এই সপ্তাহের ফরেক্স নিউজ পর্যালোচনাঃ October 23 – 27

0
376
Forex Weekly Update October 23 - 27

গত সপ্তাহের শুক্রবার, Dollar প্রধান ৬টি কারেন্সির বিপরীতে শক্তিশালী হয়ে মার্কেট শেষ করে যার প্রধান কারণ হচ্ছে, U.S. tax reforms এর পক্রিয়া ।

The U.S. dollar index যা অন্যান্য প্রধান ৬ কারেন্সির বিপরীতে Dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে, গত শুক্রবার  0.61% বেড়ে হয়ে 93.57 সপ্তাহ শেষ করে। ইনডেক্স এর এই বৃদ্ধি গত October 2 থেকে একদিনের মধ্যে সবচেয়ে বেশী ছিল।

এদিকে বিহস্পতিবার Senate Republican দের পরবর্তী অর্থবছরের জন্য বাজেটের অনুমোদন এবং Democratic Party এর সাপোর্ট ছাড়াই Republican দের ট্যাক্স পুনঃনির্ধারণের কার্যাবলী, President Donald Trump এর tax reforms পক্রিয়াকে আরও বেশী সমালোচনায় ফেলে দিয়েছে।

Yen এর বিপরীতে Dollar এর অবস্থান ছিল বিগত তিন মাসের মধ্যে সর্বোচ্চ, যেখানে USD/JPY প্রায় 0.88% বৃদ্ধি পেয়ে 113.52 প্রাইসে সপ্তাহ শেষ করে।

এছারাও Dollar, Swiss franc এর বিপরীতে বিগত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। যেখানে USD/CHF, 0.81% বেড়ে 0.9842 প্রাইসে দিন শেষ করে।

গত কয়েক সপ্তাহ শক্তিশালী পজিশনে থাকা EURO কিছুটা নিম্নমুখী প্রবণতায় মার্কেট শেষ করে। যেখানে EUR/USD নিচে 0.57% নেমে প্রায় 1.1784 প্রাইস স্পর্শ করে।

এদিকে, Pound এর অবস্থান ছিল অনেকটা মিশ্র। সপ্তাহের শেষে ডলার এর বিপরীতে কিছু নেমে আসলেও NewYork সেশনে ঊর্ধ্বমুখী অবস্থানে থেকেই দিন শেষ করে। বিনিয়োগকারীরা Pound এর  প্রাইস বৃদ্ধির পিছনে প্রধান কারণ হিসাবে Prime Minister Theresa May এর EU leaders দের সাথে Brussels এ হয়ে যাওয়া Brexit negotiations ইস্যুকে দেখছেন।

GBP/USD, 0.21% বৃদ্ধি পেয়ে 1.3185 প্রাইসে সপ্তাহ শেষ করে। এদিকে EURO এর বিপরিতেও Pound এর অবস্থান ছিল শক্তিশালী। EUR/GBP, 0.83% নেমে 0.8931 প্রাইসে ক্লোজ হয়।

গতসপ্তাহে সবচেয়ে খারাপ পজিশনে ছিল New Zealand dollar (NZD) । শুক্রবার এই কারেন্সি প্রায় 1% নেমে শেষ হয় যেখানে NZD/USD, 2.75% নেমে সপ্তাহ শেষ করে।

এই সপ্তাহের বিনিয়োগকারীরা, European Central Bank এর সভার উপর নজর রাখবেন। এছারাও রয়েছে, U.S. growth (third-quarter) এর রিপোর্ট যা গত মাসে হয়ে যাওয়া হারিকেন এর প্রভাবের পর অর্থনীতির অবস্থান সম্পর্কে ধারণা প্রদান করবে এবং সেই সাথে এটি Federal Reserve এর পরবর্তী মুদ্রানীতির অবস্থান সম্পর্কেও সম্যক ধারণা প্রদান করবে।

দেখেনিন এই সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু নিউজের তালিকা-

Monday, October 23

  • Canada তাদের wholesale sales এর রিপোর্ট প্রকাশ করবে।

Tuesday, October 24

  • Euro zone তাদের manufacturing and service sector activity তথ্য প্রকাশ করবে।

Wednesday, October 25

  • Australia এদের মুদ্রিস্ফিতির তথ্য প্রকাশ করবে।
  • The Ifo Institute, German business climate সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করবে।
  • UK, third quarter growth এর প্রাথমিক ডেটা প্রকাশ করবে।
  • U.S. তাদের durable goods এবং new home sales এর প্রতিবেদন প্রকাশ করবে।
  • Bank of Canada এর গভর্নর, বক্তব্য রাখবেন।

Thursday, October 26

  • New Zealand তাদের trade data এর তথ্য প্রকাশ করবে।
  • ECB তাদের সর্বশেষ মুদ্রানীতি সম্পর্কে ব্যাংকের অবস্থান সম্পর্কে প্রেস-ব্রিফিং করবে।
  • U.S. তাদের initial jobless claims এবং pending home sales এর রিপোর্ট প্রকাশ করবে।

Friday, October 27

  • Japan এদের মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করবে।
  • U.S., (GDP) Q3 এর প্রাথমিক তথ্য প্রকাশ করার মাধ্যমে সপ্তাহ শেষ করবে।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, Google Plus, Twitter, YouTube এবং Forum থেকে জানুন। গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here