Fibonacci retracement ব্যবহার করে কিভাবে এন্ট্রি নিবেন?

0
1690
Fibonacci Retracement

শুরু করার আগে বলে রাখি, Fibonacci টুল সবচেয়ে ভালো কাজ করে যখন মার্কেট ট্রেন্ডিং/Trending পজিশনে থাকে।

Fibonacci retracement টুল এর প্রধান কাজ হচ্ছে, আপট্রেন্ড এর মার্কেটে যখন প্রাইস একটু নিচে নেমে আসে অর্থাৎ Retrace নেয় তখন Fibonacci এর সাপোর্ট লেভেল থেকে আবারও একটি লং/Buy এন্ট্রি গ্রহন করা। আবার , ডাউনট্রেন্ড এর মার্কেটে যখন প্রাইস একটু উপরে উঠে যায় অর্থাৎ Retrace নেয় তখন Fibonacci এর রেসিস্টেন্স লেভেল থেকে আবারও একটি শর্ট/Sell এন্ট্রি গ্রহন করা।

Fibonacci Retracement Levels

আপনার ট্রেডিং চার্টে এই Fibonacci retracement টুল ব্যাবহার করার পূর্বে আপনাকে অবশ্যই প্রাইসের সর্বশেষ Swing Highs এবং Swings Lows খুঁজে বের করে নিতে হবে।

ডাউনট্রেন্ড এর সময়, Swing High থেকে মাউস কার্সর Swing Low পর্যন্ত টেনে নিবেন এবং,

আপট্রেন্ড এর সময়, Swing Low থেকে মাউস কার্সর Swing High পর্যন্ত টেনে নিবেন।

আশা করি বুঝতে পেরেছেন?

চলুন তাহলে এখন আমরা কিছু উদাহরণ দেখে নেই।

Uptrend

নিচের চার্টটি AUD/USD কারেন্সি পেয়ারের একটি Daily চার্ট। যেহেতু আমরা আপট্রেন্ড এর সময় Swing High এবং Swing Low নির্ধারণ করবো তাহলে আমাদের Swing Low থেকে মাউস কার্সর Swing High পর্যন্ত টেনে নিতে হবে।

Daily Chart AUDUSD Currency pair with Fibonacci Retracement Level

সুত্র অনুযায়ী, উপরোক্ত চার্টে প্রাইসের Swing Low হচ্ছে 0.6955 এবং Swing High হচ্ছে 0.8264 ।

খেয়াল করে দেখুন, আপনি যখন দুইটি সুইং পয়েন্ট একসাথে যোগ করলেন তখনই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপনাকে Fibonacci retracement লেভেলগুলোকে চিহ্নিত করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, চার্টের এই লেভেলগুলো ছিল 0.7955 (23.6%), 0.7764 (38.2%), 0.7609 (50.0%), 0.7454 (61.8%), এবং 0.7263 (76.4%) ।

এখন আমাদের অপেক্ষা করতে হবে AUD/USD কারেন্সি পেয়ারের প্রাইস, এর সর্বশেষ Swing High থেকে কখন নিচে নেমে আসবে অর্থাৎ Retrace নিবে। প্রাইস নিচে নেমে আসার পর এই retracement লেভেলের যেকোনো একটি সাপোর্ট লেভেলে এসে প্রাইস অবস্থান করবে কারণ ট্রেডাররা এই প্রাইসকে আরও বাড়ানোর জন্য আবার নতুন করে বাই/Buy এন্ট্রি গ্রহন করবে।

নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন। প্রাইস এর Swing High (0.8264) থেকে নেমে  retracement লেভেলের কোন সাপোর্ট থেকে আবার উপরে যাওয়া শুরু করেছে……

Fibonacci Retracement Level- 38.2 level held

প্রথমে প্রাইস, 23.6% সাপোর্ট লেভেলকে ভেঙে আরও নিচে নেমেছে। প্রাইস কয়েক সপ্তাহ পরে 38.2% সাপোর্ট লেভেল স্পর্শ করে কিন্তু এই লেভেল এর ভাঙতে সক্ষম হয়নি। অর্থাৎ এই সাপোর্ট লেভেলের নিচে ক্লোজ হতে পারে নি।

কিছুদিন পর, July 14 তারিখের দিকে, প্রাইস আবারও তার আপট্রেন্ড শুরু করে এবং তার পূর্বের Swing High লেভেলকে ভেঙে আরও উপরে চলে যায়।

