GBPUSD টেকনিক্যাল এনালাইসিস – ডিসেম্বর ১৩

0
85
GBPUSD Technical Analysis for December 13, 2018

fxbangladesh.com – গত বেশ কয়েক মাস ধরে GBP/USD কারেন্সি পেয়ার ডাউনট্রেন্ড ধরে রেখেছে এবং এখন পর্যন্ত মার্কেট ডাউনট্রেন্ড এই বিদ্যমান রয়েছে। গত নভেম্বর ২২ তারিখ থেকে এই কারেন্সি পেয়ার পর্যায়ক্রমে লোয়ার হাই (lower high) এবং  লোয়ার লো (lower low) তৈরি করে চলেছে যা মাধ্যমে আমরা একটি নিম্নমুখী চ্যানেল (Descending Channel) অংকন করতে পারি। যা আমাদের প্রাইসের নিম্নমুখী অবস্থান প্রদর্শন করে। প্রাইস ইতিমধ্যেই এই চ্যানেল এর রেঞ্জ ব্রেক করতে সক্ষম হয়েছে এবং বিদ্যমান এই ডাউনট্রেন্ড এর শক্তিশালী হবার সম্ভাবনা আরও বেশী বলে ধরে নেয়া যেতে পারে। নিচের চার্ট এর দিকে একটি লক্ষ্য করুন –

GBPUSD Technical Analysis for December 13, 2018 - Price has Broken H4 Channel and Price is retraced back to Channel Boundary Again

” আমাদের পূর্বের প্রদত্ত এনালাইসিস অনুযায়ী, H4 টাইমফ্রেম অনুযায়ী GBP/USD পেয়ার ক্রমাগত লোয়ার হাই (lower High) এবং লোয়ার লো (lower low) তৈরি করে চলেছে যা Descending Channel এর নির্দেশ করে। যার অর্থ হচ্ছে, প্রাইস এই চ্যানেল এর মধ্যবর্তী রেঞ্জ এর মধ্যে রয়েছে এবং কোনদিকে ব্রেকআউট হওয়া পর্যন্ত এর মধ্যেই থাকবে। বর্তমানে প্রাইসের এই বিদ্যমান রেঞ্জ হচ্ছে 1.2671 থেকে 1.2805 এর মধ্যে অর্থাৎ, প্রায় ১৩৪ পিপ্স । কারেন্সি পেয়ার এর প্রাইস যতদিন পর্যন্ত কোনও ধরনের ব্রেকআউট না করবে ততদিন পর্যন্ত আমরা বাউন্স ট্রেড করবো। ”

প্রাইস ইতিমধ্যেই Descending Channel এর রেঞ্জ ব্রেকাউট করে ফেলেছে এবং 1.2480 স্পর্শ করে পুনরায় আবার সেই চ্যানেল রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে। এই মুহূর্তে কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে, তবে যেহেতু প্রাইস, চ্যানেল এর রেঞ্জ থেকে অনেকটাই দূরে সরে এসেছে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে, পুনরায় চ্যানেল এর কাছাকাছি যাওয়া / রেট্রেস করা পর্যন্ত অপেক্ষা করুন এবং সেখানে আরও একটি SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।

ট্রেডিং পরামর্শ –

  • এই এনালাইসিসটি শুধুমাত্র H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য।
  • BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে।
  • যাদের বিদ্যমান কোনও SELL পজিশন রয়েছে তারা এখন পর্যন্ত এন্ট্রি ধরে রাখতে পারেন। যতক্ষণ না পর্যন্ত প্রাইস আবার আপ চ্যানেল বাউন্ডারি ক্রস করছে। যদি প্রাইস কোনওভাবে 1.2800 এর রেঞ্জ ব্রেক করতে সক্ষম হয় তাহলে শর্টটাইমফ্রেমে বিদ্যমান এই SELL ট্রেন্ড বাতিল হয়ে যাবে।
  • যারা এখন পর্যন্ত নতুন কোনও এন্ট্রি গ্রহন করেন নি, তারা চার্টে প্রদত্ত আপ চ্যানেল এর কাছাকাছি SELL এন্ট্রি গ্রহন করতে পারেন। পসিবল সেল জোন হচ্ছে – 1.2720 – 1.2740 এর কাছাকাছি।
  • স্টপ লস পজিশন হচ্ছে, সর্বশেষ ক্যান্ডেল এর হাই পয়েন্ট অর্থাৎ 1.2776-1.2780 এর কাছাকাছি।

বিঃদ্রঃ

ব্রিটিশ অর্থনীতি যেখানে ব্রেক্সিট চুক্তির জন্য অপেক্ষা করছে ঠিক সেই সময়ে প্রশ্ন উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে এর মন্ত্রিত্ব নিয়ে। যারা ফলাফল হিসাবে গতকাল কনজারবেটিভ ক্যাবিনেট মন্ত্রীরা, প্রধানমন্ত্রীর পক্ষে কিংবা বিপক্ষে “কনফিডেন্স ভোট” প্রদান করে যার ফলাফল হিসাবে ২০০ ক্যাবিনেট মন্ত্রীর ভোট এর মাধ্যমে থেরেসা মে আবারও প্রধানমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব বুঝে পান। 

ইতিমধ্যেই, পূর্ব প্রকাশিত সময় অনুযায়ী House Of Commons এ ব্রেক্সিট চুক্তির সিদ্ধান্ত এর সময় পিছানো হয় এবং ঠিক কবে নাগাদ এই সিদ্ধান্ত গ্রহন করা হবে সে বিষয়ে পরিষ্কার কোনও তথ্য পাওয়া যায় নি ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর উত্থাপিত চুক্তি সমর্থনের ভোটাভুটি প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে এবং ঠিক কবে এই ভোট অনুষ্ঠিত হতে পারে সে সম্পর্কেও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় নি। তবে The Guardian এর বরাত দিয়ে জানা যায়, এই নির্বাচন হতে পারে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে।

ইতিমধ্যেই, থেরেসা মে – জার্মান চ্যান্সেলর এঞ্জেলো মার্কেল এর সাথে পুনরায় ব্রেক্সিট চুক্তি নিয়ে আলোচনা করার অনুরধ করলে, ইউ এর পক্ষ থেকে ভিন্ন কোনও চুক্তি নির্ধারন কিংবা আলোচনা করতে অস্বীকৃতি জানানো হয়।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here