ফরেক্স ট্রেডিং এ LOT শব্দটির অর্থ কি?

2
1385
Forex Lot | ফরেক্স লট

Forex Lot – আগে ফরেক্সে শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ এর মাধ্যমে ট্রেড করার উপায় ছিল। এই নির্দিষ্ট পরিমাণই “লট/Lot” নামে পরিচিত। আরও সহজ করে যদি বলি, ফরেক্স ট্রেড করার জন্য আপনি কারেন্সি পেয়ারের যেই ইউনিট কিংবা পরিমান বাই/সেল করার সময় নির্ধারণ করে নেন তাকেই বলা হয় Lot ।

যদি একটু পিছনে ফিরে তাকার, তাহলে রিটেইল ফরেক্স ব্রোকারদের শুরু হবার আগ থেকে আমরা যারা ফরেক্স ট্রেডিং এর জন্য বিনিয়গে উৎসাহী, তারা চাইলেও ট্রেড করা সম্ভব ছিলনা এবং এর মুল কারন ছিল, সর্বনিম্ন যেই পরিমান ফান্ড এর এন্ট্রি গ্রহন করতে হত সেটি আমাদের পক্ষে নেয়া সম্ভব ছিল না। কালক্রমে, ফরেক্স ব্রোকারগুলো এই পরিমান অনেকবেশী পরিমান কমিয়ে নিয়ে আসে যার মাধ্যমে আজ চাইলে আপনি $5 দিয়েও ট্রেডিং শুরু করতে পারেন।

– ভিডিও টিউটোরিয়াল –

এই Lot এর স্ট্যান্ডার্ড সাইজ কিংবা পরিমাপ হচ্ছে কারেন্সি পেয়ারের 1,00,000 ইউনিট তবে এখন অবশ্য Mini, Micro এবং Nano লট সাইজে যথাক্রমে 10,000, 1,000, এবং 100 ইউনিট এর মাধ্যমে ট্রেড করার সুবিধা বিভিন্ন ব্রোকার তাদের ক্লায়েন্টদের প্রদান করে থাকে।

এক নজরে লট এর গঠন- 

লট এর নাম ইউনিট এর সংখ্যা
Standard 100,000
Mini 10,000
Micro 1,000
Nano 100

আপনি আগের আর্টিকেল থেকে জেনেছেন, কোনও কারেন্সি পেয়ারের প্রাইসের সর্বনিম্ন যে একক পরিবর্তিত হয় তাকে বলা হয় পিপ্স/Pips যা একটি কারেন্সির অনেক অনেক ক্ষুদ্র একটি অংশ।

আপনাকে যদি এই ক্ষুদ্র অংশের (পিপ্স/Pips) এর পরিবর্তন থেকে কোনও বড় ধরনের প্রফিট করতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার ট্রেডিং ইউনিট/Lot কে বাড়িয়ে নিতে হবে।

Forex Lot Calculation:

ধরুন, আপনি স্ট্যান্ডার্ড Forex Lot এর একটি ব্রোকার অর্থাৎ, যার ইউনিট হচ্ছে 100,000, এখানে কোনও কারেন্সি পেয়ারে বাই/সেল করবেন। চলুন তাহলে পিপ্স হিসাবে এন্ট্রির প্রফিট/লস এর কিছু হিসাব করে নেই-

  1. USD/JPY কারেন্সি পেয়ার এর প্রাইস 119.80: (.01 / 119.80) x 100,000 = $8.34 per pip
  2. USD/CHF কারেন্সি পেয়ার এর প্রাইস 1.4555: (.0001 / 1.4555) x 100,000 = $6.87 per pip

যদি কোনও কারেন্সি পেয়ারে ক্ষেত্রে U.S. Dollar (USD) প্রথমে অর্থাৎ, বেইজ কারেন্সি হিসাবে না থাকে তাহলে এই হিসাবটা একটু অন্যরকমের হবে।

  1. EUR/USD কারেন্সি পেয়ার এর প্রাইস 1.1930: (.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 অথবা বলতে পারি $10/pip ।
  2. GBP/USD কারেন্সি পেয়ার এর প্রাইস 1.8040: (.0001 / 1.8040) x 100,000 = 5.54 x 1.8040 = 9.99416 অথবা বলতে পারি $10/pip ।

একটি উধাহরন এর মাধ্যমে নিচে আমরা EUR/USD এবং USD/JPY এর পিপ্স এর ভ্যালু, Lot সাইজ এর উপর নির্ধারণ করে কি পরিমান পরিবর্তিত হবে সেটি দেখানোর চেষ্টা করেছি।

কারেন্সি
পেয়ার
ক্লোজিং প্রাইস প্রতি পিপ্স পরিবর্তিত হলে:
ইউনিট স্ট্যান্ডার্ড লট মিনি লট মাইক্রো লট ন্যানো লট
EUR/USD যেকোনো $0.0001 $10 $1 $0.1 $0.01
USD/JPY 1 USD = 80 JPY $0.000125 $12.5 $1.25 $0.125 $0.0125

