Forex Scam- বেশ কিছুদিন ধরে আমরা, আপনাদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি ফরেক্স এবং বাইনারি ট্রেড বিষয়ে। অনেকেই আমাদের অনুরোধ করেছেন এই Forex Scam নিয়ে যাতে একটি আর্টিকেল সবার সাথে শেয়ার করি। আপনার যদি এধরনের কোনও অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন।
লক্ষ্য করুন, ফরেক্স কিংবা বাইনারি ট্রেড অনেক রিস্কি বিষয়। যারা এই রিস্ক সম্পর্কে বুঝেন তাদেরকেই এই ট্রেড করার পরামর্শ প্রদান করবো। এখানে আমরা কিছু Forex Scam সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরেছি।
- কোনও ধরনের বিজ্ঞাপন কিংবা অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে ফরেক্স ট্রেড করবেন না।
- অতিরিক্ত মুনাফার প্রলোভনে পড়ে ফরেক্স ট্রেড করবেন না।
- বিশেষ কোনও ধরনের Robot কেনা থেকে বিরত থাকুন। মনে রাখবেন ফরেক্স মার্কেট কারোও দ্বারা নিয়ন্ত্রিত হয় না। Robot যদি এত ভালো নির্দেশক হিসাবে কাজ করত তাহলে পৃথিবীতে Bill Gates সর্বাপেক্ষা ধনী থাকতেন না।
- ১০০% নিশ্চিত প্রফিট, এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।
- বিভিন্ন প্রতিষ্ঠানে ফরেক্স সম্পর্কিত কোর্স করার আগে তাদের সম্পর্কে যাচাই-বাছাই করে নিন। মনে রাখবেন অন্যের কাছ থেকে শিখার চেয়ে নিজে কষ্ট করে শিখতে পারলে সবচেয়ে বেশী সাফল্য পাবেন।
- নিজের ট্রেডিং একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড অন্য কারও সাথে শেয়ার করবেন না।
- Neteller কিংবা Skrill কেনা বেচা করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
- ট্রেড করার জন্য অন্য কারোর উপর বিনিয়োগ করবেন না। আপনি যা বুঝেন না সেটা না করাই ভালো।
- একজন ভালো ট্রেডার হতে গেলে, প্র্যাকটিস ছাড়া কোনও বিকল্প নেই। আপনি যত বেশী জানবেন ততো বেশী শিখতে পারবেন। তাই নিজের জানার ইচ্ছাকে আরও বেশী প্রসারিত করুন।
- রিয়েল ট্রেড করার জন্য, আগে ডেমো/প্র্যাকটিস ট্রেড ভালো করে বুঝুন। ডেমো ট্রেড না করে কখনো রিয়েল ট্রেড করবেন না।
- ফরেক্স কিংবা বাইনারি ট্রেড করার জন্য সবসময় Neteller/Skill ব্যবহার করুন।
- ট্রেডিং একাউন্ট খোলার জন্য কখনো ভুল তথ্য প্রদান করবেন না। এতে করে পড়ে আপনি নিজেই বিপদে পরবেন।
- কোনও নির্দিষ্ট ব্রোকারে ট্রেড করার আগে ওই ব্রোকারের Client Agreement ভালো করে পড়ুন এবং বুঝতে না পারলে ওই ব্রোকারের সাপোর্টে যোগাযোগ করুন।
- কারও দেখাদেখি ট্রেড নিবেন না কিংবা করবেন না। দক্ষ ট্রেডার হতে হলে আপনাকে আত্মনির্ভরশীল হতে হবে।
- Public Wifi নেটওয়ার্কে যুক্ত হয়ে ট্রেড করবেন না। কারণ সেখানে Hack হবার সম্ভাবনা বেশী থাকে। নিজের ফোন কিংবা কম্পিউটার ছাড়া অন্য কারোও সিস্টেম থেকে ট্রেড করবেন না।
- যেই কম্পিউটার কিংবা ফোন থেকে ট্রেড করেন সেটাতে অন্য কাজের পরিমাণ কমিয়ে রাখবেন। অপ্রয়োজনীয় এপ্লিকেশন কিংবা সফটওয়্যার ইন্সটল করা থেকে বিরত থাকুন এবং নির্ভরযোগ্য কোনও ওয়েবসাইট ছাড়া ব্যবহার সীমিত করুন।
