ফরেক্স ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে গ্রহন করা যাবে?

0
851

প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে ট্রেডিং সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন আমরা পেয়ে থাকি যেগুলোর মধ্য থেকে বিশেষ কিছু বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা প্রদান করার জন্যই আজকের এই প্রশ্ন-উত্তর পর্ব। আশা করছি, এই প্রশ্ন/উত্তরগুলো আপনার জন্য কিছুটা হলেও সহায়ক হবে।

ফরেক্স ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে গ্রহন করা যাবে?

ফরেক্স ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে গ্রহন করা যাবে?

জী, অবশ্যই আপনি ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে গ্রহন করতে পারবেন। তবে বিষয়টি মোটেও সহজ কাজ নয়। এর জন্য আপনাকে প্রচুর পরিমান কষ্ট করতে হবে। যেমন ধরুন, ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ১০ বছর একজন শিক্ষার্থীকে পড়াশোনা করতে হয়। ১০ বছর ধরে কষ্ট করার পর, রিটার্ন হিসাবে আপনি একটি সার্টিফিকেট পান, যেটি ভবিষ্যৎ উচ্চ শিক্ষার জন্য প্রথম ধাপ। চিন্তা করে দেখুন, এই ১০ বছর কি পরিমান সময় এবং ধৈর্য নিয়ে একজন শিক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য চেষ্টা করে।

ফরেক্স ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে গ্রহন করার জন্যও, আপনাকে এই ধরনের কষ্ট করতে হবে। তবে চিন্তার কিছু নেই, এই পরিমান সময় আপনাকে দিতে হবেনা। এর থেকেও আরও কম সময় ব্যবহার করেই, আপনি ট্রেডার হতে পারবেন। তবে সেটি ১দিন কিংবা ১০ দিনে সম্ভব নয়।

মনে রাখবেন, ট্রেডিং সবার জন্য নয়! আপনাকে নিজ থেকেই বুঝতে হবে, আপনি নিজেকে এই ট্রেডিং এর সাথে মানিয়ে নিতে পারবেন কিনা? যদি বুঝতে পারেন, এটি আপনার জন্য কষ্টের হতে পারে, কিংবা ট্রেডিং এর লসকে আপনি মেনে নিতে পারবেন না কিংবা ট্রেডিং এর ঝুকির পরিমান অনেক বেশী, তাহলে আগে থেকেই, ট্রেডিংকে বিদায় জানান। এতে করে আপনারই সুবিধা হবে। সময় এবং অর্থ দুইটিই বেঁচে যাবে।

আমাদের কথাই যদি বলি, আমরা ক্যারিয়ার হিসাবে ট্রেডিং করছি ২০১৮ সাল থেকে। মুলত ট্রেডিং দুনিয়ায় আমাদের যাত্রা শুরু ২০১৫ সালের শেষের দিকে। তবে সেই সময়ে আমরা অন্য পেশায় জড়িত থাকার কারনে, এখনকার সময়ের মতন, ট্রেডিং করা সম্ভব হয়নি। পরবর্তীতে, ২০১৮ সাল থেকেই আমরা “ফুল-টাইম” হিসাবে ট্রেডিং এর সাথে জড়িত এবং এখন পর্যন্ত সেটি বিদ্যমান রয়েছে। তবে এই পর্যায়ে আসতে। অনেক সময় দিতে হয়েছে। ২০১৮ থেকে হিসাব করলে প্রায় ৬ বছর। অর্থাৎ, এই দীর্ঘ সময় নিয়ে, ট্রেডিং এর সাথে যুক্ত থাকতে পেরেছিলাম বলে, আজ এই পর্যায়ে আসতে পেরেছি।

আপনার জন্য পরামর্শ থাকবে, আপনি যদি ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে নির্ধারণ করতে চান, তাহলে প্রথমে ট্রেডিংকে এভাবে চিন্তা করুন, আপনার সময়, ধৈর্য, বিনিয়োগ করার জন্য যথেষ্ট পরিমান ফান্ড ব্যবহার করতে পারবেন কিনা। সেই সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে, ট্রেডিং এর সাথে যুক্ত “লস” ম্যানেজ করতে পারবেন কিনা। যদি সবকিছু ঠিক থাকে, তাহলেই কেবল ট্রেডিংকে ক্যারিয়ার হিসাবে চিন্তা করতে পারেন। অন্যথায়, ভিন্ন কিছু করার পরামর্শ দিচ্ছি।

