মার্জিন মূলত দুইভাবে প্রকাশ পায়। একটি হচ্ছে Used Margin এবং অন্যটি হচ্ছে Free Margin. used margin সম্পর্কে আমরা এর আগেও বিস্তারিত শিখেছিলাম। এটি হচ্ছে মূলত ট্রেড ওপেন রাখার জন্য যেই পরিমান এমাউন্ট এর প্রয়োজন সেটিকে বলা হয়ে থাকে।
অন্যদিকে Free Margin হচ্ছে, Equity এবং Used Margin এর মধ্যকার পার্থক্যকে বোঝায়।
ফ্রি মার্জিনকে দুইভাবে চিন্তা করতে পারবেন –
- এটি হচ্ছে, কি পরিমান এমাউন্ট খালি আছে যার ব্যবহার করার মাধ্যমে আপনি নতুন এন্ট্রি পজিশন গ্রহন করতে পারেন।
- এই পরিমান এমাউন্ট হচ্ছে, যদি আপনার বিদ্যমান কোনও এন্টি লসে চলে আসে তাহলে ফ্রি মার্জিন এর সমপরিমান অর্থ একাউন্টকে Margin Call কিংবা Stop Out অবস্থা থেকে বাঁচাবে।
Margin Call কিংবা Stop Out এই দুইটি শব্দ দেখে চিন্তার কিছুই নেই। আমরা এগুলো সম্পর্কেও পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো। এখন শুধুমাত্র এতটুকু মনে রাখুন, এই দুইটির একটিও ভালো না। এটি আপনার ট্রেডিং একাউণ্ট এর জন্য খুবই খারাপ অবস্থা প্রকাশ করে থাকে।
Free Margin আবার Usable Margin, Usable Maintenance Margin, Available Margin, এবং “Available to Trade নামেও পরিচিত“।
ফ্রি মার্জিন ক্যালকুলেশন
অনুগ্রহ করে নিচের ক্যালকুলেশনটি ভালো করে দেখে নিন।
Free Margin = Equity - Used Margin
যদি আপনার নতুন এন্টি গ্রহন করা থাকে এবং সেই এন্ট্রিতে যদি প্রফিট থাকে তাহলে আপনার ইক্যুইটির পরিমান বৃদ্ধি পাবে যার অর্থ হচ্ছে আপনার ফ্রি মার্জিন এর পরিমানও আগের থেকে আরও বাড়বে। মনে রাখবেন,
যদি Floating loss থাকে সেটি আপনার Equity পরিমানও কমিয়ে দিবে, যার কারনে আপনার Free Margin ও কমে যাবে।
উধাহরনঃ যদি কোনও এন্ট্রি নেয়া না থাকে
ধরুন, আপনার ট্রেডিং একাউন্ট এর ব্যালেন্স এর পরিমান হচ্ছে $1000 । এখন আপনার কোনও ট্রেডিং পজিশন ওপেন নেই। সেক্ষেত্রে বলুন দেখি আপনার ফ্রি মার্জিন এর পরিমান এখন কত হবে?
