Fibonacci Extensions

0
517
Fibonacci Extensions Level

Fibonacci Extensions – আমরা এতক্ষণ পর্যন্ত FIbonacci টুল এর একটি বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করেছি। জেনেছি, কিভাবে প্রাইস বাউন্স করে retracement লেভেলে গেলে এন্ট্রি নিতে হয়।

এখন প্রশ্ন হচ্ছে, retracement লেভেল দেখে ট্রেডে এন্ট্রি নিলাম কিন্তু আমরা এই ট্রেড ক্লোজ করবো কোথায়?

আমাদের আজকের আর্টিকেলের বিষয় হচ্ছে –

Fibonacci Extensions এর ব্যবহার সম্পর্কে!

মুলত এই লেভেলটি ব্যবহার করার মাধ্যমে ট্রেডার গৃহীত এন্ট্রি ঠিক কোন লেভেল যেয়ে ক্লোজ করতে হবে সেটি সম্পর্কে ধারনা পেয়ে থাকেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র ফিবনাচি রিট্রেসমেন্ট লেভেলকে ব্যবহার করেন এক্সটেনশন লেভেল সম্পর্কে জানেনই না। তাই আজকের আর্টিকেলে কিভাবে এই লেভেলকে ব্যবহার করে এন্ট্রি পজিশন ক্লোজ করে নিতে পারবেন সেটি সম্পর্কে আমরা শিখবো।

তবে প্রথমে আমাদের শিখতে হবে কিভাবে এই এক্সটেনশন লেভেল আঁকতে হয়। প্রক্রিয়া সহজ। শুধুমাত্র তিনটি ক্লিক করেই আপনি চার্টে fibonacci extension লেভেল এঁকে নিতে পারেন।

আপট্রেন্ড এর জন্য – আমাদের প্রফিট কোথায় নিবো অর্থাৎ কোথায় যেয়ে আমরা ট্রেড ক্লোজ করবো সেটা জানার জন্য ট্রেডাররা এই Fibonacci Extensions লেভেল ব্যবহার করে থাকেন।

প্রথমত, আপট্রেন্ড এর প্রাইসে Fibonacci retracement ব্যবহার করার সুত্র অনুযায়ী আমাদের প্রাইসের সর্বশেষ Swing Low নির্ধারণ করে নিতে হবে।

দ্বিতীয়ত,  প্রাইসের Swing High নির্ধারণ করে নিতে হবে।

তৃতীয়ত, মাউস কার্সর দিয়ে Swing High পয়েন্ট থেকে কার্সর নিচে নামিয়ে যেকোনো একটি retracement লেভেলে নিয়ে এসে ছেড়ে দিন। সহজ না অনেক?

চলুন একটি উদাহরণ দেখা যাক! USD/CHF কারেন্সি পেয়ারের একটি চার্ট রিয়েছে নিচে। এই চার্ট নিয়ে আমরা আগের লেকচারেও আলোচনা করেছিলাম।

চার্ট থেকে দেখা যাচ্ছে, প্রাইস 50.0% সাপোর্ট লেভেলকে ভাঙতে সক্ষম হয়নি এবং এরপরও প্রাইস আবার উপরের দিকে উঠা শুরু করেছে। একপর্যায়ে, প্রাইস আগের swing high পয়েন্টকে ভেঙে ফেলে এবং আরও বেশী উপরে উঠে যায়।

চালুন তাহলে আমরা এবার Fibonacci Extensions লেভেল ব্যবহার করে দেখি কোথায় এন্ট্রি ক্লোজ করলে ভালো প্রফিট করা যাবে।

চিত্র থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

  • প্রাইস 61.8% লেভেল ভেঙে ফেলে যা আমাদের পূর্বের swing high প্রাইসের কাছাকাছি ছিল।
  • এরপর প্রাইস আবার 38.2% লেভেলে চলে আসে এবং একটি সাপোর্ট তৈরি করে।
  • প্রাইস তারপর আবার উপরে উঠা শুরু করে এবং 100% লেভেল এসে একটি রেসিস্টেন্স তৈরি করে।
  • কয়েকদিন পর, প্রাইস আরও উপরে উঠা শুরু করে এবং সর্বশেষ 161.8% লেভেলে এসে একটি রেসিস্টেন্স তৈরি করে।

