FX Cloud | ফরেক্স ভিডিও ট্রেনিং

4
2244
Forex Video Training

Forex Video Training – ট্রেডিং শিখা এবং ট্রেডিং সম্পর্কিত নিজের জ্ঞানকে আর বৃদ্ধি করার জন্য আমরা কাজ করে জাচ্ছি যেখানে ইতিমধ্যেই আমাদের এই ওয়েবসাইটে আর্টিকেল প্রকাশ করা হয়েছে প্রায় ১৬০০ টিরও বেশী। অনেকেই আমাদের কাছে অনুরধ করেছেন যাতে করে গুরুত্বপূর্ণ সকল বিষয়সমূহকে ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে আপনাদের সুবিধার্থে উপস্থাপন করার এবং আমরাও বুঝতে পারছি, বিডিও কন্টেন্ট এর বিষয়গুলো সহজে বুঝতে এবং জানতে আপনাদের অনেকবেশি সহায়তা করবে।

এর জন্যই মুলত আমাদের নতুন ভিডিও লাইব্রেরী যার নাম হচ্ছে “FX CLoud” । এটি মুলত একটি Forex Video Training পোর্টাল যেখানে ব্যবহারকারীরা ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ভিডিও আকারে জানতে এবং শিখতে পারবেন। চলুন আমাদের এই ভিডিও লাইব্রেরীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।

Forex Video Training কি?

ফরেক্স ট্রেডিং করার জন্য শিখার কোনও বিকল্প নেই। অর্থাৎ আপনাকে ট্রেড ভালো করে করতে প্রথমে এটি সম্পর্কে ভালো করে শিখতে হবে। আমাদের এই ক্লাউড লাইব্রেরীতে ফরেক্স এবং ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল থাকবে যার মাধ্যমে একজন নতুন হিসাবে ট্রেডিং শিখতে এবং বুঝতে আপনার জন্য সহায়ক হবে।

এই ক্লাউড লাইব্রেরীতে প্রাথমিক পর্যায়ে প্রায় ২০০টির উপর ভিডিও থাকবে যা একজন ব্যবহারকারী হিসাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি দেখতে পারবেন এবং সেটি সম্পর্কে জানতে পারবেন। পরবর্তীতে পরিকল্পনা অনুজায়ি এটির ভিডিও সংখ্যা ১৬০০+ তে রুপান্তরিত করা হবে অর্থাৎ আমাদের ওয়েবসাইটে বিদ্যমান সকল আর্টিকেলকে ভিডিও টিউটোরিয়ালে রূপান্তর করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য।

Forex Video Training ব্যবহার

আমাদের এই Forex Video Training পোর্টালটি ব্যবহার করার জন্য অনুগ্রহ করে https://cloud.fxbangladesh.com/ এই লিংকটি ক্লিক করুন। তাহলে আপনার ব্রাউজারে সেটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে বিষয়ভিত্তিক টিউটোরিয়াল দেখে এবং শিখে নিতে পারেবন। আপনি চাইলে যদি কোনও টিউটোরিয়াল সম্পর্কে প্রশ্ন কিংবা মতামত প্রদান করতে চান তাহলে কমেন্ট এর ব্যবস্থা রয়েছে যেটি আমাদের সাপোর্ট টীম সর্বদা মনিটরিং এর মাধ্যমে প্রশ্নের উত্তর প্রদান করে থাকবেন।এছাড়াও, আপনি যদি নতুনদের জন্য ফরেক্স সম্পর্কিত শিক্ষামুলক ভিডিও তৈরি করতে চান সেটিরও ব্যবস্থা রাখা হয়েছে এই ক্লাউড লাইব্রেরীতে।

ফ্রি

আমাদের এই ক্লাউড লাইব্রেরী ব্যবহার করতে আপনাকে কোনও চারজ প্রদান করতে হবে না। এটি আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমাদের অন্যান্য সেবাগুলোর মতনই এটি আপনাদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যাতে করে নিজেই ঘরে বসে ফরেক্স ট্রেডিং শিখতে এবং জানতে পারেন। এছাড়াও, যদি আপনার বিশেষ কোনও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল এর প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটিও আমাদের জানতে পারবেন। আমাদের কন্টেন্ট টীম সে সম্পর্কিত ভিডিও তৈরি করে আপনার জন্য উপস্থাপন করবে। আমদের Forex Video Training পোর্টালটি ব্যবহার করার জন্য অনুগ্রহ করে নিচের বাটনটি ক্লিক করুন।

FX Cloud


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

4 কমেন্ট

  1. আমি একেবারেই নতুন। আমি ও ফরেক্স ট্রেডিং করতে আগ্রহী। আমি এটি কিভাবে শুরু করবো আমার কোনো ধারনা নেই। please help me Fxbangladesh.

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      অনুগ্রহ করে আমাদের সিলেবাস অংশের আর্টিকেলগুলো ধারাবাহিকভাবে পড়ে নিতে পারবেন। লিংক – https://fxbd.co/2MsBi8p
      ভিডিও ট্রেনিং দেখার জন্য আমাদের ভিডিও ট্রেনিং গ্যালারিতে রেজিস্ট্রেশন করে টিউটোরিয়াল দেখেনিন – https://fxbd.co/2YHw9k5
      আমাদের ট্রেডিং কমিউনিটি রয়েছে সেখানে অংশ নিতে পারেন – https://fxbd.co/2UHyEjw

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here