$250 পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড অফার।

8
2485
Forex Cash Reward

Forex Cash Reward – যারা ফরেক্স ট্রেড করছেন কিংবা শুরু করার চিন্তা করছেন কিন্তু ফান্ড এর কারনে সেটি সম্ভব হচ্ছে না তাদের জন্য আমাদের পার্টনার ব্রোকার এর পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি ক্যাশ রিওয়ার্ড অফার রয়েছে যাতে অংশ নেয়ার মাধ্যমে আপনি জিতে নিতে পারেন সর্বমোট $250 Forex Cash Reward । এই অফার এর আওতায় যেকেউই অংশ নিতে পারবেন। অংশ নেয়ার জন্য কোনও বিশেষ শর্ত নেই। অর্থাৎ, এর জন্য আপনাকে কোনও ধরনের অর্থ খরচ করতে হবে না। এই আর্টিকেল এর মাধ্যমে Forex Cash Reward কিছু বিস্তারিত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি।

Q4 Campaign একনজরে
বোনাস এর ধরন
ক্যাশ রিওয়ার্ড
ব্যবহারকারী
যেকোনো ট্রেডার অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার সময় ৮৮ দিন
রেজিস্ট্রেশন লিংক
রেজিস্ট্রেশন লিংক
প্রতিযোগিতা শুরু ৪ অক্টোবর ২০২১
প্রতিযোগিতা শেষ ৩১ ডিসেম্বর ২০২১
অংশ নেয়ার সময় ক্যাম্পেইন চলাকালীন যেকোনো সময়
পুরস্কার টপ ৫ জন পাবেন $50 করে সর্বমোট $250 ক্যাশ রিওয়ার্ড।
প্রতি সপ্তাহে ৫ জন ১০ ডলার করে পাবেন সর্বমোট $50 ক্যাশ রিওয়ার্ড।

রেজিস্ট্রেশন প্রক্রিয়াঃ

  • উপরের নির্ধারিত লিংক ক্লিক করে আপনার নাম এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • একজন ব্যবহারকারী শুধুমাত্র একবারই রেজিস্ট্রেশন করার সুবিধা পাবেন। অর্থাৎ, আপনার সেই ইমেইল আর ব্যবহার করা যাবে না।
  • রেজিস্ট্রেশন করার পর, নিচের কিছু কার্যাদি থাকবে যা সম্পন্ন করার সাথে সাথে আপনার কিছু পয়েন্ট যুক্ত হতে থাকবে।
  • সবগুলো কার্যাদি সম্পাদন হয়ে গেলে, আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন।
  • রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন। ইমেইল [email protected]

ক্যাম্পপেইন এর প্রক্রিয়াঃ

প্রথমে আপনার নাম এবং ইমেইল আইডি ব্যবহার করে ক্যাম্পেইন এর জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন তাৎক্ষণিক হয়ে যাবে এবং এর জন্য আপনাকে ভিন্ন কিছুই করতে হবে না। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনি ক্যাম্পেইন এর অন্যান্য কার্যাবলী সম্পাদন করতে পারবেন। তবে এর জন্য প্রথমে আপনার ইমেইল আইডিটিকে ভেরিফাই করে নিতে হবে। বিষয়টি আরও একটু পরিস্কার করছি। অনুগ্রহ করে ইমেইজটি ভাল করে দেখুন। Q4 Giveaway

এখানে “Use Your Email” এই অংশে ক্লিক করে আপনার নাম এবং ইমেইল আইডি প্রদান করার একটি অংশ চলে আসবে। সেখানে তথ্য প্রদান করুন এবং আপনার ইমেইল ইনবক্স চেক করে নিন।

আপনাকে একটি ইমেইল করা হয়েছে অনুগ্রহ করে সেই ইমেইলটিকে ভেরিফাই করে নিন।

এখানে সর্বমোট ৫টি ভিন্ন ভিন্ন কার্যাদি রয়েছে যা আপনাকে একটি একটি করে সম্পন্ন করতে হবে। প্রতিটি কাজ সম্পন্ন করার সাথে সাথে আপনার একাউন্টে স্বয়ংক্রিয় কিছু পয়েন্ট যুক্ত হয়ে যাবে।

সবগুলো কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনি একটি কনফার্মেশন ইমেইল পাবেন। এবং ক্যাম্পেইন এর ড্র পর্যন্ত অপেক্ষা করুন। যারা বিজয়ী হিসাবে নির্বাচিত হবেন তাদের পরবর্তী ৭ কার্যদিবস এর মধ্যে ক্যাশ, পুরষ্কার হিসাবে প্রদান করা হবে।

আপনি যদি বিজয়ী হিসাবে নির্বাচিত হয়ে থাকেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপানাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এছারাও ক্যাম্পেইন এর যারা বিজয়ী হবেন তাদের নাম আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজয়ী নির্ধারণ