মুলত দুই ধরনের মানুষ ট্রেডিং করে থাকেন।

  1. অতিরিক্ত সাইড ইনকাম হিসাবে।
  2. ফুলটাইম ট্রেডার হিসাবে।

সাইড ইনকাম হিসাবে ট্রেডিং

ধরুন, আপনি ভিন্ন কোনও পেশা যেমন, চাকুরী কিংবা ব্যবসায়ের সাথে জড়িত রয়েছেন। আপনি ট্রেডও করতে চান। এক্ষেত্রে ট্রেডিং হবে আপনার জন্য অতিরিক্ত আয়ের একটি উৎস হিসাবে। যদি সহজ বাংলায় বলি, তাহলে ট্রেডিং এর অর্জিত আয় থাকে আপনাকে দৈনন্দিন খরচ চালাতে হবেনা। আপনি যদি এমন চিন্তা করে ট্রেডিং শুরু করেন, তাহলে আপনার জন্য নিচের কিছু পরামর্শ থাকবে।

  • ছোট সময়ের ট্রেড করা থেকে বিরত থাকতে হবে।
  • যেহেতু আপনি অন্য পেশায় জড়িত থাকবেন, তাই ট্রেডিং এর পিছনে সময় দেয়া আপনার জন্য কষ্টকর হতে পারে। তাই পরামর্শ থাকবে, অপেক্ষাকৃত বড় টাইমফ্রেমের চার্ট বিস্লেশন করার মাধ্যমে সুইং কিংবা পজিশন ট্রেডিং করার।
  • বড় সময়ের টাইমফ্রেমে ট্রেড করলে, আপনাকে সারাদিন ট্রেডিং এর পিছনে সময় দিতে হবেনা। নিউজ কিংবা অন্য কোনও কারনে বড় কিংবা অস্বাভাবিক মুভমেন্ট হলেও আপনার কোনও সমস্যা হবেনা। কেননা আপনি বড় টাইমফ্রেমে, বড় ট্রেন্ড হিসাবে করে এন্ট্রি নিবেন এবং এই হিসাবে আপনার প্রফিট টার্গেট লেভেল হবে ২০০/৩০০ পিপ্স এর মতন।
  • তাই সপ্তাহের শুরুতেই, চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে পজিশন গ্রহন করে, স্টপলস, প্রফিট অর্ডার সেট করে দেখে দিবেন। তাহলে আর আপনাকে চার্ট নিয়ে কোনও মাথা ঘামাতে হবেনা।
  • সর্বদাই, শুধুমাত্র ১টি এসেটে এন্ট্রি গ্রহন করবেন। একাধিক এসেটে পজিশন গ্রহন করলে, আপনাকে একাধিক চার্ট বিশ্লেষণ করতে হবে, যেটি সময় সাপেক্ষ ব্যাপার। তাই যত কম এন্ট্রি গ্রহন করা যায়, ততটাই আপনার জন্য ঝুঁকির রেশিও কমে আসবে।
ফুলটাইম ট্রেডার হবার আগে, সাইড ইনকাম হিসাবে ট্রেডিং করা সবথেকে বুদ্ধিমানের কাজ। এতে করে, ট্রেডিং এর দুনিয়ার সাথে আপনার যোগাযোগও থাকবে এবং একই সাথে যদি কোনও কারনে লস করেও ফেলেন, তাহলে অন্য পেশায় যেহেতু রয়েছেন, এতে করে আর্থিক একটা ব্যাকআপ পাবেন। যা অনেকটাই সুবিধা দিবে, আপনাকে তখন।

ফুল টাইম ট্রেডিং

অর্থাৎ, আপনি ভিন্ন কিছু করছেন না। শুধুমাত্র ট্রেড করেই, আপনাকে চলতে হবে এবং দৈনন্দিন সকল খরচের ব্যায়ভার বহন করতে হবে। এই ধরনের সিচুয়েশনে ট্রেড করাটা কিছুটা কষ্টকর। কেননা, যেহেতু ট্রেডিং ব্যাতিত আপনার ভিন্ন কোনও আয়রের উৎস নেই, তাই খুবই সাবধানে ট্রেডিং করতে হবে। এর জন্য কিছু পরামর্শ থাকছে আপনার জন্য।

