Bangla Forex News- জাপানিজ Yen এর আজকের Asia সেশনে কিছুটা নিম্নমুখী প্রভাব রয়েছে যেখানে বিনিয়োগকারীরা গতকালের Fed Meeting এর পরবর্তী Rate Hike এর উপর নজর রাখছেন।
USD/JPY, এখন পর্যন্ত আজকে 0.14% বেড়ে এর বিনিময় হার ছিল 111.66 যেখানে AUD/USD প্রায় 0.12% কমে অবস্থান করছে 0.7497।
Bitcoin এখন পর্যন্ত গত মার্চ মাসের থেকে সর্বোচ্চ প্রাইস পয়েন্টে রয়েছে। আজকে Asia সেশনে BTC/USD প্রায় 3.87% বেড়ে $2547 এ অবস্থান করছে।
বুধবার রাতের FOMC minutes এর সভা অনুযায়ী, Federal Reserve এর কর্মকর্তারা এ বছরে Fed’s $4.5 trillion এর ব্যালেন্স শিট কমানোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করেন এবং বেশীরভাগ সদস্যগণ পরবর্তী interest rates বাড়ানোর ক্ষেত্রে একমত পোষণ করেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।