  • Forex Cash Reward ক্যাম্পেইনে অংশগ্রহনকারীদের মধ্যে যাদের পয়েন্ট বেশি তাদের মধ্য থেকে পর্যায়ক্রমে ৫জন কে নির্বাচিত করা হবে।
  • এই ৫ জন $50 করে তাদের ট্রেডিং একাউন্টে ডিপোজিট হিসাবে এই ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন যা তাৎক্ষণিক উত্তোলন কিংবা রিয়েল ট্রেড করে ব্যবহার করা যাবে।
  • এছাড়াও, প্রতি সপ্তাহে প্রথম ৫ জন বিজয়ী পাবেন $10 করে ক্যাশ রিওয়ার্ড অফার।
  • বিজয়ীদের ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সাপ্তাহিক বিজয়ী নাম এর তালিকা
১ম সপ্তাহের বিজয়ী
XXXX
2য় সপ্তাহের বিজয়ী XXXX
3য় সপ্তাহের বিজয়ী XXXX
4থ সপ্তাহের বিজয়ী
XXXX
5ম সপ্তাহের বিজয়ী XXXX
6ঠ  সপ্তাহের বিজয়ী XXX

১ম ৫জন এর নামের তালিকা

১ম ৫জন বিজয়ী নাম এর তালিকা
১ম বিজয়ী
YYYYYY
2য় বিজয়ী YYYYYY
3য় বিজয়ী YYYYYY
4থ বিজয়ী
YYYYYY
5ম বিজয়ী YYYYYY

 

ক্যাম্পেইন এর শর্তাদিঃ

  1. একজন শুধুমাত্র একবারই এই ক্যাম্পেইনে অংশ নেয়ার সুবিধা পাবেন।
  2. রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আপনার নাম এবং সচল ইমেইল আইডি ব্যবহার করতে হবে।
  3. রেজিস্ট্রেশন করার পর, আপনাকে একটি ভেরিফিকেশন ইমেইল পাঠানো হবে অনুগ্রহ করে সেই ইমেইলে থাকা লিংক ব্যবহার করে ভেরিফাই করে নিবেন।
  4. যদি ইমেইল ভেরিফাই না করেন তাহলে বিজয়ী হবার জন্য আপনার মনোনয়ন গ্রহনযোগ্য হবেনা।
  5. ভুল ইমেইল আইডি ব্যবহার করার কারনে, আপনার অংশগ্রহন বাতিল হয়ে যেতে পারে।
  6. রেজিস্ট্রেশন সময়কালে আপনার ইমেইল এবং ইন্টারনেট আইপি আমাদের সার্ভারে সংরক্ষিত থাকবে যার ফলে আপনি যদি একাধিকবার রেজিস্ট্রেশন করার চেষ্টা করেন তাহলে সেটি বাতিল বলে বিবেচিত হবে।
  7. রেজিস্ট্রেশন এর সময় অবশ্যই সঠিক ইমেইল আইডির ব্যবহার বাধ্যতামূলক অন্যথায় আপনার রেজিস্ট্রেশন বাতিল বলে বিবেচিত হবে।
  8. ক্যাম্পেইন ড্র হবার শেষ তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্ধারিত বিজয়ীদের মধ্যে ফান্ড প্রদান করা হবে।
  9. ফান্ড প্রদান করা হবে আমাদের পার্টনার ব্রোকার এর পক্ষ থেকে যা চাইলে সম্পূর্ণ ভাবে উত্তোলনযোগ্য কিংবা রিয়েল ট্রেডে ব্যবহার করা যাবে।
  10. ফান্ড, সরাসরি রিয়েল ট্রেডিং একাউন্টে ডিপোজিট করে দেয়া হবে। যা আপনি চাইলে যেকোনো পেমেন্ট প্রসেসর যেমন নেটেলার কিংবা স্ক্রিল এর মাধ্যমে উত্তোলন করে নিতে পারবেন।
  11. বিজয়ীদের নাম ইমেইল এবং আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
  12. যেকোনো সময় ক্যাম্পেইন এর শর্ত পরিবর্তিত হতে পারে তবে সেটি আপনাদের ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
  13. ক্যাম্পেইন এর সকল আপডেট আপনার ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে ইমেইল করতে পারেন – [email protected]  ।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

8 কমেন্ট

    • Thank you for your comment.
      Forex broker does not offer such currency pair as there are shortage of market demand. Most of the time Liquidity Providers are offering such currency pair which market demands are high.

      EX: If you have 1000 Bhat (Thai currency) and try to exchange it with BDT from any local bank, bank does not accept it. On the other hand, if you want exchange $1000 to BDT, bank will exchange it instantly. Hope you understand.

      Best wishes!

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here