Floating P/L বলতে কি বোঝায়?

0
503
Floating Profit or Loss

আমরা মূলত শুরু করেছিলাম মার্জিন ট্রেডিং এর বিস্তারিত তথ্যাদি আপনাদের সামনে উপস্থাপন করার। এই মার্জিন ট্রেডিং সম্পর্কিত বিষয়গুলো এর মাধ্যমে এক এক চলে আসছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময়ই বলেছি, ফরেক্স ট্রেডিং করতে হলে, বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা আবশ্যিক। আমরা চেষ্টা করছে একে একে সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আপনার সামনে উপস্থাপন করার। সেই হিসাবেই আমাদের আজকের আর্টিকেল “Floating P/L” । চলুন তাহলে বিস্তারিত তথ্যাদি জেনে নেয়া যাক।

আপনার ট্রেডিং প্ল্যাটফর্মে, আপনি কিছু মান কিংবা ভ্যেলু দেখতে পাবেন যেটিকে বলে হয়ে থাকে “Unrealized P/L” অথবা “Floating P/L” যার পাশে আপনি সবুজ কিংবা লাল রঙয়ের কিছু নাম্বার দেখতে পাবেন।

আজকের আর্টিকেলে আমরা “Unrealized P/L” এবং “Floating P/L” এই দুইটি শব্দ এবং এদের বিস্তারিত তথ্য জানবো।

একটি বিষয় সবসময় মনে রাখবেন, ট্রেড করার জন্য দুইটি জিনিস থাকবে। একটি হচ্ছে Profit এবং অন্যটি হচ্ছে Loss যেটিকে সংক্ষেপে বলা হয়ে থাকে “P/L” ।

দুইটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন জেনে নেই এই দুইটির বিস্তারিত কিছু তথ্য সম্পর্কে।

Unrealized P/L

Unrealized P/L হচ্ছে, যখন আপনার কোনও সক্রিয় এন্টি থাকে তবে সেটির কি পরিমান প্রফিট কিংবা লস রয়েছে সেটিকে বোঝায়। যদি আপনি সেই এন্টিকে ক্লোজ করে ফেলেন তাহলে যেই পরিমান প্রফিট কিংবা লস হবে সেটিকে বোঝানো হয় realized P/L এর মাধ্যমে।

Unrealized P/L শব্দটি Floating P/L কেও বোঝায়। যার অর্থ হচ্ছে আপনার নতুন এন্টির প্রফিট কিংবা লস যেটি রয়েছে সেটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে কেননা আপনার এন্টিটি ওপেন রয়েছে। যেহেতু মার্কেট কখনোই একই স্থানে থাকে না এটি সবসময়ই পরিবর্তিত হতে থাকে এবং যার কারনে আপনার সক্রিয় এন্টির প্রফিট কিংবা লসও ক্রমাগত মার্কেট প্রাইস এর সাথে পরিবর্তিত হতে থাকবে।

আর সহজ করে যদি বলি, যদি আপনার গৃহীত কোনও এন্টিতে কোনও প্রফিট থাকে এবং সেটি যদি লসের দিকে চলে যায় তাহলে unrealized profit তখন unrealized loss এ রূপান্তরিত হয়ে যাবে।

উধাহরনঃ Floating Loss

ধরুন আপনি রিয়েল ট্রেডিং একাউন্টে EUR/USD কারেন্সি পেয়ারে 10,000 ইউনিট এর একটি লং পজিশন অর্থাৎ BUY এন্ট্রি গ্রহন করলেন যখন এক্সচেঞ্জ রেট ছিল 1.13000

এন্ট্রি নেয়ার কিছুদিন পর, EUR/USD কারেন্সি পেয়ারের এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.13000 । তাহলে চলুন আমরা এখন Floating P/L এর একটি হিসাবে করে নেই।

Floating P/L = Position Size x (Current Price - Entry Price)

Floating P/L = 10,000 x (1.13000 - 1.15000) 

-200 = 10,000 x (- 0.0200)

অর্থাৎ, পজিশন ২০০ পিপ্স এর মতন নিচে নেমে গেছে অর্থাৎ ডাউন

আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে, আমরা একটি মিনি লট এর ব্রোকারে এন্ট্রিটি নিয়েছিলাম কেননা আমরা উদাহরণ শুরু করার সময় উল্যেখ করেছিলাম 10,000 ইউনিট এর কথা। যদি বুঝতে না পারেন, তাহলে অনুগ্রহ করে এই Lot/Volume লেকচারটি পুনরায় পড়ে নিন।

মিনি লট এর এন্ট্রি হবার কারনে এই ক্ষেত্রে প্রতি পিপ্স এর পরিবর্তন এর কারনে প্রফিট কিংবা লস হবে $1 সমপরিমান।

