গত জুলাই মাসের শুরু দিকে আমরা একটি সার্ভে করেছিলাম, ট্রেডারদের কাছে থেকে তদের নিজস্ব মতামত গ্রহনের জন্য। অর্থাৎ, যারা একম নতুন অবস্থায় ট্রেড শুরু করেছেন কিংবা ৬ মাসের নিচে ট্রেড করছেন এই দুই ধরনের ক্যাটাগরির ট্রেডারদের নিয়ে আমরা একটি সার্ভে শুরু করি।
আমাদের সার্ভে করার প্রধান উদ্দেশ্য ছিল, নতুনদের কাছ থেকে ফরেক্স ট্রেডিং এর প্রাথমিক পর্যায়ে তাদের ট্রেডের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য গ্রহন করা এবং কিভাবে তারা ট্রেড করছেন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা গ্রহন করা। আমাদের এই সার্ভেটি শেষ হয় সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ। সার্ভে থেকে প্রাপ্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি, তথ্যগুলো আপনাদের ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে এবং বুঝতে সহায়ক হবে।
সার্ভে সম্পর্কিত কিছু তথ্য – আমাদের এই সার্ভে সর্বমোট ৩৭০০ জন নতুন ট্রেডার অংশ নিয়েছিলেন যাদের সবাই সম্পূর্ণ নতুন কিংবা ট্রেডিং বয়স ৬ মাসের নিচে । তাদের সর্বমোট ১৭টি প্রশ্ন করা হয়েছিল ফরেক্স এবং ট্রেডিং সংক্রান্ত। প্রশ্নগুলো হচ্ছে –
- প্রশ্ন ০১ – ফরেক্স ট্রেডিং এর উৎসাহ আপনাকে কে প্রদান করেছেন?
- প্রশ্ন ০২ – ফরেক্স ট্রেডের ঝুঁকির পরিমাণ সম্পর্কে কি আপনার কোনও ধারণা আছে?
- প্রশ্ন ০৩ – রিয়েল ট্রেড শুরু করার পূর্বে, কতদিন ডেমো/ প্র্যাকটিস ট্রেড করেছেন?
- প্রশ্ন ০৪ – ট্রেড করার জন্য আপনি কোনও প্ল্যাটফর্ম এর উপর নির্ভরশীল? পিসি/স্মার্টফোন ।
- প্রশ্ন ০৫ – রিয়েল ট্রেড শুরু করার জন্য আপনি কি পরিমাণ বিনিয়োগ করেন?
- প্রশ্ন ০৬ – আপনার সর্বনিম্ন কি পরিমাণ লট এর এন্ট্রি গ্রহন করেন?
- প্রশ্ন ০৭ – প্রতিদিন সর্বমোট কত লট এর ট্রেড করেন?
- প্রশ্ন ০৮ – প্রতি এন্ট্রিতে, আপনার কি পরিমাণ প্রফিট টার্গেট থাকে?
- প্রশ্ন ০৯ – এখন পর্যন্ত একটি এন্ট্রিতে সর্বনিম্ন কি পরিমাণ লস হয়েছে?
- প্রশ্ন ১০ – ট্রেড করে প্রতিদিন কি পরিমাণ প্রফিট টার্গেট রাখেন?
- প্রশ্ন ১১ – রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনি কি ভালো জানেন?
- প্রশ্ন ১২ – প্রতিদিন ঠিক কতগুলো কারেন্সি পেয়ারে আপনি ট্রেড গ্রহন করেন?
- প্রশ্ন ১৩ – ট্রেডে এন্ট্রি গ্রহন করার জন্য কি ধরনের ইন্ডিকেটর ব্যবহার করেন?
- প্রশ্ন ১৪ – ট্রেড করার জন্য সিগন্যাল/রোবট ব্যবহার করেন কিনা?
- প্রশ্ন ১৫ – একটি ট্রেডে এন্ট্রি গ্রহন করার জন্য কতগুলো ইন্ডিকেটর ব্যবহার করেন এবং কি কি?
- প্রশ্ন ১৬ – রিয়েল ট্রেড শুরু এর পর থেকে এখন পর্যন্ত আপনার প্রফিট/লস কি পরিমাণ হয়েছে?
