ফ্রান্স-প্রেসিডেন্ট নির্বাচন (২য় রাউন্ড)

0
103

ফ্রান্সের প্রথম রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে গত ২৩-এপ্রিল, যেখানে অনেক ট্রেডাররাই খুব ভালো করে সফলতার সাথে ট্রেড করেছেন এবং প্রফিট অর্জন করেছেন। প্রথম রাউন্ডে EUR/USD, EUR/JPY, এবং EUR/GBP কারেন্সি পেয়ারগুলোতে আমরা মার্কেটের প্রত্যাশার থেকেও বেশী আপট্রেন্ড লক্ষ্য করেছি যার ফলাফল আগের থেকেই প্রায় আন্দাজ করা হয়েছিল।

রাউন্ড আপ নির্বাচনে Emmanuel Macron এর নির্বাচিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারন এর উপর এই ফ্রান্স এবং ইউ এর ভাগ্য নির্ভর করছে। যদি কোনও কারনে Marine Le Pen নির্বাচিত হয়ে যান তাহলে তাঁর নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্রান্স, ইউ তে আর থাকবে না। যেটার পরিণতি অনেক ভয়াবহ হতে পারে দুই-পক্ষের জন্য।

জনমত নির্বাচনে ২য় রাউন্ডে Emmanuel Macron এর বিজয় অনেকটা সবাই ধরেই নিয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে, নির্বাচনের প্রারম্ভিক বিশ্লেষণ বলছে Marine Le Pen শুধুমাত্র তার নিজস্ব সাপোর্টারদের কাছ থেকে তার ভোটগুলো পাবেন। তিনি প্রায় ২১% সাপোর্টারদের ভোট পাবেন এবং তার সাথে যোগ হবে আরও নতুন কিছু ভোট যারা প্রথম রাউন্ডে ভোট দেন নি কিন্তু আবার Le Pen কে সমর্থন করেন। 

অন্যদিকে ছোট এমাউন্টের কিছু ভোটার এখন পর্যন্ত ২য় রাউন্ডে Emmanuel Macron কে পছন্দ করেন। Macron এর সবচেয়ে বড় কাজ হচ্ছে ভোটারদের মধ্যে যারা চান না ফ্রান্স ইউরোপ থেকে বের হয়ে যাক তাদের একত্রিত করা।

জনমত সমীক্ষা অনুযায়ী, আমরা প্রায় ৯০% নিশ্চিত ভাবে বলতে পারি ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হবেন Emmanuel Macron। তার নির্বাচনের জয়লাভ EUR কে আরও বেশী শক্তিশালী করবে যেটা আমরা সোমবার রাতে মার্কেট ওপেন হবার পর আমরা বুঝতে পারব আরও ভালো করে। তবে নিশ্চিত থাকুন, EUR শক্তিশালী হবার সম্ভাবনা প্রায় ৯৫%। যার কারনে, এই সময়ে EUR এর সাথে থেকে ট্রেড করাটাই হবে বুদ্ধিমানের কাজ।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here