অর্থাৎ, আপনার বর্তমান Floating Loss এর পরিমান হচ্ছে $200 (200 pips x $1) ।

এই লসটিকে আমরা Floating Loss হিসাবে ধরবো কেননা এই এন্ট্রিটি এখন পর্যন্ত ক্লোজ করা হয়নি। আসলে যখন কোনও রানিং এন্ট্রিতে লস থাকে তখন আমরা প্রত্যাশা করি সেটি পুনরায় প্রফিট এর দিকে ফিরে আসবে।

এখন যদি EUR/USD কারেন্সি পেয়ার এর প্রাইস পুনরায় 1.1600 এর দিকে ফিরে আসে তাহলে এখন পূর্বে যেখানে আপনার Floating Loss ছিল সেটি এখন Floating Profit এ রূপান্তরিত হবে। এবং ট্রেডিং ভাষায় সেটিকে বলা হবে পজিশন আপ = 100 Pips

মিনি লট এর এন্ট্রি হবার কারনে এই ক্ষেত্রে প্রতি পিপ্স এর পরিবর্তন এর কারনে প্রফিট হবে $1 সমপরিমান।

অর্থাৎ, আপনার বর্তমান Floating profit এর পরিমান হচ্ছে $100 (100 pips x $1) ।

Realized P/L

Realized Profit হচ্ছে সেটি যখন কোনও রানিং এন্টির প্রফিট ক্লোজ করেন। লস এর ক্ষেত্রেও একই । অর্থাৎ, বিদ্যমান কোনও এন্টির লস যদি আপনি ক্লোজ করেন তাহলে সেটিকে বলা হবে Realized Loss

যদি অন্যভাবে বলি, তাহলে রানিং এন্টির কোনও প্রফিট কিংবা লস যখন সেটি ক্লোজ করে ফেলবেন তখনই এটিকে “realized” হিসাবে বলা হবে। এটির সাথে ব্যালেন্স এর পরিবর্তন জড়িত কেননা আপনি যখন প্রফিট কিংবা লসে কোনও এন্টি ক্লোজ করবেন তখন সেটির প্রভাব পরবে আপনার একাউণ্ট Balance এর উপর। যদি এন্ট্রি প্রফিটে ক্লোজ করেন তাহলে সেটি ব্যালেন্স এর সাথে যোগ হবে এবং অন্যদিকে যদি এন্টির লসে ক্লোজ করেন তাহলে একাউন্ট ব্যালেন্স থেকে বিয়োগ হবে।

উধাহরনঃ Realized Loss

ধরুন আপনি রিয়েল ট্রেডিং একাউন্টে EUR/USD কারেন্সি পেয়ারে 10,000 ইউনিট এর একটি লং পজিশন অর্থাৎ BUY এন্ট্রি গ্রহন করলেন যখন এক্সচেঞ্জ রেট ছিল 1.15000

এন্ট্রি নেয়ার কিছুদিন পর, EUR/USD কারেন্সি পেয়ারের এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.13000 । তাহলে চলুন আমরা এখন Floating P/L এর একটি হিসাবে করে নেই।

Floating P/L = Position Size x (Current Price - Entry Price)

Floating P/L = 10,000 x (1.13000 - 1.15000) 

-200 = 10,000 x (- 0.0200)

অর্থাৎ, পজিশন ২০০ পিপ্স এর মতন নিচে নেমে গেছে অর্থাৎ ডাউন।

আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে, আমরা একটি মিনি লট এর ব্রোকারে এন্ট্রিটি নিয়েছিলাম কেননা আমরা উদাহরণ শুরু করার সময় উল্যেখ করেছিলাম 10,000 ইউনিট এর কথা। যদি বুঝতে না পারেন, তাহলে অনুগ্রহ করে এই কোর্স Lot/Volume লেকচারটি পুনরায় পড়ে নিন।

মিনি লট এর এন্ট্রি হবার কারনে এই ক্ষেত্রে প্রতি পিপ্স এর পরিবর্তন এর কারনে প্রফিট কিংবা লস হবে $1 সমপরিমান।

অর্থাৎ, আপনার বর্তমান Floating Loss এর পরিমান হচ্ছে $200 (200 pips x $1) ।

এটি এখন পর্যন্ত আপনার ব্যালেন্স এর সাথে যুক্ত হয়নি কেননা আপনি এন্টিটি এখন ক্লোজ করেননি। সেটিকে হোল্ড করে রেখছেন। কিন্তু এমন কিছু সময় আসবে যখন বড় লস এর সম্ভাবনা থাকলে এর আগেই সেটিকে ক্লোজ করে দেয়াই হবে উত্তম। অর্থাৎ, আপনি সিদ্ধান্ত নিলেন বিদ্যমান এন্টিটি লসেই ক্লোজ করে দিবেন।