ধাপ #১: Equity Calculation
যদি আপনার কোনও ট্রেডিং এন্ট্রি নেয়া না থাকে তাহলে হিসাব করা খুবই সহজ। নিচের অংকটি দেখে নিন –
Equity = Account Balance + Floating Profits (or Losses) $1,000 = $1,000 + $0
এখানে দেখতে পাচ্ছেন, আপনার ব্যালেন্স এবং ইক্যুইটির পরিমান একই। যেহেতু আপনার কোনও এন্ট্রি নেয়া নেই সেটির অর্থ হচ্ছে আপনার কোনও floating profit কিংবা loss নেই।
ধাপ #২ঃ Calculate Free Margin
যদি আপনার কোনও এন্টি নেয়া না থাকে সেক্ষেত্রে আপনার ইক্যুইটি এবং ফ্রি মার্জিন এর পরিমান হবে সমপরিমান।
Free Margin = Equity - Used Margin $1,000 = $1,000 - $0
যেহেতু আপনার কোনও এন্ট্রি নেয়া নেই সেক্ষেত্রে এন্ট্রির জন্য কোনও used margin ও ব্যবহার হয়নি। যার অর্থ হচ্ছে, আপনার ট্রেডিং ব্যালেন্স এবং ইক্যুইটি এর পরিমান যা রয়েছে সেটি সম্পূর্ণরূপে নতুন এন্ট্রি গ্রহনের জন্য ফ্রি আছে। যার মানে Free Margin হিসাবে রয়েছে।
তাহলে এখন চলুন ট্রেডে এন্ট্রি থাকা অবস্থায় কিভাবে ফ্রি মার্জিন এর হিসাব করবেন সে সম্পর্কে কিছু ধারনা নেয়া যাক।
উধাহরনঃ USD/JPY লং পজিশন এন্ট্রি গ্রহন
ধরুন আপনার ট্রেডিং একাউন্টে $1000 ব্যালেন্স হিসাবে রয়েছে।
ধাপ #১: Required Margin Calculation
আপনি USD/JPY কারেন্সি পেয়ারে ১ মিনি লট (১০,০০০ ইউনিট) পরিমান এন্ট্রি গ্রহন করলেন এবং এর জন্য margin requirement হচ্ছে 4% । তাহলে হিসাবে করে বলুন, পজিশন ওপেন করার জন্য আপনার কি পরিমান required margin এর প্রয়োজন পরবে?
যেহেতু USD বেইজ কারেন্সি এবং মিনি লট মানে হচ্ছে $10,000 তারমানে এই কারেন্সি এর national value হচ্ছে $10,000 ।
Required Margin = Notional Value x Margin Requirement $400 = $10,000 x .04
যেহেতু Margin Requirement হচ্ছে 4%, সেক্ষেত্রে এন্ট্রি নেয়ার জন্য আপনার required margin এর পরিমান হবে $400 ।
ধাপ #২ঃ Used Margin Calculation
যেহেতু আমরা শুধুইমাত্র একটি এন্ট্রিই গ্রহন করেছিলাম, সেক্ষেত্রে আমাদের Used Margin এবং Required Margin এর পরিমান হবে সমপরিমাণ কিংবা সমান।
ধাপ #৩: Equity Calculation
ধরুন যেই এন্ট্রি আপনি নিয়েছিলেন সেটি এখন যেখানে এন্ট্রি নিয়েছিলেন মার্কেট প্রাইসও সেই অবস্থানে রয়েছে। অর্থাৎ আপনার এন্টির প্রাইস লেভেল এবং মার্কেট প্রাইস লেভেল এখন সমান। যার অর্থ হচ্ছে আপনার এন্টিতে কোনও প্রফিট কিংবা লসও নেই floating P/L is $0 ।
তাহলে আপনার বর্তমান Equity এর পরিমান হবেঃ
Equity = Account Balance + Floating Profits (or Losses) $1,000 = $1,000 + $0
আপনার ট্রেডিং একাউন্টের ইক্যুইটির পরিমান হবে $1,000 ।
ধাপ #৪: Free Margin Calculation
আমরা যেহেতু Equity এর মান বের করতে পেরেছি এখন আমরা চাইলে Free Margin ও ক্যালকুলেট করে নিতে পারবো।
Free Margin = Equity - Used Margin $600 = $1,000 - $400
বিদ্যমান একাউন্টে আমাদের ফ্রি মার্জিন এর হচ্ছে $600 ।
এই ক্যালকুলেশন থেকে বুঝতেই পারছেন, ইক্যুইটি হিসাব করার আরও একটি সহজ মাধ্যম হচ্ছে আপনার একাউন্ট এর Used এবং Free Margin এর যোগফল।
Equity = Used Margin + Free Margin
সারমর্ম
এই লেকচারে আমরা মূলত দুইটি বিষয় সম্পর্কে জানতে এবং বুঝতে পেরেছিঃ
- Free Margin হচ্ছে যেটি ব্যবহার করে নতুন এন্টির গ্রহন করা যাবে এবং যেটি ব্লক অবস্থায় নেই।
- যখন ফ্রি মার্জিন এর পরিমান “0” কিংবা এর থেকে নিচে নেমে যাবে তখন নতুন করে কোনও এন্ট্রি গ্রহন করা যাবেনা।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।