বিভিন্ন ব্রোকারে এই পিপ্স হিসাবে কোনও ট্রেডে লাভ কিংবা ক্ষতি নিরূপণ করার কিছু নিজস্ব হিসাব রয়েছে। কিন্তু ব্রোকার যেভাবেই এই ক্যালকুলেশন করুক না কেন, আপনাকে অবশ্যই সেই ব্রোকার কোনও নির্দিষ্ট সময়ে কারেন্সি পেয়ারের পিপ্স এর ক্যালকুলেশন কত হবে সেটা বলে দিবে কিংবা আপনি তাদের Client Agreement এর মধ্যে দেখে নিতে পারেন।

যদি এই ক্যালকুলেশন আপনার মনে না থাকে শুধুমাত্র নিচের কয়েকটি হিসাব মনে রেখে চলবেন –

  • স্ট্যান্ডার্ড লট ব্রোকারে EUR/USD কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশন এর জন্য, প্রতি পিপ্স এর মুভমেন্টে ১লট সাইজের এন্ট্রির জন্য প্রফিট/লস হবে $10 করে।
  • মিনি লট ব্রোকারে EUR/USD কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশন এর জন্য, প্রতি পিপ্স এর মুভমেন্টে ১লট সাইজের এন্ট্রির জন্য প্রফিট/লস হবে $1 করে।
  • মাইক্রো লট ব্রোকারে EUR/USD কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশন এর জন্য, প্রতি পিপ্স এর মুভমেন্টে ১লট সাইজের এন্ট্রির জন্য প্রফিট/লস হবে $0.10 করে।
  • ন্যানো লট ব্রোকারে EUR/USD কারেন্সি পেয়ারে বাই কিংবা সেল পজিশন এর জন্য, প্রতি পিপ্স এর মুভমেন্টে ১লট সাইজের এন্ট্রির জন্য প্রফিট/লস হবে $0.01 করে।

লিভারেজ এর বিশ্লেষণ!

আপনার মনে হতে পারে, কিভাবে এত অল্প একটি ব্যালেন্স নিয়ে এত বড় এমাউন্ট এর ট্রেড করতে পারবো?

মনে করুন, আপনার ব্রোকার হচ্ছে একটি ব্যাংক যে আপনাকে $100,000 প্রদান করল কারেন্সি বাই/সেল করার জন্য। শর্ত হিসাবে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ডিপোজিট করার জন্য বলা হল। যেমন ধরুন $1,000 ।

অর্থাৎ, আপনি $1,000 আপনার ট্রেডিং একাউন্টে জমা করার পরিবর্তে ব্রোকারের কাছ থেকে $100,000 পরিমাণের কারেন্সি কেনাবেচার সুযোগ পেলেন।

কি মনে হচ্ছে? প্রক্রিয়াটি ভালো না! এই প্রক্রিয়াটিকে ফরেক্স  ট্রেডিং এর ভাষায় বলা হয় লিভারেজ/Leverage ।

লিভারেজ এর পরিমাণ নির্ভর করবে আপনার ব্রোকার এবং আপনার ট্রেডিং দক্ষতার উপর অর্থাৎ, আপনার ব্রোকার কি পরিমাণ লিভারেজ আপনাকে প্রদান করবে এবং আপনি কি পরিমাণ লিভারেজ গ্রহন করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটির উপর।

সাধারণত ব্রোকার ট্রেড করার জন্য আপনাকে ফান্ড ডিপোজিট করতে বলবে যা Account Margin কিংবা Initial Margin হিসাবেও পরিচিত। আপনি যখন আপনার ট্রেডিং একাউন্টে ফান্ড ডিপোজিট করবেন তখন থেকে আপনি ট্রেড করার জন্য সম্পূর্ণরূপে তৈরি।

উদাহরণ হিসাবে বলা যায়, যদি ট্রেড করার জন্য আপনার লিভারেজ হয় 100:1 (কিংবা 1% পজিশন), এবং আপনি একটি ট্রেড পজিশন নিতে চাচ্ছেন যার মূল্য হচ্ছে $100,000, কিন্তু ট্রেড করার জন্য আপনার ব্যালেন্স রয়েছে $5,000 ।

সমস্যা নেই আপনার ব্রোকার তখন, পজিশন এর সম্পূর্ণ মূল্যের জন্য আপনার কাছ থেকে (অর্থাৎ আপনার ব্যালেন্স থেকে) $1,000 কিস্তি/Down payment হিসাবে কেটে নিবে যা হল মার্জিন/Margin এবং আপনাকে বাকি অর্থ ধার/ঋণ হিসাবে প্রদান করবে।

একটি তথ্য মনে রাখবেন, অবশ্যই এই পজিশনের থেকে প্রাপ্ত লাভ/ক্ষতি আপনার ব্যালেন্সের সাথে যোগ/বিয়োগ করে দেখানো হবে।