ফরেক্স এবং বাইনারি ট্রেডিং সবচেয় ঝুঁকির মার্কেট। এখানে বিনিয়োগ করার পূর্বে নিজে এই মার্কেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন। যদি আপনি মনে করেন এই ঝুঁকি আপনি গ্রহন করতে পারবেন না, তাহলে আগে থেকেই ফরেক্স মার্কেটকে বিদায় জানান। এতে করে আপনার অর্থ এবং সময় দুটিই বেঁচে যাবে।
আপনি যদি ফরেক্স ট্রেড কিংবা ব্রোকার সংক্রান্ত কোনও ধরনের স্ক্যামিং এর শিকার হন তাহলে জানাতে পারেন আমাদের কমিউনিটি পোর্টালে। এই পোর্টালে ব্রোকার এর পাশাপাশি রয়েছে অভিজ্ঞ ট্রেডার যারা স্ক্যামিং সংক্রান্ত সহায়তা করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Akana dakacce ata Vanuatu Financial commission thaka license neya company nice link dilam.invest kora ki thik hobe kina janave
https://www.vfsc.vu/
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনি যেই লিংক দিয়েছেন এটির তথ্য মতে এরা কোনও ব্রোকার নয়। এরা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। ঠিক কোন ব্রোকারে ফান্ড ডিপোজিট কিংবা বিনিয়োগ করতে চান সেই ব্রোকার এর নাম এবং সেটির ওয়েবসাইট এর লিংক আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাবেন। কিংবা চাইলে সরাসরি ইমেইলও করতে পারেন – [email protected] এই আইডিতে।
Forex Panda এটা কি বাংলাদেশীদের দ্বারা পরিচালিত। এটাতে কি নিশ্চিত ডিপোজিট করা যাবে?
এটি একটি স্ক্যাম ব্রোকার। ইতিমধ্যেই, স্ক্যামিং লিস্টে আপডেট করা হয়েছে। লিংক – https://fxbd.co/scamlist অনুগ্রহ করে এই ব্রোকারে ফান্ড ডিপোজিট করা থেকে বিরত থাকুন।
Forex Traid এ কি বাংলাদেশী শেয়ার কেনা বেচা করা হয় ?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। দুঃখিত, ফরেক্স ট্রেডিং এর মার্কেটে বাংলাদেশী কোনও স্টক কেনাবেচা করা যায়না, এখানে মুলত কারেন্সি এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের নিবন্ধিত স্টকসমুহে বিনিয়োগ করে ট্রেড করতে পারবেন।
ভাই আমি স্ক্রিল থেকে ডলার কিন্তে চাই…কিন্তু আমার পরিচিত তেমন কেউ নাই…আমি কিভাবে কিনতে পারি ডলার??
ফরেক্স পান্ডা সাইটে ট্রেড করা কতটুকু যুক্তিযুক্ত। নাকি এটা ফেইক একটা সাইট?
স্ক্যাম সাইট। রেগুলেশন নেই। এরা এটা বাংলাদেশ থেকে পরিচালিত হয়। ডিপোজিট না করার পরামর্শ দিচ্ছি
ভাই আপনি বলেছে skrill/neteller দিয়ে ডিপোজিট করার জন্য,, আমি ডেবিট কার্ড দিয়ে লেনদেন করতেছি কোন সমস্যা হবে কি?
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক এর নীতিমালা অনুসারে আপনি সরাসরি লোকাল ব্যাংক এর ইস্যুকৃত কোনও ক্রেডিট কিংবা ডেভিট কার্ড ব্যবহার করে ফরেক্স ব্রোকারে লেনদেন করতে পারবেন না। এখানে কিছু বিধিনিষেধ রয়েছে। ব্রোকার এর নীতিমালা অনুসারে, আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন, সেই মাধ্যমেই ফান্ড উত্তোলন করতে হবে। সুতরাং, ব্রোকার থেকে সরাসরি আপনার কার্ডে ফান্ড উত্তোলন এর সময় ঝামেলা হতে পারে। সে কারনে, নেটেলার কিংবা স্ক্রিল হচ্ছে লেনদেন করার জন্য ঝুঁকিমুক্ত মাধ্যম।