উপরের চিত্র থেকে পরিস্কার বোঝা যায়, 38.2% সাপোর্ট লেভেলে বাই/Buy এন্ট্রি লাভজনক ছিল। আশা করি বুঝতে পেরেছেন।

Downtrend

নিচের চার্টটি EUR/USD কারেন্সি পেয়ারের একটি 4-hour চার্ট। যেহেতু আমরা ডাউনট্রেন্ড এর সময় Swing High এবং Swing Low নির্ধারণ করবো তাহলে আমাদের Swing High থেকে মাউস কার্সর Swing Low পর্যন্ত টেনে নিতে হবে।

EURUSD H4 Chart with Fibonacci Retracement Levels

সুত্র অনুযায়ী, উপরোক্ত চার্টে প্রাইসের Swing High হচ্ছে 1.4195 এবং Swing Low হচ্ছে 1.3854 ।

খেয়াল করে দেখুন, আপনি যখন দুইটি সুইং পয়েন্ট একসাথে যোগ করলেন তখনই সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপনাকে Fibonacci retracement লেভেলগুলোকে চিহ্নিত করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন, চার্টের এই লেভেলগুলো হচ্ছে 1.3933 (23.6%), 1.3983 (38.2%), 1.4023 (50.0%), 1.4064 (61.8%), এবং 1.4114 (76.4%) ।

এখন আমাদের অপেক্ষা করতে হবে EUR/USD কারেন্সি পেয়ারের প্রাইস, এর সর্বশেষ Swing Low থেকে কখন উপরের দিকে উঠে আসবে অর্থাৎ Retrace নিবে। প্রাইস উঠে আসার পর এই retracement লেভেলের যেকোনো একটি রেসিস্টেন্স লেভেলে এসে প্রাইস অবস্থান করবে কারণ ট্রেডাররা এই প্রাইসকে আরও নিচে নিয়ে যাওয়ার জন্য আবার নতুন করে সেল/Sell এন্ট্রি গ্রহন করবে।

নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন। প্রাইস, এর Swing Low (1.3854) থেকে উপরে উঠে  retracement লেভেলের কোন রেসিস্টেন্স থেকে আবার নিচে যাওয়া শুরু করেছে……

EURUSD H4 Chart with Fibonacci Retracement Level held at 50.0% as Resistance

প্রথমে প্রাইস, 38.2% রেসিস্টেন্স লেভেলকে ভেঙে আরও উপরে উঠেছে এবং পরে 50.0% রেসিস্টেন্স লেভেল স্পর্শ করে কিন্তু এই লেভেল এর ভাঙতে সক্ষম হয়নি। অর্থাৎ এই রেসিস্টেন্স লেভেলের উপরে ক্লোজ হতে পারেনি।

উপরের চিত্র থেকে পরিস্কার বোঝা যায়, 50.0% রেসিস্টেন্স লেভেলে সেল/Sell এন্ট্রি লাভজনক ছিল। আশা করি বুঝতে পেরেছেন।

উপরের এই দুইটি উদাহরণ এর মাধ্যমে আমরা দেখলাম, প্রাইস কিভাবে Fibonacci retracement লেভেলকে অস্থায়ী সাপোর্ট কিংবা রেসিস্টেন্স হিসাবে ব্যাবহার করে।

একটি বিষয় সবসময় মনে রাখবেন, প্রাইস এই লেভেলগুলো থেকেই বাউন্স করে ফিরে আসবে সেটা চিন্তা করা ভুল। আমরা এই বিষয়ে আপনাদের আরও বিস্তারিত জানানর চেষ্টা করবো।

সেই পর্যন্ত বলে রাখা ভালো, ট্রেড করার সময় Fibonacci tool এর ব্যাবহার এতটাও সহজ হয় না। যদি তাই হত, তাহলে সকল ট্রেডাররাই এই retracement লেভেলগুলোতে ট্রেডে এন্ট্রি গ্রহন করতো। পরবর্তী লেকচারে আমরা দেখানর চেষ্টা করবো, কখন এই retracement লেভেলগুলো কাজ করে না।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলঅনলাইন ফরেক্স ট্রেনিং
পরবর্তী আর্টিকেলFibonacci Retracement এর নির্ভরযোগ্যতা
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here