গতমাসের শুরু দিকে অনেকটা পরিক্ষামুলকভাবে আমাদের কমিউনিটি পোর্টাল এর কাজ শুরু করে এবং আপনাদের ব্যবহার করার জন্য উন্মুক্ত করা হয়। ছোট এই সময়ের মধ্যে আপনাদের মতামত এর প্রেক্ষিতেই আমরা নতুন একটি এপ্স তৈরি করেছি যার মাধ্যমে যারা বর্তমানে আমাদের কমিউনিটি পোর্টালে যুক্ত রয়েছে, তারা চাইলে সরাসরি এপ্স এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য যেমন, নিউজ, এনালাইসিস, ফিডব্যাক সংক্রান্ত বিভিন্ন তথ্য সঠিক সময়ে জানতে পারবেন। FX Community App টি আজ গুগল প্লেস্টোরে যুক্ত করা হয়েছে। যারা নিয়মিত আমাদের ওয়েবসাইট এর সাথে যুক্ত রয়েছেন, তারা এপ্সটি ডাউনলোড করে ব্যবহার করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের জানান।
কিভাবে ডাউনলোড করবেন?
আপনার এন্ড্রয়েড ফোন থেক প্লেস্টোর অপশনে যান। সেখান থেকে সার্চ করুন, “FX Community” এরপর স্ক্রল করে কিছুটা নিচের দিকে নামলেই, আমাদের এপ্স এর লোগোটি দেখতে পাবেন। এবার সেটিকে অনুগ্রহ করে ইন্সটল করে নিন।
অথবা, আপনি চাইলে এই লিংক ক্লিক করুন – https://fxbd.co/2WAQ55Z এটি সরাসরি আপনাকে আমাদের এপ্সটিতে নিয়ে যাবে। প্লেস্টোর এর মাধ্যমে সেটিকে ইন্সটল করে নিন এবং লগইন কিংবা রেজিস্টার করে এপ্সটির ব্যবহার শুরু করুন।
কিভাবে লগইন করবেন?
FX Community App টি ইন্সটল করার পর, আপনার সামনে দুইটি অপশন আসবেম একটি হচ্ছে “login” এবং অন্যটি হচ্ছে “Register” । আপনি যদি ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোর্টালে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অনুগ্রহ করে “লগইন” ক্লিক করে, আপনার আইডি এবং পাসওয়ার্ড প্রদান এর মাধ্যমে প্রবেশ করুন। যদি আপনার একাউন্ট রেজিস্টার করা না থাকে, তাহলে এবার “রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করে নিন।