লিভারেজের এই পরিবর্তন মূলত নিউজ প্রকাশ হবার ২০ মিনিট আগে এবং নিউজের ২০ মিনিট পর পর্যন্ত কার্যকর থাকবে। গুরুত্বপূর্ণ নিউজের সময় জানার জন্য অনুগ্রহ করে নিউজ ক্যালেন্ডার দেখে নিতে পারনে।
  • আপনি চাইলে যেকোনো সময় ট্রেডিং একাউন্টের লিভারেজের পরিমাণকে পরিবর্তন করে নিতে পারবেন।
এই ব্রোকার সম্পর্কে যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে ওয়েবসাইটের Exness অংশে দেখে নিতে পারেন। এছাড়াও, এই ব্রোকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য অনুগ্রহ করে Exness FAQ অংশটি দেখে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত