ফরেক্স ট্রেডে দক্ষ হতে হলে, আপনাকে সর্বপ্রথম জানতে হবে কিভাবে মার্কেট কাজ করে এবং এই মার্কেট সম্পর্কে বিস্তারিত। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন, অনেকদিন ধরে ট্রেড করছেন কিন্তু প্রফিট করতে পারছেন না। এখন কি করা উচিৎ? আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমরা সম্পূর্ণভাবে না জেনেই কিংবা বুঝেই ফরেক্স ট্রেডিং শুরু করে দেই যার পরিনাম হয় ভায়বহ। অন্যদিকে, বেশীরভাগ মানুষই বিভিন্ন ধরণের স্বপ্ন নিয়ে প্রাথমিক পর্যায়ে ফরেক্স ট্রেডিং শুরু করেন।
বেশীরভাগই মনে করেন, ফরেক্স ট্রেড হচ্ছে- “টাকা উপার্জনের মেশিন” এবং তাই ট্রেড শিখতে সবার উৎসাহও থাকে অনেক। কিন্তু বাস্তবতা হচ্ছে, সম্পূর্ণ ভিন্ন! ফরেক্স ট্রেডিং, সম্পূর্ণ ঝুঁকি প্রবন একটি বিনিয়গের মাধ্যম। আপনি যদি না জেনে এবং বুঝে ট্রেড করেন তাহলে কখনোই সফল হতে পারবেন না। ফরেক্স ট্রেডিং নিয়ে যাদের আগ্রহ অনেক এবং যারা সফল ট্রেডার হতে চান তাদের সহায়তার জন্যই আমাদের এই “Professional Forex Training” ।
Forex Training সম্পর্কে বিস্তারিত
নতুন করে যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান, তাদের জন্যই আমাদের এই ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম। প্রতিবছর জানুয়ারি এবং জুন মাসে, আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম শুরু হয় যার ব্যাপ্তি দুই মাস। আমাদের অভিজ্ঞ ট্রেডারগণ এই প্রোগ্রামটি পরিচালনা করে থাকেন। প্রতি সপ্তাহে দুই দিন করে ক্লাস পরিচালিত হয়।
আমাদের এই প্রোগ্রাম থেকে, আপনি একদম শুরু থেকে ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে পারবেন। পর্যায়ক্রমে সাজানো বিভিন্ন বিষয়ে থাকবে বিস্তর আলোচনা। এছাড়াও, ট্রেনিং শেষে যারা রিয়েল ট্রেডিং এ যাবেন তাদের জন্য রয়েছে – কয়েকটি রিয়েল ট্রেডিং সেশন। এই সেশনে আপনি আমাদের এক্সপার্ট ট্রেডার এর রিয়েল ট্রেডিং দেখতে পাবেন যা আপনার ভবিষ্যৎ রিয়েল ট্রেডিং এ অনেক বেশী সহায়তা করবে বলে আমরা আশা করি।
Forex Training এর কিছু সুবিধা
- ট্রেনিং শুরু হবে জানুয়ারি ১ থেকে যা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।
- ১৬টির ও বেশী ক্লাস থাকবে!
- পর্যায়ক্রমে, আপনি ফরেক্স ট্রেড সম্পর্কে শিখতে পারবেন।
- প্রতিটি লেকচার/কোর্স এর সাথে বিষয়ভিত্তিক ভিডিও ওয়েবিনার থাকবে।
- প্রতি সপ্তাহে ২ দিন ট্রেনিং (ব্যাচ ভিত্তিক)
- দক্ষ ফরেক্স ট্রেডারগন এই ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করবেন।
- ট্রেনিং চলাকালীন সম্পূর্ণ গাইডলাইন এবং আনুসাংগিক প্রদান করা হবে।
- ক্লাস রিভিউ করার সুযোগ থাকবে এবং সেই সাথে ট্রেনিং চলাকালীন কোনও নির্দিষ্ট বিষয়ে জানার থাকলে রয়েছে অতিরিক্ত সময়ের ব্যাবস্থা।
- প্র্যাকটিস সেশনের জন্য রয়েছে, সঠিক নিয়মে ট্রেড করার গাইডলাইন।
- প্র্যাকটিস সেশন শেষ হবার পরে রয়েছে ৪টি লাইভ ট্রেডিং সেশন। যেখানে আপনি এক্সপার্ট ট্রেডারদের রিয়েল ট্রেড করা দেখতে পারবেন।
- ট্রেনিং শেষ করার পর রয়েছে, রিয়েল ট্রেডিং নিয়ে আলোচনা।
Forex Training এ কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
অনুগ্রহ করে ফরেক্স ট্রেনিং প্রোগ্রাম এখানে ক্লিক করুন। রেজিস্ট্রেশন করার জন্য, আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এবং পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করুন। ২৪ ঘণ্টার মধ্যে, ইমেইল এর মাধ্যমে আপনাকে নিশ্চিত করা হবে। পরবর্তী ট্রেনিং প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সুতরাং আপনি যদি, আগ্রহী থাকেন তাহলে শীঘ্রই রেজিস্ট্রেশন করে নিন।
বিস্তারিত +88-01847469414
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।
apnadr ki ofline course asa ?