লক্ষ্য করুন, এখন আপনার ব্যালেন্স আগের তুলনায় $200 কমে গেছে অর্থাৎ, আপনি যেই পরিমান লসে এন্ট্রিটিকে ক্লোজ করেছিলেন সেটি লসে ক্লোজ করার কারনে ব্যালেন্স থেকে সম্পরিমান অর্থ কেটে নেয়া হয়েছে।

আপনি যখন ট্রেড শুরু করেছিলেন তখন আপনার বিনিয়োগ এর পরিমান ছিল
$1000 কিন্তু আপনি যখন লসে এন্ট্রি ক্লোজ করলেন তখন $200 লস হবার কারনে আপনার বিদ্যমান ব্যালেন্স হচ্ছে $800 ।

Balance Floating P/L
BEFORE $1,000 -$200
AFTER $800

উধাহরনঃ Realized Profit

ধরুন আপনি রিয়েল ট্রেডিং একাউন্টে EUR/USD কারেন্সি পেয়ারে 10,000 ইউনিট এর একটি লং পজিশন অর্থাৎ BUY এন্ট্রি গ্রহন করলেন যখন এক্সচেঞ্জ রেট ছিল 1.15000

এন্ট্রি নেয়ার কিছুদিন পর, EUR/USD কারেন্সি পেয়ারের এক্সচেঞ্জ রেট হচ্ছে 1.16000 । তাহলে চলুন আমরা এখন Floating P/L এর একটি হিসাবে করে নেই।

Floating P/L = Position Size x (Current Price - Entry Price)

Floating P/L = 10,000 x (1.6000 - 1.15000) 

100 = 10,000 x (0.0100)

অর্থাৎ, পজিশনটি 100 pips পরিমান উপরের দিকে উঠে এসেছে।

মিনি লট এর এন্ট্রি হবার কারনে এই ক্ষেত্রে প্রতি পিপ্স এর পরিবর্তন এর কারনে প্রফিট কিংবা লস হবে $1 সমপরিমান।

অর্থাৎ, আপনার বর্তমান Floating Profit এর পরিমান হচ্ছে $100 (100 pips x $1) ।

এটি এখন পর্যন্ত আপনার ব্যালেন্স এর সাথে যুক্ত হয়নি কেননা আপনি এন্টিটি এখন ক্লোজ করেননি। সেটিকে হোল্ড করে রেখছেন। এখন, আপনি সিদ্ধান্ত নিলেন বিদ্যমান এন্টিটি প্রফিটে ক্লোজ করে দিবেন।

আপনি প্রফিট ক্লোজ করে দিলেন এবং সেই এমাউন্ট আপনার একাউন্ট ব্যালেন্সে যুক্ত হয়ে গিয়েছে। আপনি যখন ট্রেডিং শুরু করেছিলেন তখন আপনার একাউন্ট এর ব্যালেন্স ছিল $1000 । যখন আপনি প্রফিট ক্লোজ করলেন তখন আপনার ব্যালেন্স এর সাথে প্রফিট এর এমাউন্ট যোগ হয়ে গেছে এবং এখন আপনার বর্তমান ব্যালেন্স হলো $1,100 ।

Balance Floating P/L
BEFORE $1,000 +$100
AFTER $1,100

একটি বিষয় সবসময় মনে রাখবেন, আপনার এন্টিতে যেই প্রফিট রয়েছে সেটি ততক্ষণ পর্যন্ত প্রফিট হিসাবে গন্য করা যাবে না যদি আপনি সেই প্রফিট এর এন্ট্রি ক্লোজ না করেন। অর্থাৎ, ততক্ষণ পর্যন্ত আপনার প্রফিট Real হবে না যতক্ষণ পর্যন্ত সেটি Realized না হয়।

একজন ট্রেডার হিসাবে আপনাকে অবশ্যই এই “Unrealized P/L” এবং “Realized P/L” এর মধ্যকার পার্থক্য বুঝতে হবে। আপনার সুবিধার জন্য বলছি, একটি নিচের দুঈটি বিষয় সবসময় মনে রাখবেন –

  • Realized Profit হচ্ছে, যেটি ক্যাশ হিসাবে আপনার ব্যালেন্সে যোগ হবে।
  • Realized loss হচ্ছে, যেটি ক্যাশ হিসাবে আপনার ব্যালেন্সে থেকে বিয়োগ করা হবে।

অন্যদিকে Unrealized profit হচ্ছে, যেটি প্রফিট হিসাবে বর্তমানে রয়েছে কিন্তু সেটি কিছুক্ষণ পর নাও থাকতে পারে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলBalance | ব্যালেন্স কি?
পরবর্তী আর্টিকেলফরেক্স ট্রেডিং এ LOT শব্দটির অর্থ কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here