fxbangladesh.com – গত বেশ কয়েক দিন ধরে বড় টাইমফ্রেমে GBP/USD কারেন্সি পেয়ারটি নিম্নমুখী প্রভাব ধরে রেখেছিল এবং বর্তমানে কারেন্সি পেয়ারটি নিচের দিকেই অবস্থান করছে।বর্তমানে প্রাইস, বিগত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান 1.2606 স্পর্শ করে সর্বশেষ ট্রেডিং দিবস (শুক্রবার) কিছুটা উপরের দিকে থেকে শেষ হয়। এবার চলুন চার্ট এর দিকে একটু লক্ষ্য করা যাক –
উপরের চার্টটি Daily টাইমফ্রেম এর বর্তমান অবস্থান। চার্ট এর দিকে একটু ভাল করে লক্ষ্য করুন, প্রাইস সর্বশেষ 1.2606 এর স্পর্শ করে পুনরায় উপরের দিকে থাকার চেষ্টা করছে। বিষয়টি স্বাভাবিক কেননা, ইতিমধ্যেই RSI ইন্ডিকেটর তার oversold জোন এর মধ্যে রয়ছে যেখানে ধরে নেয়া যেতে পারে, প্রাইস এখান থেকে আরও কিছুটা উপরের দিকে যাওয়া স্বাভাবিক।
আমাদের পরামর্শ অনুযায়ী, প্রাইস এর পরবর্তী অবস্থান হতে পারে 1.2850-1.2900 এর কাছাকাছি। যদি প্রাইস, এই লেভেলে অবস্থান করতে সক্ষম হয় তাহলে পরবর্তী গন্তব্য হতে পারে এই বছরের সর্বনিম্ন লো লেভেল 1.2381 এর কাছাকাছি।
ট্রেডিং পরামর্শ –
- এনালাইসিস এর মেয়াদ এক সপ্তাহ।
- বিদ্যমান কোনও SELL এন্ট্রি থাকলে, ক্লোজ করে ফেলাই হচ্ছে আদর্শ।
- BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। যেখানে পসিবল প্রফিট টার্গেট লেভেল হতে পারে 1.2850-2900 এর কাছাকাছি।
- নতুন করে SELL এন্ট্রি গ্রহন না করার পরামর্শ প্রদান করছি।
- বাই এন্ট্রির জন্য পসিবল স্টপলস পজিশন হচ্ছে 1.2600 এর নিচে ক্যান্ডেল এর অবস্থান এবং ক্লোজ।
ব্রেক্সিট সতর্কতা-
চলমান ব্রেক্সিট প্রক্রিয়ায়, ব্রিটেনকে Article 50 এর শর্ত অনুযায়ী ব্রেক্সিট প্রক্রিয়া বিগত মার্চ ৩০, ২০১৯ এর মধ্যে বাস্তবায়ন করার কথা থাকলেও এখন পর্যন্ত এই বিষয়ে তেমন কোনও বিশেষ সিদ্ধান্ত আসে নি। ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে, ইউ নেতাদের কাছ থেকে সম্পর্ক বাতিল এর সময়কে আরও একটু বৃদ্ধি করার অনুরধের প্রেক্ষিতে ইউ, ব্রিটেনকে মে ১২, ২০১৯ এর মধ্যে চুক্তি বাস্তবায়নের নতুন সময়সীমা বেধে দেয়। সুতরাং, ব্রেক্সিট ইস্যুতে এখনও পর্যন্ত কোনও ধরনের সমঝোতা কিংবা চুক্তি বাস্তবায়িত হয় নি। তবে ইউরোপিয়ান ইউনিয়ান ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ব্রিটেনকে আগামী অক্টোবর পর্যন্ত নতুন সময় বেধে দিয়েছে। যার ফলে, এই সময়ের মধেই ব্রিটেনকে ব্রেক্সিট প্রক্রিয়া বাস্তবায়নের সকল কার্যক্রম শেষ করতে হবে। ইউ নতুন করে আর কোনও ধরনের সময় প্রদান করবে না।
এদিকে রয়টার্স এর বরাত দিয়ে জানা যায়, আগামী মে মাসের শেষের দিকে ইউরোপিয়ান ইউনিয়ন এর নির্বাচন হবার কথা রয়েছে। এই বিষয়গুলোর প্রভাব, আমরা সরাসরি ফরেক্স ট্রেডে দেখতে পাবো। আসছে কয়েকদিন GBP এবং EUR পেয়ারের অস্বাভাবিক মুভমেন্ট এর জন্য তৈরি থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে। ব্রেক্সিট সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য অনুগ্রহ করে আমাদের বিশেষ আর্টিকেল “ব্রেক্সিট এর আদ্যোপান্ত” ভালো করে পড়ে নিন।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।