এই সপ্তাহের ফরেক্স নিউজ পর্যালোচনাঃ Oct 30 – Nov 3

2
724
Forex Weekly Update Oct 30 - Nov 3
Forex Weekly Update Oct 30 - Nov 3

গত সপ্তাহের শুক্রবার, Dollar প্রধান ৬টি কারেন্সির বিপরীতে শক্তিশালী হয়ে মার্কেট শেষ করে যার প্রধান কারণ হচ্ছে, U.S. GDP-Q3 এর প্রত্যাশার থেকেও ভালো রিপোর্ট। শক্তিশালী এই ডলার গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল।

The U.S. dollar index যা অন্যান্য প্রধান ৬ কারেন্সির বিপরীতে Dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে, গত শুক্রবার 0.18% বেড়ে হয়ে 94.72 সপ্তাহ শেষ করে।

ইনডেক্স এর এই বৃদ্ধি গত শুক্রবারে সর্বোচ্চ 95.06 পয়েন্টে গিয়েছিল যা গত জুলাই-২০১৭ এর মধ্যে সবচেয়ে বেশী। শুধুমাত্র গত সপ্তাহেই এই ইনডেক্স, 1.33% বৃদ্ধি পেয়েছে যা এই বছরের মধ্যে সবচেয়ে বেশী।

এদিকে, U.S. President Donald Trump, Jerome Powell কে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসাবে মনোনয়ন দেয়ার বিবেচনা করছেন।

অন্য আর এক প্রার্থী Stanford University এর অর্থনীতিবিদ John Taylor এর থেকে Powell, ডলার এর উন্নতির উপর একটু কম মনোভাবাপন্ন।

Commerce Department এর প্রকাশিত তথ্য মতে, U.S. এর অর্থনীতির প্রবৃদ্ধি এর পরিমাণ 3% যা প্রত্যাশা করা হয়েছিল 2.5% । এই রিপোর্টের কারনেই ডলারের শক্তিশালী মনোভাব দেখা যায়। এদিকে, ধারণা করা হচ্ছে শক্তিশালী GDP এর এই রিপোর্ট আসন্ন Interest Rate বাড়ানোর পক্রিয়াকে আরও বেশী গতিশীল করবে।

গত সপ্তাহে, USD/JPY 0.25% নেমে 113.62 প্রাইসে শুক্রবার মার্কেট শেষ করে যেখানে এই কারেন্সি পেয়ার প্রথমে গত তিনমাসের মধ্যে সর্বোচ্চ প্রাইস 114.43 স্পর্শ করেছিল।

অন্যদিকে EURO, ডলার এর বিপরীতে নিম্নমুখী প্রবনতা ধরে রেখেছে যেখানে EUR/USD, 1.1608 প্রাইসে মার্কেট শেষ করে। শুধু গত সপ্তাহেই এই কারেন্সি পেয়ার, 1.48% নিচে নেমে শেষ হয়। এটি এই বছরের মার্চ মাসের মধ্যে এক সপ্তাহে সবচেয়ে বড় ধরনের নিম্নমুখী পরিবর্তন।

EURO দুর্বল হবার পিছনে আর একটি প্রধান কারণ হচ্ছে, গত বৃহস্পতিবার হয়ে যাওয়া ECB meeting । সভাতে জানানো হয়, European Central Bank তাদের bond purchase পক্রিয়াকে September 2018 পর্যন্ত বৃদ্ধি করেছে এবং monthly bond purchase এর পরিমাণ অর্ধেকে নামিয়ে January 2018 থেকে 30 billion euros/M করা হয়েছে।

এছারাও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে Catalonia দের স্বাধীনতা। শুক্রবার Catalonia’s parliament, Madrid থেকে তাদের স্বাধীন হিসাবে ঘোষণা দেয়।

অন্যদিকে GBP, তার সর্বনিম্ন প্রাইস থেকে আবার উঠে আসে। গত সপ্তাহে GBP/USD,  1.3128 প্রাইসে মার্কেট শেষ করে যেখানে এই পেয়ার শুক্রবার নাগাদ সর্বনিম্ন প্রাইস 1.3071 স্পর্শ করেছিল।

এই সপ্তাহের বিনিয়োগকারীরা, Fed meeting এর উপর নজর রাখবেন যেখান থেকে পরবর্তী মুদ্রা নীতির দিক নির্দেশনা আসতে পারে। এছারাও রয়েছে, U.S. jobs report এর ফলাফল।

দেখেনিন এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু নিউজের তালিকা-

Monday, October 23

  • Germany, preliminary inflation data এবং retail sales এর তথ্য প্রকাশ করবে।
  • UK তাদের net lending এর রিপোর্ট প্রকাশ করবে।
  • U.S. তাদের personal spending এর তথ্য পাবলিশ করবে।

Tuesday, October 31

  • New Zealand , business confidence এর রিপোর্ট প্রকাশ করবে।
  • China তাদের manufacturing এবং service sector activity এর রিপোর্ট প্রকাশ করবে।
  • Bank of Japan তাদের Interest Rate এর তথ্য আলোচনা করবে এবং মুদ্রানীতি সম্পর্কে তাদের অবস্থান জানাবে।
  • euro zone, inflation এবং GDP-Q3 এর প্রাথমিক তথ্য প্রকাশ করবে।
  • Canada Governor, Ottawa তে  দেশের সার্বিক অর্থনীতি সম্পর্কে আলোচনা করবেন।
  • U.S. তাদের Chicago region এর consumer confidence এর তথ্য প্রকাশ করবে।

Wednesday, November 1

  • UK, manufacturing activity এর রিপোর্ট পাবলিশ করবে।
  • U.S. তাদের ADP nonfarm payrolls এর ডেটা প্রকাশ করবে।
  • The Fed, তাদের মুদ্রানীতি সম্পর্কে ঘোষণা প্রদান করবে।

Thursday, November 2

  • Australia, trade balance এবং building approvals এর রিপোর্ট প্রকাশ করবে।
  • UK, construction activity এর প্রতিবেদন তুলে ধরবে।
  • Bank of England, তাদের Interest Rate এর তথ্য প্রকাশ করবে এবং গভর্নর Mark Carney তার বক্তব্য রাখবেন।
  • U.S. তাদের initial jobless claims এর সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করবে।
  • New York Fed President William Dudley বক্তব্য প্রদান করবেন।

Friday, November 3

  • সরকারী ছুটির কারণে Japan বন্ধ থাকবে।
  • Australia তাদের retail sales এর ডেটা প্রকাশ করবে।
  • China, Caixin services index এর তথ্য প্রকাশ করবে।
  •  UK তাদের service sector activity এর প্রতিবেদন তুলে ধরবে।
  • Canada তাদের সর্বশেষ employment এর রিপোর্ট প্রকাশ করবে।
  • U.S. তাদের nonfarm payrolls এবং ISM এর তথ্য প্রদান করবে।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, Google Plus, Twitter, YouTube এবং Forum থেকে জানুন। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here