GBPUSD টেকনিক্যাল এনালাইসিস – এপ্রিল ২৩

0
125
GBPUSD Technical Analysis For April 23, 2019
GBPUSD Technical Analysis For April 23, 2019

fxbangladesh.com – গত বেশ কয়েক দিন ধরে ছোট টাইমফ্রেমGBP/USD কারেন্সি পেয়ারটি সম্পূর্ণ নতুন একটি চার্ট প্যাটার্ন তৈরি করে যা আমাদের বিগত সপ্তাহের শেষ কার্যদিবসে আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী চার্টে বিদ্যমান Symmetrical Triangle চার্ট প্যাটার্ন ব্রেক করতে সক্ষম হয়। সর্বশেষ এনালাইসিস অনুযায়ী আমরা বলেছিলাম যদি কোনওভাবে প্রাইস এই চার্ট প্যাটার্ন ব্রেক করতে সক্ষম হয় তাহলে যেদিকে ব্রেক হবে ঠিক সেদিকেই এন্ট্রি গ্রহন করতে হবে। আশা করছি, যারা এনালাইসিস অনুযায়ী এন্ট্রি গ্রহন করেছিলেন তারা বেশকিছু পিপ্স এর প্রফিট পেয়েছেন। নিচে H4 টাইমফ্রেম এর চার্টটি একটু ভাল করে লক্ষ্য করুন –

GBPUSD Technical Analysis For April 23, 2019 - Price is Forming an Descending Triangle chart Pattern According to H4 Time Frame

H4 টাইমফ্রেম অনুযায়ী, কারেন্সি পেয়ারটি বর্তমানে Symmetrical Triangle চার্ট প্যাটার্ন গঠন করেছে এবং আমাদের পূর্বের এনালাইসিস অনুযায়ী এই চার্ট প্যাটার্ন এর সাপোর্ট লেভেল এর থেকে পুনরায় ক্রমশ উপরের দিকে বিদ্যমান। আশা করছি যাদের বিদ্যমান SELL এন্ট্রি ছিল তারা এন্ট্রি ক্লোজ করে প্রফিট গ্রহন করে ফেলেছেন।

বিদ্যমান এই চার্ট প্যাটার্ন একটি পসিবল নিম্নমুখী ডাউনট্রেন্ড এর নির্দেশক হিসাবে কাজ করে। অর্থাৎ, প্রাইস এর পসিবল মুভমেন্ট হতে পারে নিচের দিকে। এই মুহূর্তে কোনও ধরনের নতুন BUY/SELL এন্ট্রি নেয়া থেকে বিরত থাকুন। SELL এন্ট্রির জন্য আমাদের পসিবল এন্ট্রি লেভেল হচ্ছে 1.3034-50 এর কাছাকাছি। তবে অবশ্যই সেক্ষেত্রে স্টপলস এর ব্যবহার বাধ্যতামূলক।

ট্রেডিং পরামর্শ – 

  • H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
  • এখনই নতুন করে কোনও BUY/SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • নতুন এন্ট্রির জন্য পসিবল প্রাইস লেভেল হচ্ছে, 1.3034-50 এর কাছাকাছি।
  • SELL এন্ট্রির জন্য পসিবল স্টপলস লেভেল হচ্ছে, 1.3100 এর কাছাকাছি।
  • পসিবল প্রফিট টার্গেট, 1.2800

ব্রেক্সিট সতর্কতা-

চলমান ব্রেক্সিট প্রক্রিয়ায়, ব্রিটেনকে Article 50 এর শর্ত অনুযায়ী ব্রেক্সিট প্রক্রিয়া বিগত মার্চ ৩০, ২০১৯ এর মধ্যে বাস্তবায়ন করার কথা থাকলেও এখন পর্যন্ত এই বিষয়ে তেমন কোনও বিশেষ সিদ্ধান্ত আসে নি। ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে, ইউ নেতাদের কাছ থেকে সম্পর্ক বাতিল এর সময়কে আরও একটু বৃদ্ধি করার অনুরধের প্রেক্ষিতে ইউ, ব্রিটেনকে মে ১২, ২০১৯ এর মধ্যে চুক্তি বাস্তবায়নের নতুন সময়সীমা বেধে দেয়। সুতরাং, ব্রেক্সিট ইস্যুতে এখনও পর্যন্ত কোনও ধরনের সমঝোতা কিংবা চুক্তি বাস্তবায়িত হয় নি। তবে ইউরোপিয়ান ইউনিয়ান ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ব্রিটেনকে আগামী অক্টোবর পর্যন্ত নতুন সময় বেধে দিয়েছে। যার ফলে, এই সময়ের মধেই ব্রিটেনকে ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের সকল কার্যক্রম শেষ করতে হবে। ইউ নতুন করে আর কোনও ধরনের সময় প্রদান করবে না।

এদিকে রয়টার্স এর বরাত দিয়ে জানা যায়, আগামী মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়ন এর নির্বাচন হবার কথা রয়েছে। এই বিষয়গুলোর প্রভাব, আমরা সরাসরি ফরেক্স ট্রেডে দেখতে পাবো। আসছে কয়েকদিন GBP এবং EUR পেয়ারের অস্বাভাবিক মুভমেন্ট এর জন্য তৈরি থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। ব্রেক্সিট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে আমাদের বিশেষ আর্টিকেল “ব্রেক্সিট এর আদ্যোপান্ত” ভালো করে পড়ে নিন।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


নতুন সেবা: কমিউনিটি পোর্টাল

ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি


 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook এবং Community থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here