দুঃখিত, এই মুহূর্তে আমাদের অফলাইন কোনও ট্রেনিং কোর্স এর ব্যবস্থা নেই। আপনি চাইলে আমাদের অনলাইন ভিত্তিক ট্রেনিং প্রগ্রামে যুক্ত হতে পারেন। সেখানে বিভিন্ন কোর্স আকারে ট্রেডিং বিষয়গুলোতে অংশ নিতে পারবেন। ট্রেনিং এর বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/training
course time schedule? and facilities
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
অনুগ্রহ করে এই লিংক ক্লিক করে বিস্তারিত তথ্য জেনেনিন। লিংক – https://fxbd.co/2MsB2WZ এখানে ট্রেনিং এর বিস্তারিত তথ্য প্রদান করা আছে।
আপনাদের ট্রেইনিং আর্টিকেলস্ গুলো কি কি?
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আমাদের প্রফেশনাল ট্রেনিং এর বিস্তারিত তথ্যসমূহ শুধুমাত্র ট্রেনিং সেশনেই শেয়ার করা হয়ে থাকে। এর কোনও অনলাইন সংস্করণ নেই। তবে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের সিলেবাস অংশে দেখতে পারেন। লিংক – https://fxbd.co/2MsBi8p
প্রতি ব্যাচে কত জন ছাত্র থাকবে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আমাদের ট্রেনিং প্রোগ্রামটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার কারনে নতুন করে আর রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। প্রতি ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা ৫/৬ জন।
1। আপনাদের কোর্স ফি কত টাকা,কত দিন মেয়াদী, কোর্স করে কি ট্রেড পরিচালনা করা যাবে এবং ফরেক্স শিখে আমরা কেমন বেনিফিটেড হতে পারব।
প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
আমাদের কোর্স ফি হচ্ছে ১৫,০০০/- । ট্রেনিং শুরু হবে জানুয়ারি মাস থেকে। ভাল করে ট্রেড শিখার জন্য প্রয়োজন ট্রেডিং সম্পর্কিত পর্যাপ্ত জ্ঞান এবং প্রচুর পরিমান প্রাকটিস। আমাদের ট্রেনিং শেষ করেই আপনি প্রফিটেবল ট্রেড করতে পারবেন সেটার কোনও ধরনের নিশ্চায়তা নেই। কারন ট্রেডিং শিখা ২ মাসে কোনও ভাবেই সম্ভব নয়। আমাদের ট্রেনিং থেকে প্রাপ্ত জ্ঞান, প্রাকটিস করার মাধ্যমে নিজের জন্য ট্রেডিং কৌশল নির্ধারণ করে নিবেন এবং সেগুলো রিয়েল ট্রেডে প্রয়োগ করবেন। বিষয়টি সময় সাপেক্ষ তাই ধৈর্য এর কোনও বিকল্প নেই।
Kobe theke shuru Hobe abar??
আমাদের পরবর্তী ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে জানুয়ারি মাস থেকে। ডিসেম্বর মাস থেকে ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
কত টাকা লাগবে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। সম্পূর্ণ কোর্স ফি হচ্ছে ১৫,০০০/- । বিস্তারিত আপনাকে ইমেইল করা হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ।
I want to know about Forex Trading & I want to join your Forex Training class. Please advice me.
Dear, MD Amzad,
Thanks for tour interest but unfortunately you have missed our this year training session. Our next training session will be started from January-2018. To know more, keep update through our Facebook Fanpage.
কিভাবে রেজিস্ট্রেশান করব
https://prnt.sc/k14jvt
https://prnt.sc/k14jsg
পেজ খালি দেখায়
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
লিংকটি আপডেট করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি চাইলে এখন লিংক ক্লিক করতে পারেন। https://www.fxbangladesh.com/training/product/forex-training/
ধন্যবাদ ।