fxbangladesh.com – গত বেশ কয়েক মাস ধরে GBP/USD কারেন্সি পেয়ার ডাউনট্রেন্ড ধরে রেখেছে এবং এখন পর্যন্ত মার্কেট ডাউনট্রেন্ড এই বিদ্যমান রয়েছে। গত ডিসেম্বর ১১ তারিখ থেকে এই কারেন্সি পেয়ার, আমাদের পূর্ব নির্ধারিত নিম্নমুখী চ্যানেল (Descending Channel) ব্রেক করতে সক্ষম হয় এবং এই বছরের মধ্যে সবচেয়ে লো প্রাইস 1.2480 স্পর্শ করে পুনরায় আমাদের চ্যানেল এর রেঞ্জ এর মধ্যে ফিরে আসে।
নিচের চার্টটি একটু ভাল করে লক্ষ্য করুন –
উপরোক্ত চার্টে –
নীল লাইন = ডাউন চ্যানেল = রেঞ্জ 1.2605 – 1.2725
কালো লাইন = ডাউনট্রেন্ড লাইন = 1.2657
প্রাইস ইতিমধ্যেই দুইবার Descending Channel এর রেঞ্জ ব্রেকাউট করে ফেলেছে এবং পুনরায় সেই চ্যানেল এর মধ্যে ফিরে এসেছে। SELL ট্রেন্ড এর জন্য, প্রাইস এর এই ধরনের পরিবর্তন মোটেও ভাল না। যাদের বর্তমানে কোনও ধরনের সেল এন্ট্রি রয়েছে, তারা চাইল এন্ট্রি এখানে ক্লোজ করে বের হয়ে যেতে পারেন। কেননা, যদি প্রাইস কোনোভাবে চার্টে প্রদত্ত কালো রঙের ট্রেন্ড লাইন এর প্রাইস ব্রেক করে উপরে যেতে সক্ষম হয় তাহলে শর্টটাইমে ট্রেন্ড পরিবর্তিত হবার সমূহ সম্ভাবনা থাকবে। সুতরাং 1.2665 লেভেল খুবই গুরুত্বপূর্ণ।
প্রাইস যদি এই 1.2665 লেভেল ব্রেক করতে সক্ষম হয় তাহলে পরবর্তী পসিবল টার্গেট হচ্ছে আপ চ্যানেল লাইন – অর্থাৎ, 1.2715 ।
ট্রেডিং পরামর্শ –
- এই এনালাইসিসটি শুধুমাত্র H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য।
- 1.2665 লেভেল এর উপরে ক্যান্ডেল ক্লোজ হলে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে অবশ্যই স্টপলস পজিশন হবে, ডাউন চ্যানেল এর কাছাকাছি, অর্থাৎ = 1.2605 ।
- SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে।
- যাদের বিদ্যমান কোনও SELL পজিশন রয়েছে তারা এন্ট্রি ক্লোজ করে বের হয়ে যেতে পারেন।
- যারা এখন পর্যন্ত নতুন কোনও এন্ট্রি গ্রহন করেন নি, তারা চ্যানেল এর রেঞ্জ ব্রেকআউট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ, ক্যান্ডেল যদি 1.2600 এর নিচে ক্লোজ হয়ে থাকে তাহলে পসিবল SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
- সহজ অর্থে, ক্যান্ডেল যদি 1.2600 নিচে = SELL এবং ক্যান্ডেল যদি 1.2700 উপরে ক্লোজ হয় তাহলে = BUY ।
বিঃদ্রঃ
ব্রিটিশ অর্থনীতি যেখানে ব্রেক্সিট চুক্তির জন্য অপেক্ষা করছে ঠিক সেই সময়ে প্রশ্ন উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মে এর মন্ত্রিত্ব নিয়ে। যারা ফলাফল হিসাবে গতকাল কনজারবেটিভ ক্যাবিনেট মন্ত্রীরা, প্রধানমন্ত্রীর পক্ষে কিংবা বিপক্ষে “কনফিডেন্স ভোট” প্রদান করে যার ফলাফল হিসাবে ২০০ ক্যাবিনেট মন্ত্রীর ভোট এর মাধ্যমে থেরেসা মে আবারও প্রধানমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব বুঝে পান।
ইতিমধ্যেই, পূর্ব প্রকাশিত সময় অনুযায়ী House Of Commons এ ব্রেক্সিট চুক্তির সিদ্ধান্ত এর সময় পিছানো হয় এবং ঠিক কবে নাগাদ এই সিদ্ধান্ত গ্রহন করা হবে সে বিষয়ে পরিষ্কার কোনও তথ্য পাওয়া যায় নি ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর উত্থাপিত চুক্তি সমর্থনের ভোটাভুটি প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে এবং ঠিক কবে এই ভোট অনুষ্ঠিত হতে পারে সে সম্পর্কেও কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে The Guardian এর বরাত দিয়ে জানা যায়, এই নির্বাচন হতে পারে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে।
ইতিমধ্যেই, থেরেসা মে – জার্মান চ্যান্সেলর এঞ্জেলো মার্কেল এর সাথে পুনরায় ব্রেক্সিট চুক্তি নিয়ে আলোচনা করার অনুরধ করলে, ইউ এর পক্ষ থেকে ভিন্ন কোনও চুক্তি নির্ধারন কিংবা আলোচনা করতে অস্বীকৃতি জানানো হয়।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
Thanks
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।