ট্রেড করার জন্য এই প্রাথমিক জামানত (মার্জিন/Margin) লট হিসাবে ব্রোকার অনুযায়ী এক এক রকমের হয়ে থাকে।

উপরের প্রদত্ত উদাহরণ থেকে, ব্রোকার ট্রেড করার জন্য মার্জিন নির্ধারণ করে দিয়েছে 1% । এর অর্থ হচ্ছে, আপনাকে প্রতি $100,000 সমপরিমাণ ট্রেড ওপেন করার জন্য $1,000 ডিপোজিট করে নিতে হবে।

এই $1,000 কিন্তু আবার ফি কিংবা চাজ নয়। এটি হচ্ছে আপনার বিনিয়োগ / Deposit এর পরিমান যা, আপনার এন্টি ক্লোজ করার সাথে সাথেই ফিরিয়ে দেয়া হবে আপনাকে।

কিভাবে প্রফিট এবং লস হিসাব করবেন?

এখন আপনি জানেন কিভাবে পিপ্স এর মূল্য এবং লিভারেজ হিসাব করতে হয়, তাহলে এবার আমরা জানবো কিভাবে প্রফিট এবং লস ক্যালকুলেট করবেন।

ধরুন USD/CHF কারেন্সি পেয়ারে আপনি একটি বাই/Buy এন্ট্রি নিলেন অর্থাৎ আপনি USD কারেন্সিকে বাই করলেন এবং সেইসাথে CHF কারেন্সিকে সেল করলেন।

  1. আপনি যখন এন্ট্রি নিয়েছেন তখন এই কারেন্সি পেয়ারের প্রাইস ছিল 1.4525 / 1.4530 । যেহেতু আপনি USD বাই করেছেন সেহেতু আপনার এন্ট্রি হয়েছে ‘ASK’ প্রাইস অনুসারে অর্থাৎ 1.4530 ।
  2. আপনি তাহলে ১ স্ট্যান্ডার্ড Lot (100,000 units) বাই/Buy করলেন 1.4530 প্রাইসে।
  3. কয়েক ঘণ্টা পর, এই কারেন্সি পেয়ারের প্রাইস আগের থেকে বেড়ে হল 1.4550 এবং আপনি সিদ্ধান্ত নিলেন আপনার এই পজিশনটি ক্লোজ করে দিবেন।
  4. মার্কেটে এখন এই কারেন্সি পেয়ারের প্রাইস হচ্ছে 1.4550 / 1.4555 । যেহেতু আপনি ট্রেডটি আগেই কিনেছিলেন এখন ক্লোজ করতে চাচ্ছেন এর অর্থ হচ্ছে আপনাকে এখন অন্যান্য ট্রেডাররা যেই প্রাইসে এই কারেন্সি পেয়ারকে কিনতে আগ্রহী সেই প্রাইসে “BID” ক্লোজ করে দিতে হবে।
  5. আপনি কারেন্সি পেয়ারটিকে কিনেছিলেন 1.4530 প্রাইসে এবং ক্লোজ করলেন 1.4550 প্রাইসে। অর্থাৎ এই কারেন্সি পেয়ার থেকে আপনি প্রফিট করলেন .0020 অথবা আমরা বলতে পারি 20 pips/পিপ্স।
  6. আমরা পিপ্স ক্যালকুলেট করার জন্য যেই সুত্র শিখেছিলাম সে অনুযায়ী, (.0001/1.4550) x 100,000 = $6.87/pips X 20 pips = $137.40 আপনার এই ট্রেড থেকে প্রফিট হল ।

Bid-Ask Spread

মনে রাখবেন, আপনি যখনই কোনও ট্রেডে এন্ট্রি কিংবা ক্লোজ করবেন সেটি সরাসরি ওই কারেন্সি পেয়ারের bid/ask প্রাইসের সাথে যুক্ত।

আপনি যখন কোনও কারেন্সি বাই/Buy করবেন, তখন আপনাকে ওই কারেন্সি পেয়ারের ASK প্রাইস দেখতে হবে। 

আপনি যখন কোনও কারেন্সি সেল/Sell করবেন, তখন আপনাকে ওই কারেন্সি পেয়ারের BID প্রাইস দেখতে হবে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলFloating P/L বলতে কি বোঝায়?
পরবর্তী আর্টিকেলMargin | মার্জিন কি?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

  1. মাইক্রো একাউন্টে USD/CHF পেয়ারে ০.১০ দিয়ে বাই করলে ১০০ পিপ্স প্রফিটে কত ডলার আসবে জানালে উপকৃত হতাম

    • এই ক্যাল্কুলেশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের প্রকাশিত “পিপ্স” আর্টিকেল থেকে। এই লিংক ক্লিক করে বিস্তারিত জেনে নেয়ার অনুরধ করছি। – https://fxbd.co/pips

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here