বলে রাখা ভালো, ট্রেডিং করার জন্য যেই পরিমান বিনিয়োগ করবেন, প্রথমেই চিন্তা করবেন এই বিনিয়োগের সম্পূর্ণ অর্থই যদি আপনি লস করে ফেলেন, তাহলে আপনার জন্য কোনও সমস্যা তৈরি হবে কিনা। ঋণ, প্রতিদিনের খরচের জন্য জমানো টাকা কিংবা পারিবারিক কোনও উৎস থেকে প্রাপ্ত অর্থ কোনওভাবেই ট্রেডিং এর জন্য বিনিয়োগ করা যাবেনা। এছাড়াও, আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলেও ট্রেডিং আপনার জন্য নয়।
  • ফুলটাইম ট্রেডার হতে হলে, প্রথমেই আপনাকে ভালো করে প্রস্তুতি নিয়ে তারপর ট্রেডিং শিখতে হবে। অন্যথায়, বিনিয়োগ করা অর্থ লস হতে সময় লাগবে না। শিখার শেষ নেই। যতদিন যাবে, ততটাই শিখবেন। তাই কোনওভাবেই অল্প বিদ্যা নিয়ে রিয়েল ট্রেডিং করা যাবেনা।
  • রিয়েল ট্রেডিং করার পূর্বে, প্রচুর পরিমান ডেমো কিংবা প্র্যাকটিস ট্রেডিং করতে হবে। ডেমো ট্রেডিং সেশনে আপনার যত সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান করার চেষ্টা করতে হবে। নামমাত্র ডেমো ট্রেডিং করে কোনও ফায়দা হবেনা। রিয়েল এবং ডেমো ট্রেডিং এর বিদ্যমান পার্থক্য সম্পর্কে জানতে পারবেন এই আর্টিকেল থেকে – https://fxbd.co/wFK
  • যথেষ্ট পরিমান সময় নিয়ে, ডেমো ট্রেডিং করবেন এবং এই ডেমো ট্রেডিং সেশনে নিজের জন্য ট্রেডিং কৌশল খুজে বের করে, সেটি যাচাই করে নিবেন। এতে করে যখন রিয়েল ট্রেডিং করতে যাবেন, তখন আপনার জন্য কোনও সমস্যাই হবেনা।
  • ভালো মানের এবং রেগুলেটেড ব্রোকারে ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্টার করে তারপর ট্রেড শুরু করবেন। এতে করে ডেমো সেশনে ব্রোকারের ট্রেডিং সিস্টেম সম্পর্কে বুঝতে আপনার সুবিধা হবে। ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই লিংক এর গাইডলাইনটি দেখে নিতে পারেন। লিংক – https://fxbd.co/j4oha
  • শিখা শেষ, ডেমো ট্রেডিং করাও শেষ, যথেষ্ট পরিমান বিনিয়োগ করার মতন অর্থও রয়েছে। তাহলেই কেবল আপনি রিয়েল ট্রেডিং শুরু করতে পারেন।
  • ট্রেডিং এর জন্য প্রাথমিক বিনিয়োগের পরিমান, সর্বদাই সেট করবেন, আপনার প্রত্যাশিত প্রতি মাসের প্রফিট রিটার্নের ভিত্তিতে। যেমন ধরুন, আমরা সর্বদাই ১০% পর্যন্ত রিটার্ন গ্রহনের পরামর্শ প্রদান করি। এই হিসাবে আপনি যদি প্রতি মাসের ২০০ ডলার পরিমান রিটার্ন চিন্তা করেন তাহলে আপনার বিনিয়োগের পরিমান হতে হবে ২০০*১০ = ২০০০ ডলার। এই সুত্র হিসাবে নিজের জন্য বিনিয়োগের পরিমান সেট করবেন। এতে করে আপনার মানি এবং রিস্ক ম্যানেজমেন্টে কোনও সমস্যা হবেনা।

মনে রাখবেন, ফুল টাইম ট্রেডার হতে হলে, আপনাকে বেশ খানিকটা কষ্ট করতে হবে। লস হলেও ট্রেডিং এর সাথে লেগে থাকতে হবে। লস কেন হয়েছে, সেটির উত্তর খুজে বের করার চেষ্টা করতে হবে। এতে করে ভবিষ্যতে এই ভুল আর হবেনা। আপনি যেকোনো পেশাকেই ক্যারিয়ার হিসাবে সেট করতে হলে, অনেক সময় এবং ধৈর্য নিয়ে, সেই পেশায় লেগে থাকতে হবে। ট্রেডিংও এর ব্যাতিক্রম নয়। সময় দিন, চেষ্টা করুন, সফলতাও পাবেন আশা করছি।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলফরেক্স ট্রেডিং কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।