Trend Lines- ট্রেন্ডলাইন কি? কিভাবে ব্যবহার করবেন?

2
4143
Forex Trend Lines

ট্রেন্ডলাইনঃ (Forex Trend Lines)

Forex Trend Lines হচ্ছে ফরেক্স ট্রেডিং এর টেকনিক্যাল এনালাইসিসে ব্যবহৃত টুল গুলোর মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত। আপনি যদি এটিকে সঠিকভাবে আঁকতে পারেন, তাহলে এটি আরও অন্যান্য ইন্ডিকেটরের মতই সঠিক ট্ট্রেন্ড নির্দেশনা দিবে। কিন্তু খুব দুঃখজনক হছে, বেশীরভাগ ট্রেডারই এই ট্রেন্ডলাইনকে সঠিকভাব আঁকতে পারেন না। আজকে আমরা আপনাদেরকে কিভাবে সঠিকভাবে ট্রেন্ডলাইন আঁকতে হয় এবং কিভাবে এটিকে দিয়ে ট্রেড করবেন তা নিয়ে আলোচনা করবো।

ফরেক্স ট্রেড সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল-

কিভাবে Forex Trend Lines আঁকবেন?

এই সম্পর্কিত একটি ভিডিও আপনাদের সুবিধার জন্য আমরা ইতিমধ্যেই প্রকাশ করেছি। আপনি চাইলে আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। এই ভিডিওটি ট্রেন্ডলাইন সম্পর্কে আপনার জ্ঞানকে আরও বৃদ্ধি করবে। টিউটোরিয়ালটি দেখার জন্য অনুগ্রহ করে নিচের ভিডিওটিকে ক্লিক করে নিন। অন্যদিকে চাইলে নিচের সম্পূর্ণ আরটিকেলটিও পড়ে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক –

– ভিডিও টিউটোরিয়াল –

সম্পূর্ণ সঠিকভাবে ট্রেন্ডলাইন আঁকার জন্য আপনাকে প্রথমে চার্টে দুইটি প্রধান টপ (tops) অথবা বোটম (bottoms) খুঁজে বের করতে হবে এবং সেটিকে যুক্ত করতে হবে।

কঠিন মনে হচ্ছে? না! এটা অনেক সহজ। এর এই কারনেই আমারা এত বেশী ভুল করি।

নিচের চার্টে একটি ট্রেন্ডলাইনের প্রাইস একশন দেখতে পাচ্ছেন।

ট্রেন্ডের প্রকারভেদ

মার্কেট ট্রেন্ড তিন ধরনের হয়ে থাকে।
১. আপট্রেন্ড Uptrend (higher lows)
২. ডাউনট্রেন্ড Downtrend (lower highs)
৩. সাইডওয়েসট্রেন্ড/নিউট্রালট্রেন্ডSideways trends (ranging)

ফরেক্স ট্রেডে, Forex Trend Lines এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাকে মনে রাখতে হবেঃ

  • একটি সঠিক ট্রেন্ডলাইন আঁকার জন্য আপনাকে কমপক্ষে দুইটি টপ (tops) অথবা বোটম (bottoms) যুক্ত করতে হবে কিন্তু যদি কমপক্ষে তিনটি একসাথে যুক্ত করতে পারেন তাহলে ট্রেন্ডলাইনটি নিশ্চিত হবে।
  • সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেল মতই, ট্রেন্ডলাইন আরও বেশী শক্তিশালী হতে থাকে যখন মার্কেট প্রাইস এই লাইনটিকে অনেক বেশী বার হিট করে।
  • সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ হচ্ছে, কখনোই জোড় করে ট্রেন্ডলাইন আঁকতে যাবেন না। যদি আপনার ট্রেন্ডলাইন মার্কেটে ফিট না করে তাহলে বুঝতে হবে এই ট্রেন্ডলাইনটি সঠিক নয়।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

2 কমেন্ট

  1. আগে এনালাইসেস দিতেন এখন আর দেননা কেন? আমি EUR USD তে কাজ করি। আপনার এনালাইসেস আমার খুব ভাল লাগ।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      নতুন বছরের ছুটি এর কারনে শেষ কয়েকদিন আমাদের এনালাইসিস প্রদান করা সম্ভব হয় নি। তবে আশা করছি, এই সপ্তাহ থেকে পুনরায় বিষয়গুলো প্রদান করতে সক্ষম হব। আশা করি সাথেই থাকবেন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here