ফরেক্স-এই সপ্তাহের আপডেটঃ May 22 – 26

0
579

Forex Bangla News- গত সপ্তাহের শুক্রবার পর্যন্ত U.S. dollar তার নিম্নমুখী প্রবনতা ধরে রেখেছে, যেটা প্রায় গত একবছরের মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ ছিল। এই নিম্নমুখী প্রবনতার সবচেয়ে বড় কারন হচ্ছে প্রেসিডেন্ট-ডোনাল্ড ট্র্যাম্প প্রশাসনের রাজনৈতিক অস্থিরতা।

U.S. dollar Index, যেটা U.S. dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে, গত সপ্তাহে প্রায় ২.১২% নেমে গিয়েছে যা গত বছরের জুলাই মাস পর্যন্ত সবচেয়ে বেশী পরিমাণ।

এই ইনডেক্স, তার গত ১৪ বছরের হাই ১০৩.৮২ (জানুয়ারি-৩) থেকে প্রায় ৫% নেমে গিয়েছে কারন বিনিয়োগকারীরা আর তথাকথিত “Trump Trade” এর উপর আর ভরশা রাখতে পারছেন না। সেই সাথে ট্র্যাম্প প্রশাসনের রাজনৈতিক অস্থিরতা, Russia এর U.S. প্রেসিডেন্ট নির্বাচনের উপর হস্তক্ষেপ, FBI প্রধানের চাকরীচ্যুত হওয়া সব মিলিয়ে বিনিয়োগকারীরা dollar এর উপর তাদের আস্থা রাখতে পারছেন না।

শক্তিশালী euro, শুক্রবার পর্যন্ত dollar এর বিপরীতে তার অবস্থান শেষ ৬ মাসের মধ্যে সর্বোচ্চ হাই ধরে রেখেছে। EUR/USD গত সপ্তাহে ০.৯৫% বেড়ে ১.১২০৭ এ শেষ হয়েছে যেখানে dollar গত সপ্তাহে ২.৫% নেমে শেষ হয়েছে।

এই সপ্তাহে বিনিয়োগকারীরা, বুধবারের Federal Reserve meeting minutes এর উপর তাদের দৃষ্টি রাখবে কারন এখানে পরবর্তী U.S. rate hike এর তথ্য পেতে পারেন।

Forex Bangla News- Monday, May 22

ইউরোগ্রুপ এর অর্থমন্ত্রী, Brussels এ তার পূর্ব-নির্ধারিত বক্তব্য রাখবেন।

Canada এর Financial markets এ দিন সরকারী ছুটির কারনে বন্ধ থাকবে।

Forex Bangla News- Tuesday, May 23

ইউরোজোন তাদের Private Sector Business Activity এর সার্ভে ডেটা পাবলিশ করবে।

German Business Climate সম্পর্কে IFO Institute প্রতিবেদন দিবে।

Bank of England Governor Mark Carney এবং অন্যান্য কর্মকর্তারা মুদ্রাস্ফীতি এবং সমসাময়িক অর্থনৈতিক চেহারা সম্পর্কে তাদের বিশ্লেষণ প্রদান করবেন।

Canada তাদের Wholesale Sales এর প্রতিবেদল পাবলিশ করবে।

U.S. তাদের New Home Sales এর রিপোর্ট পাবলিশ করবে।

Forex Bangla News- Wednesday, May 24

ECB President-Mario Draghi Madrid এ একটি ইভেন্টে তার বক্তব্য রাখবেন।

The Bank of Canada, তাদের Interest Rate এর লক্ষ্যমাত্রা এবং তাদের Policy Statement পাবলিশ করবে।

U.S. তাদের Existing Home Sales এর রিপোর্ট পাবলিশ করবে।

Fed তাদের সর্বশেষ পলিসি মিটিং এর প্রতিবেদন পাবলিশ করবে, যেটা বিনিয়োগকারীদের U.S. এর অর্থনৈতিক অবস্থান সম্পর্কে সম্যক ধারনা প্রদান করবে।

Forex Bangla News- Thursday, May 25

UK, তাদের First Quarter Growth এর সংশোধিত ডেটা এবং সেই সাথে Business Investment এর প্রাথমিক তথ্য পাবলিশ করবে।

U.S. তাদের Jobless Claims এর সাপ্তাহিক তথ্য পাবলিশ করবে।

Forex Bangla News- Friday, May 26

U.S. তাদের সাপ্তাহিক Durable Goods orders এবং First Quarter Growth আর Consumer Sentiment এর সংশোধিত ডেটা প্রকাশ করবে।

 

Forex Bangla News- সূত্র-রয়টার্স

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here