fxbangladesh.com – গত বেশ কয়েক দিন ধরে ছোট টাইমফ্রেমে GBP/USD কারেন্সি পেয়ার একটি আপট্রেন্ড এর মধ্যে অবস্থান করছিল এবং সর্বশেষ চার্ট অনুযায়ী প্রাইস এই চ্যানেল ব্রেক করে বর্তমানে ডাউনট্রেন্ড এর দিকে অবস্থান করছে। শর্টটার্ম ট্রেন্ড এখন পর্যন্ত ডাউন কিংবা নিম্নমুখী/ আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, কারেন্সি পেয়ার এখন পর্যন্ত ক্রমশ নিচের দিকে নামছে যার সম্ভাব্য টার্গেট হচ্ছে , 1.3086 এর কাছাকাছি।
নিচের H4 এর চার্টটি একটু ভাল করে লক্ষ্য করুন –
উপরোক্ত চার্টে –
নীল লাইন = আপ চ্যানেল
সবুজ লাইন = পসিবল প্রফিট টার্গেট = SELL, 1.3078
লাল লাইন = স্টপলস লেভেল
H4 টাইমফ্রেম অনুযায়ী, কারেন্সি পেয়ার বিদ্যমান এই আপ চ্যানেল ব্রেক করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে নিচের দিকে অবস্থান করছে।এমতাবস্থায়, কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। যারা নতুন করে কোনও SELL এন্ট্রি গ্রহন করতে চান কিংবা করছেন তারা এন্ট্রি ধরে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে যেখানে আমাদের পসিবল প্রফিট টার্গেট হচ্ছে, 1.3076 এর কছাকাছি। তবে সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে স্টপলস এর অর্ডার ব্যবহার বাধ্যতামূলক।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেমে, যাদের BUY এন্ট্রি রয়েছে, অনুগ্রহ করে এন্ট্রি ক্লোজ করে বের হয়ে যাওয়া উত্তম;
- H4 টাইমফ্রেমে, যাদের বিদ্যমান এন্ট্রি রয়েছে তারা পসিবল প্রফিট টার্গেট পর্যন্ত এন্ট্রি ধরে রাখা উচিৎ;
- যারা এখন পর্যন্ত নতুন করে এন্ট্রি নিতে চান, তারা চাইলে এখনই একটি SELL এন্ট্রি গ্রহন করতে পারেন তবে সেক্ষেত্রে স্টপলস পজিশন হবে 1.3250 এর উপরে।
ব্রেক্সিট সতর্কতা-
অন্যদিকে আগামি মার্চ ২৯ এর মধ্যেই, ব্রিটেনকে Article 50 এর শর্ত অনুযায়ী ব্রেক্সিট প্রক্রিয়া বাতিল করতে হবে নতুবা সম্পর্ক বাতিল এর এই প্রক্রিয়া অনেকাংশে জটিল হয়ে যাবে। অন্যদিকে, জার্মান চ্যান্সেলর এঞ্জেলো মার্কেল ইতিমধ্যেই ব্রেক্সিট চুক্তি নিয়ে ভিন্ন কোনও ধরনের আলোচনা না করার সিদ্ধান্ত জানিয়েছেন।
এদিকে রয়টার্স এর বরাত দিয়ে জানা যায়, আগামী মার্চ এর ১২ তারিখ এর মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এর প্রস্তাবিত বিল এর উপরে আবারও হাউস অফ কমন্স এর সদস্যদের ভোটাভোটি অনুষ্ঠিত হবে। যার উপর নির্ভর করছে ইউরোপিয়ান ইউনিয়ন এর সাথে ব্রিটেন এর বিদ্যমান সম্পর্কের ভবিষ্যৎ। এই বিষয়গুলোর প্রভাব, আমরা সরাসরি ফরেক্স ট্রেডে দেখতে পাবো। আসছে কয়েকদিন GBP এবং EUR পেয়ারের অস্বাভাবিক মুভমেন্ট এর জন্য তৈরি থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।