Forex Trading- ফরেক্স কি?

15
20095
Forex Trading
Forex Trading

Forex Trading

ফরেক্স কি?

Forex Trading – একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। ধরুন আপনি অন্য কোন দেশে ঘুরতে গেলেন, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হল এয়ারপোর্টে একটি Currency Exchange Booth খুঁজতে হবে। সেখান থেকে আপনার পকেটের টাকা গুলোকে ওই দেশের টাকায় কনভার্ট করে নিতে হবে।

যখন আপনি এক্সচেঞ্জ কাউন্টারে গিয়ে দাঁড়াবেন তখন দেখবেন সেখানে একটি ডিসপ্লেতে অনেকগুলো আলাদা আলাদা কনভার্সন রেট কিংবা এক্সচেঞ্জ রেট দেখাচ্ছে। কাউন্টার থেকে আপনি $1 দিয়ে 100 yen পেলেন। আপনি দেখলেন যে আপনার কাছে আরও $10 আছে আপনি খুশি হয়ে পকেট ভর্তি YEN নিয়ে বের হয়ে আসলেন। (কিন্তু আপনার খুশিটা বেশিক্ষণ থাকবে না, যদি আপনি ওইখানের কোন দোকান থেকে কোন কিছু কিনে খান)।

খেয়াল করুন, আপনি এতক্ষণ যা করলেন তা করে আপনি না জেনেই ফরেক্স মার্কেটে প্রবেশ করলেন। কিভাবে করলেন? বুঝতে পারছেন না তাইতো!

ভালো করে লক্ষ করে দেখুন আপনি কিছুক্ষণ আগেই Dollar দিয়ে Yen এক্সচেঞ্জ করেছেন। আর যদি আপনি এই পুরো বিষয়টিকে ফরেক্সের ভাষায় বলেন তাহলে হবে, আপনি একজন আমেরিকান এবং আপনি জাপানে ঘুরতে এসেছেন, এই জন্য আপনার কাছের Dollar বিক্রি করে YEN কিনেছেন।

ফরেক্স ট্রেড সম্পর্কিত আর কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সমূহ-

আপনি যতো দিন জাপানে থাকবেন ততদিন আপনাকে USD এক্সচেঞ্জ করে Yen করে নিতে হবে কিন্তু এক্সচেঞ্জ রেট কি পরিমাণ হবে সেটি কখনোই নির্দিষ্ট থাকবে না। আপনি আজকে যেই এক্সচেঞ্জ রেট পেয়াছেন আগামীকাল এর থেকে বেশি রেটও পেতে পারেন আবার কমও পেতে পারেন।
Average Daily Trading volume in Forex Market

Foreign Exchange এর শর্টফর্ম হচ্ছে ফরেক্স (FX), এটি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক মার্কেট। এখন প্রশ্ন থাকতে পারে কতো বড়? পৃথিবীর সবচেয়ে বড় স্টক মার্কেট (শেয়ার বাজার) হচ্ছে New York Stock Exchange (NYSE) যেখানে প্রতিদিন আনুমানিক $22.4 Billion এর ট্রেড হয়। আর ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড হয় আনুমানিক $5.3 Trillion এর।

কিছু বুজলেন? ফরেক্স মার্কেট হছে এই পৃথিবীর সবচেয়ে বড় Foreign Exchange Market যেটিকে নিয়ন্ত্রণ করা একার পক্ষে কারও পক্ষে সম্ভব নয়। এর কারনে এই মার্কেট খুবই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হিসাবে আন্তর্জাতিক হিসাবে সমাদৃত। ফরেক্স এবং ট্রেডিং নিয়ে আমরা আরও বিস্তারিত তথ্যাদি আলোচনা করবো অন্যান্য আর্টিকেলে।

এছাড়াও, ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত বেসিক বিষয়সমূহ সম্পর্কে ধারাবাহিকভাবে জানার জন্য অনুগ্রহ করে আমাদের অনলাইন ট্রেনিং সেকশন থেকে “Forex Basic” ট্রেনিং কোর্সটিতে অংশ নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পরবর্তী আর্টিকেলSuccessful Trader। সফল ট্রেডারের গুণাবলী
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

15 কমেন্ট

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। ধারাবাহিকভাবে ট্রেডিং শিখার জন্য অনুগ্রহ করে আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টালে দেখুন। এখানে ট্রেডিং এর বিষয়গুলো পর্যায়ক্রমে জানতে এবং শিখতে পারবেন। লিংক – https://fxbd.co/training

  1. আসলে আমি একজন সরকারি ২য় শ্রেনী একজন কর্মকর্তা দুই বছর পর অবশরে যাব। ফরেক্স সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল। দুই বছর যাবত কিছু কিছু শিকছি।এখন ডেমো ট্রেড করি নাই অনেক কিছু পরলাম তবে বুজতে পরলাম এটা অনেক কঠিন কাজ। বিশ্বাস করি ওবুঝতে পারলাম
    সঠিক ভাবে শিকতে পারলে ও দক্ষতা অর্জন করতে পারলে ভাল ট্রেডার হওয়া সম্ভব।কি ভাবে ভাল ট্রেডার হওয়া যায় আর ভাল পরামর্শ চাই ধন্যবাদ

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং শুরুতেই বুঝতে কঠিন মনে হলেো এটি তেমন কঠিন কিছু নয়। ভালো ট্রেডার হতে হলে শিখার বিকল্প নেই। ট্রেডিং এর জন্য আপনাকে জানতে হবে এবং শিখতে হবে। শিখার জন্য আমাদের রয়েছে অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম। আমাদের পরামর্শ হচ্ছে, কষ্টকরে আমাদের ট্রেনিং প্রোগ্রামের কোর্সগুলো দেখে নিন। সম্পূর্ণ ট্রেনিং সিলেবাস সম্পর্কে জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/syllabus ট্রেডিং সংক্রান্ত বিশেষ কোনও কিছু জানার থাকলে আমাদের ইমেইল করতে পারেন [email protected] এই আইডিতে।

    • আপনার মতামত প্রদানের জন্য ধন্যবাদ। ট্রেডিং এর সাথে সম্পৃক্ত যেকোনো বিষয় জানার জন্য আমাদের ইমেইল করতে পারেন [email protected] এই আইডিতে।

  2. Very helpful article this site, I have a question,vi please,answer me.Bangladesh govt. is liget permition this forex trading and future will any money londering case for bangladeshi forex treaders.I want profetional business this forex.please,say for bangladeshi law.

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here