এই সপ্তাহের ফরেক্স নিউজ পর্যালোচনাঃ October 16 – 20

0
141
forex Weekly Update
forex Weekly Update

গত সপ্তাহের শুক্রবার Dollar, Consumer Inflation Data এর মিশ্র ফলাফলের কারণে অন্যান্য প্রধান প্রধান কারেন্সি এর বিপরীতে তার নিম্নমুখী অবস্থান ধরে রেখেছে যা Federal Reserve এর কয়েকমাসের মধ্যে ইন্টারেস্ট রেট বাড়ানোর পক্রিয়াকে একটু ঘোলাটে করে রেখেছে।

Labor Department এর শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, Consumer prices- 0.5% বৃদ্ধি পায় যা এর এর আগে মাসে (আগস্ট) ছিল 0.4% । অর্থনীতি বিশ্লেষকরা ধারণা করেছিলেন এটি 0.6% হতে পারে।

কোনজিউমার প্রাইসের এই বৃদ্ধি বিগত ৮ মাসের মধ্যে সবচেয়ে বেশী ছিল, কিন্তু এর পিছনে প্রধান কারণ হিসাবে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় আঘাত হানার পর পেট্রোলিয়ামের মূল্য বৃদ্ধি।

অক্টোবর এর ১১ তারিখ হয়ে যাওয়া Fed Meeting Minutes এর প্রকাশিত তথ্যে দেখা যায় ‘অনেক অংশগ্রহণকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই বছরের কম মুদ্রাস্ফীতির পুনরাবৃত্তি কেবল ক্ষণস্থায়ী কারণগুলিকেই প্রতিফলিত করবে না, সেই সাথে উন্নয়নের প্রভাবকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করতে পারে।’

এই বক্তব্য, Fed এর এই বছরে টানা তৃতীয় বারের মতন ইন্টারেস্ট রেট বাড়ানোর প্রত্যাশাকে আরও বেশী জোরদার করে তুলেছে।

U.S. Dollar Index যা অন্যান্য প্রধান ৬ কারেন্সির বিপরীতে Dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে, গত শুক্রবার কিছুটা পরিবর্তন হয়ে 93.62 সপ্তাহ শেষ করে।

Yen এর বিপরীতে Dollar এর অবস্থান ছিল নিম্নমুখী, যেখানে USD/JPY প্রায় 0.43% নেমে 111.80 প্রাইসে সপ্তাহ শেষ করেছিল।

এদিকে Euro, Dollar এর বিপরীতে কিছুটা নেমে এসেছিল। ECB President- Mario Draghi এর বক্তব্যের পর EUR/USD নিচে নেমে প্রায় 1.1822 প্রাইস স্পর্শ করে।

অন্যদিকে GBP/USD, গত সপ্তাহের শুক্রবার 0.2% বৃদ্ধি পেয়ে 1.3287 প্রাইসে মার্কেট শেষ করে যা ওই সপ্তাহে বৃদ্ধির হার ছিল প্রায় 1.7% ।

এই সপ্তাহের বিনিয়োগকারীরা, U.S. housing data এর তথ্যের উপর নজর রাখবেন। গত মাসে হয়ে যাওয়া হারিকেন এর প্রভাবের পর অর্থনীতির অবস্থান সম্পর্কে জানা যাবে।

বৃহস্পতিবার প্রকাশিত হবে চিন এর GDP (YoY) (Q3) রিপোর্ট যা বিশ্বের দ্বিতীয় সর্ব বৃহৎ এই অর্থনীতির অবস্থান সম্পর্কে বুঝতে সহায়তা করবে।

দেখেনিন এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু নিউজের তালিকা-

Monday, October 16

  • China তাদের মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করবে।
  • Canada তাদের business outlook survey এর রিপোর্ট প্রকাশ করবে।
  • U.S. তাদের New York region এর manufacturing activity এর তথ্য প্রকাশ করবে।

Tuesday, October 17

  • New Zealand তাদের ভোক্তা মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করবে।
  • RBA তাদের সর্বশেষ সভার নীতিগত তথ্য তুলে ধরবেন।
  • UK তাদের মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করবে।
  • ZEW Institute, German এর অর্থনৈতিক অবস্থার প্রতিবেদন দিবেন।
  • Euro zone তাদের একত্রীত মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করবে।

Wednesday, October 18

  • ECB President Mario Draghi, Frankfurt এ ব্যাংক সম্মেলনে তার বক্তব্য রাখবেন।
  • UK এদের সর্বশেষ employment রিপোর্ট প্রকাশ করবে।
  • U.S. এদের building permits এর ডেটা প্রকাশ করবে।

Thursday, October 19

  • Australia এদের সর্বশেষ jobs report এবং private sector data এর ডেটা প্রকাশ করবে।
  • China এর GDP (YoY) (Q3) রিপোর্ট পাবলিশ করবে।
  • UK তাদের retail sales এর রিপোর্ট প্রকাশ করবে।
  • U.S. এর Philadelphia অঞ্চলের jobless claims এবং manufacturing activity এর সাপ্তাহিক তথ্য প্রকাশ করবে।

Friday, October 20

  • UK এদের public sector borrowing এর রিপোর্ট প্রকাশ করবে।
  • Canada তাদের retail sales এবং inflation এর তথ্য প্রকাশ করবে।
  • U.S. তাদের existing home sales এর তথ্য প্রকাশের মাধ্যমে সপ্তাহ শেষ করবে।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, Google Plus, Twitter, YouTube এবং Forum থেকে জানুন। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here