- প্রশ্ন ১৭ – রিয়েল ট্রেড শুরু করার পর এখন পর্যন্ত ট্রেড সম্পর্কে আপনার মতামত।
এই সার্ভে থেকে প্রাপ্ত উত্তরসমূহ এনালাইসিস করার পর, আমরা যেই তথ্য পেয়ছি সেটির একটি সারমর্ম আপনাদের সামনে তুলে ধরছি –
- উত্তর ০১ – ৭০% (রেফারেন্স) ; ২০% (অনলাইন সার্চ) ; ৭.৫% (বিজ্ঞাপন) ; ২.৫% (অন্যান্য)
- উত্তর ০২ – ৮৪.৭% (না) ; ৭.৫% (হ্যা) ; ৭.৮% (মতামত নেই)
- উত্তর ০৩ – ৬৭.৫৩% (২ মাস) ;
- উত্তর ০৪ – ৮৯.৬৭% (স্মার্টফোন) ; ১০.৩৩% (কম্পিউটার)
- উত্তর ০৫ – ৫৭.৪৫% ($৫০-$৯৯) ; ৩০% ($১০০-$২৫০) ; ১২.৫৫% ($৩০০+)
- উত্তর০৬ – ৬৩.৮৭% (0.10) ; ২৩.৩৬% (0.20) ; ১২.৭৭% (0.20+)
- উত্তর ০৭ – ৪৯% (0.05 – <0.50) ; ৩৬% (0.50- <1.00) ; ১৫% (1.00 – <2.00)
- উত্তর ০৮ – ২৭% ($2-$20) ; ৩৩% ($21-$40) ; ২৯.৫৬% ($41-$60) ; ১০.৪৪% ($61-$100+)
- উত্তর ০৯ – ৮.৭৫% ($2-$20) ; ৫৬.৮৭% ($21-$40) ; ১৮.৫৬% ($41-$60) ; ১৫.৮২% ($61-$100+)
- উত্তর ১০ – ১৯.৮৩% ($2-$20) ; ৩৮.৭১% ($21-$40) ; ২১.৬৯% ($41-$60) ; ১৮.৭১% ($61-$99+) ; ১.০৬% ($100+)
- উত্তর ১১ – ১৩% (হ্যা) ; ৮৭% (না)
- উত্তর ১২ – ১৬.৯৭% (১টি) ; ৪৭.১৪% (২-৩টি) ; ২৭.১৩% (৪-৫টি) ; ৮.৭৬% (৫টি+)
- উত্তর ১৩ – ৩৬% (RSI) ; ৩৭.৪৫% (STO) ; ২১.৭৯% (BANDs) ; ৪.৭৬% (ICHIMOKU)
- উত্তর ১৪ – ৬৩% (হ্যা) ; ৩৭% (না)
- উত্তর ১৫ – ৫৬.১২% (২টি) ; ৩২.৮৪% (৩টি) ; ১১.০৪% (না) ;
- উত্তর ১৬ – ৭৩.২৯% (লস) ; ২৬.৭১% (প্রফিট) ;
আমাদের টীম যখন এই সার্ভে থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ এর কাজ করেন, তখন আমরা একরকম হতভম্ব হয়ে যাই। বাংলাদেশে যারা ট্রেড করেছেন তাদের লস এর পরিমাণই সবচেয়ে বেশী। শতকরা প্রায় ৭৩ শতাংশই ট্রেডে প্রফিট করতে সক্ষম হন না। কারণ, এদের সবাই জানেনই না কিভাবে ট্রেড করতে হয়। বেশিরভাগই নানা ধরনের গুজব, বিজ্ঞাপন কিংবা মিথ্যা প্রলোভনে পড়ে ফরেক্স ট্রেড করতে আগ্রহী হয়ে পড়েন এবং আবেগ এবং প্রফিট করার তীব্রতা নিয়ে রিয়েল ট্রেড শুরু করেন এবং ফলাফল হয় ভয়ানক লস/ক্ষতি।
একটি বিষয় আমাদের খুব অবাক করে, আমরা সবাই জানি এবং মানি যে ফরেক্স ট্রেড অনেক বেশী ঝুঁকিপূর্ণ কিন্তু আমরা কেউই এই ঝুঁকি কিভাবে কমানো যায় সে বিষয়ে চিন্তা করি না। শতকরা ৮০ ভাগ নতুন ট্রেডারই, ট্রেড শুরু করেন শুধুমাত্র কিভাবে BUY/SELL করতে হয় সে বিষয়ে জানার জন্য।। অথচ, ফরেক্স ট্রেড কিভাবে কাজ করে, কিংবা কিভাবে এনালাইসিস করতে হয় সে সম্পর্কে নুনতম জ্ঞান তাদের থাকে না কিংবা কখনোও জানার আগ্রহও থাকে না। সবারই একই প্রশ্ন, কিভাবে প্রফিট করতে হয়? কিভাবে অল্প বিনিয়োগে বেশী লাভ পাওয়া যায়।
পরিশেষে – আপনাদের কাছে এই সার্ভে রিপোর্ট প্রকাশের প্রধান উদ্দেশ্য হচ্ছে, ফরেক্স মার্কেট সম্পর্কে আপনাদের নিজ নিজ ভ্রান্ত ধারণা সমুহ দূর করা এবং ভবিষ্যৎ সাফল্য অর্জনের জন্য এখন থেকেই নিজেকে তৈরি করা। উপরের এই প্রশ্নগুলোকে অনুগ্রহ করে নিজেকে করুন এবং নিজেই উত্তর প্রদান করুন।
একটি কথা মনে রাখবেন, সাঁতার না জেনে যদি নদীতে নামেন তাহলে প্রতিকূল পরিবেশে বাঁচার সম্ভাবনা “0” শূন্যের সমান। ফরেক্স কিংবা ট্রেডে দক্ষ হতে হলে, কিভাবে প্রফিট করবেন সেটা না শিখে কিভাবে ট্রেড করতে হয় সেটা শিখার চেষ্টা করুন।