FXBangladesh.com – এই সপ্তাহের বেশকিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যার প্রভাব ফরেক্স ট্রেডের বিভিন্ন কারেন্সি পেয়ারে উপর বিদ্যমান থাকবে। আমাদের পরামর্শ অনুযায়ী, নতুন করে গৃহীত যেকোনো এন্ট্রি গ্রহন কিংবা বিদ্যমান কোনও এন্ট্রি ধরে রাখার জন্য নিম্নোক্ত নিউজগুলোর উপর সজাগ দৃষ্টি রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে। বিদ্যমান এই নিউজগুলোর কারনে কারেন্সি পেয়ার এর অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। আপনাদের সুবিধার জন্য নিম্নে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলোর তালিকা প্রকাশ করা হল। এখানে বলে রাখা ভাল, বিদ্যমান এই নিউজ এর সময়গুলোকে বাংলাদেশ এর সময় অনুযায়ী সমন্বয় করা হয়েছে।
বি:দ্র: এই তালিকায় বিদ্যমান নিউজগুলো শুধুমাত্র গুরুত্তের দিক থেকে উপস্থাপিত হয়েছে। এই তালিকার বাইরেও আরও বেশকিছু নিউজ এর প্রকাশনা রয়েছে। সবগুলো নিউজ একই সাথে দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের নিউজ ক্যালেন্ডার দেখে নিন।
এই সপ্তাহটিকে এক কথায় নিউজ এর সপ্তাহ বলতে পারেন কেননা এই সপ্তাহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় সকল দেশের গুরুত্বপূর্ণ নিউজ এর প্রকাশনা। এদের মধ্যে এই সপ্তাহে সবচেয়ে বেশী মুভমেন্ট হবার সম্ভাবনা রয়েছে সকল USD কারেন্সি পেয়ারসমুহের। কেননা, এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সকল নিউজ এর মুলে রয়েছে US লেবার ডিপার্টমেন্ট এবং ননফার্ম পে-রোল এর রিপোর্ট এবং সেই সাথে রয়েছে Australia এর মুদ্রানীতি এবং GDP এর রিপোর্ট ঘোষণা।
অন্যদিকে CAD এর গুরুত্বপূর্ণ নিউজ এর প্রকাশনাও রয়েছে এই সপ্তাহে। সবমিলিয়ে, পুরো সপ্তাহ জুড়েই সকল USD, CAD এবং AUD এর কারেন্সি পেয়ারগুলোতে আমরা খুব বেশী পরিমাণ মুভমেন্ট দেখতে পারি। সুতরাং, উল্লেখিত পেয়ারসমুহে ট্রেড করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরধ থাকছে।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।