FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই মেজর কারেন্সি পেয়ার GBP/USD এর কিছুটা নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যায়। প্রাইস এর এই নিম্নমুখী আচরন এর মুল কারন ছিল এই বছরের শুরুতে সংগঠিত হওয়া ব্রেক্সিট চুক্তির বাস্তবায়ন। বিগত জানুয়ারি মাসে, ব্রিটেন সম্পূর্ণরূপে ব্রেক্সিট চুক্তির বাস্তবায়ন সম্পন্ন করে যার মাধ্যমে ইতি টানে বিগত ৪ যুগের সম্পর্কের।
এই বছরের জানুয়ারি মাসে, কারেন্সি পেয়ারটির সর্বাধিক প্রাইস লেভেল ছিল, 1.3276 এবং এর পর থেকে এখন পর্যন্ত কারেন্সি পেয়ারটির নিম্নমুখী প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে। যার মধ্যে বিগত মাস অর্থাৎ মার্চ এর শুরুতে থেকে মধ্য মার্চ পর্যন্ত একসাথে প্রায় সবচেয়ে বড় আকারের দরপতন এর শিকার হয় যা বিগত ১৮ বছরের মধ্যে কারেন্সি পেয়ারটির একসাথে সবচেয়ে বড় আকারের দরপতন। চলুন একটু চার্টে থেকে ঘুরে আসি –
উপরের Daily টাইমফ্রেম এর চার্টে কারেন্সি পেয়ারটি একটি লংটার্ম রেসিস্টেন্স লেভেল এর কাছেই অবস্থান করছে। সুতরাং, এই লেভেলটি খুবই গুরুত্বপূর্ণ কেননা এই লেভেলটি থেকে প্রাইস অনেকবার বাউন্স করে নিচে ফিরে এসেছে। তবে আরও কিছুটা পরিমাণ প্রাইস উপরের দিকে যেতে পারে। বিদ্যমান রেসিস্টেন্স লেভেল এর রেঞ্জ হচ্ছে 1.3400-3430 পর্যন্ত। সুতরাং, এই লেভেল এর কাছাকাছি এসে নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
অন্যদিকে, চার্টে আমরা একটি বেয়ারিশ ডাইভারজেন্স লক্ষ্য করছি। এটি আমরা খুঁজে পেয়েছি জনপ্রিয় ইন্ডিকেটর RSI ব্যবহার করে। এটিও একটি পসিবল সেল সিগন্যাল প্রদান করে এবং এটিও ইঙ্গিত দিচ্ছে প্রাইস এর নিচে নেমে আসার।
এমতাবস্থায় নতুন করে কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি। তবে যারা বড় আকারের স্টপলস রাখার ক্ষমতা রাখেন তারা চাইলে নতুন এন্ট্রি হিসাবে SELL গ্রহন করতে পারেন। যেটির প্রথম টার্গেট হতে পারে 1.2900 এর কাছাকাছি।
ট্রেডিং পরামর্শ –
- Daily টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- এই মুহূর্তে কোনও BUYএন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। যাদের BUY এন্ট্রি রয়েছে সেটির প্রফিট ক্লোজ করে ফেলার পরামর্শ থাকছে।
- নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে। যদি আপনি বড় আকারের স্টপলস রাখার ক্ষমতা রাখেন।
- সেল এন্ট্রির জন্য পসিবল স্টপলস লেভেল হবে 1.3470 এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।
Covid19 সতর্কতা
ইতিমধ্যেই বিশ্বের প্রায় ১৯৬টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।