ফরেক্স পিভট পয়েন্ট কি?

2
2883

Forex Pivot Point- পিভট পয়েন্ট হচ্ছে ফরেক্স চার্টের সম্ভাব্য সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল নির্দেশের একটি বহুল ব্যবহৃত মাধ্যম। পিভট পয়েন্টকে আপনি আপনার চার্টে প্রবেশ করান এবং এটির সাপোর্ট এবং রেসিটেন্স লেভেল সম্ভাব্য মার্কেট প্রাইস একশনের পরিবর্তনকে নির্দেশ করবে।

মার্কেট প্রাইস একশন বুঝার জন্য পিভট পয়েন্ট ফরেক্সে অনেক জনপ্রিয় একটি মাধ্যম। এটি ট্রেডারকে মার্কেট প্রাইসের সম্ভাব্য মুভমেন্ট সম্পর্কে ধারনা প্রদান করে থাকে। যেমন আপনি কোথায় বাই অথবা সেল এন্ট্রি নিবেন, প্রাইসের রিভার্সাল পয়েন্ট (যেখানে গিয়ে প্রাইস বিপরীত দিকে ফিরে আসে) চিহ্নিত করার জন্য ট্রেডাররা পিভট পয়েন্ট ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন।

শর্ট-টার্ম ট্রেডার যারা আছেন তারা প্রধানত ছোট প্রাইস মুভমেন্টের থেকে প্রফিট করার জন্য পিভট পয়েন্ট সবচেয়ে বেশী ব্যাবহার করে থাকেন। সাধারণ ফরেক্স সাপোর্ট এবং রেসিসটেন্স এর মতই ফরেক্স ট্রেডাররা বাউন্স ট্রেড অথবা লেভেল ব্রেক করলে ট্রেড করে থাকেন।

রেঞ্জ-বাউন্ড ট্রেডাররা, রিভারসাল পয়েন্ট নির্দেশ পাওয়ার জন্য পিভট পয়েন্ট ব্যাবহার করে থাকেন। তারা চার্টে পিভট পয়েন্ট এরিয়ে খুজে বাই/সেল এন্ট্রি নিয়ে থাকেন।

ব্রেকআউট ট্রেডাররা, লেভেল ভাঙতে পারে এমন স্থান চিহ্নিত করার জন্য পিভট পয়েন্ট ব্যাবহার করে থাকেন। এরা একটি নির্দিষ্ট লেভেল ভাঙার জন্য অপেক্ষা করে থাকেন।

পিভট পয়েন্ট, ফরেক্স চার্টটিকে কয়েকটি সেকশনে ভাগ করে থাকে। মাঝের পয়েন্টটি হল পিভট পয়েন্ট (PP)। পিভট পয়েন্টের উপরে প্রাইস থাকলে মার্কেট বুল্লিশ (মার্কেটের গতিবিধি ঊর্ধ্বমুখী) এবং পিভট পয়েন্টের নিচে প্রাইস থাকলে মার্কেট বিয়ারিশ (মার্কেটের গতিবিধি নিম্নমুখী)।

R1, R2 এবং R3 হল রেসিসটেন্স লেভেল এবং এটি পিভট পয়েন্টের (PP) উপরে থাকে।
S1, S2 এবং S3 হল সাপোর্ট লেভেল এবং এটি পিভট পয়েন্টের (PP) নিচে থাকে।

 

এখানে,

  • PP = Pivot point (পিভট পয়েন্ট)
  • S = Support (সাপোর্ট)
  • R = Resistance (রেসিসট্যান্স)

আজকের আলোচনায় আমারা জানতে পারলাম Forex Pivot Point কিভাবে বের করে, বিভিন্ন ধরনের পিভট পয়েন্ট এভং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনি ফরেক্স চার্টে পিভট পয়েন্ট ব্যাবহার করবেন।

কিভাবে পিভট পয়েন্ট বের করবেন?

আপনার কোনও ধরনের গাণিতিক সূত্র ব্যাবহার করার দরকার নেই। মেটাট্রেডার চার্টে খুব সহজেই আপনি পিভট পয়েন্ট যোগ করে নিতে পারেন। অথবা আপনার সুবিধার জন্য আমারা এখানে একটি পিভট-ক্যালকুলেটর দিয়েছি এটি ব্যাবহার করে সহজে Forex Pivot Point লেভেল গুলোকে বের করে নিতে পারেন।

The Pivot Calculator is powered by Forex Bangladesh affiliated with Investing.com

2 কমেন্ট

    • প্রশ্নের জন্য ধন্যবাদ। “classic” হচ্ছে সাধারণ সুত্র অনুসারে পিভট পয়েন্টের বিশ্লেষণ। আর বাকিগুলোর সবই, সাধারণ পিভট ক্যালকুলেশন এর সাথে আরও কিছু বিশ্লেষণ করার মাধ্যমে তথ্য প্রকাশ করে থাকে। যেমন “woodies” হচ্ছে ভিন্ন সূত্রের মাধ্যমে পিভট পয়েন্ট ক্যালকুলেট করে থাকে। ঠিক একই রকম করে “camerila” এর পিভট নির্ণয় করার সুত্রটি একটু ভিন্ন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here