উপরের চার্ট থেকে বুঝতেই পারছেন, Fibonacci Extensions লেভেল 61.8%, 100% এবং 161.8% ছিল প্রফিট নেয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা।

এখন চলুন আমরা একটি ডাউনট্রেন্ড মার্কেটের জন্য এই টুলটি ব্যবহার করে দেখি।

ডাউনট্রেন্ড এর জন্য – নিচের চার্টটি EUR/USD কারেন্সি পেয়ারের একটি H1 টাইমফ্রেম এর। আমরা আগের লেকচারেই এই চার্টটি ব্যবহার করেছিলাম।

যেখানে 61.8% লেভেলে যেয়ে একটি Doji প্যাটার্ন গঠন হয়েছিল এবং এরপরই প্রাইস বড় আকারে নিচে নেমে আসতে থাকে এবং এটি আমাদের পূর্বের swing low পয়েন্টের কাছাকাছি চলে আসতে থাকে।

চলুন আমরা এই চার্টে Fibonacci Extensions টুল ব্যবহার করে কোথায় প্রফিট নিয়ে নেয়া যায় সেট স্থানটি নির্বাচন করে ফেলি।

চিত্র থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য –

  • প্রাইস সাপোর্ট হিসাবে 38.2% লেভেলকে গ্রহন করে।
  • এরপর প্রাইস 50.0% লেভেলে চলে আসে এবং একটি অস্থায়ী সাপোর্ট তৈরি করে এবং এই লেভেলেই ঘুরতে থাকে।
  • প্রাইস তারপর 61.8% লেভেল চলে আসে এবং আবার একটি অস্থায়ী সাপোর্ট তৈরি করে এবং এই লেভেলেই ঘুরতে থাকে।
  • সবশেষে প্রাইস আরও বেশী শক্তি নিয়ে আরও নিচে চলে আসে এবং পূর্বের swing low পয়েন্ট এর কাছাকাছি এসে আবার একটি নতুন সাপোর্ট তৈরি করে।

এখানে আমরা, 38.2%, 50.0%, অথবা 61.8% লেভেলের কাছাকাছি এসে আমাদের এন্ট্রি ক্লোজ করে প্রফিট করে নিতে পারি। এই লেভেলগুলো এক একটি শক্তিশালী সাপোর্ট হিসাবে কাজ করে কারণ অন্যান্য ট্রেডারও এই লেভেলগুলোতে তাদের প্রফিট নেয়া শুরু করে।

উপরের দুইটি উদাহরণ থেকে আমারা আপনাদের এই Fibonacci extensions লেভেল ব্যবহার করে কিভাবে এন্ট্রি ক্লোজ করা যায় সেটা দেখানোর চেষ্টা করেছি। আমরা একটি প্রশ্ন প্রায়ই পাই –

“এই লেভেলগুলো আসলেই কি সবসময় কাজ করে?”

উত্তর হচ্ছে “না!

কাজ অবশ্যই করে, কিন্তু সমস্যা হচ্ছে- Fibonacci extension এর ঠিক কোন লেভেলে যেয়ে প্রাইস সাপোর্ট কিংবা রেসিস্টেন্স গঠন করবে সেটা জানার কোনও উপায় নেই।

এই লেভেলগুলো এক একজন ট্রেডার নিজের মতন করে নির্ধারণ করে থাকেন। সুতরাং আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে এবং নিজের জন্য এই লেভেলগুলো নির্ধারণ করে নিতে হবে। আপাতত চলুন জেনে নেই, কিভাবে ফিবনাচি এর মাধ্যমে স্টপ-লস লেভেল নির্ধারণ করে নেয়া যায়!


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here