Gold prices move higher

0
267

Bangla Forex News- শুক্রবার, মূল্যবান ধাতু হিসাবে পরিচিত গোল্ড তার প্রাইসের ঊর্ধ্বমুখী আচরন ধরে রেখেছে কিন্তু প্রাইসের পরবর্তী ঊর্ধ্বমুখী আচরন এর সম্ভাবনা কিছুটা কম কারন এদিকে সর্বশেষ Federal Reserve’s meeting এর পর থেকে Dollar Index তার নিম্নমুখী প্রবণতা থেকে বের হয়ে আসা শুরু করেছে।

Comex division of the New York Mercantile Exchange, gold futures এর জুন মাসের চুক্তি প্রায়  0.43% বেড়ে রয়েছে $1,261.83। জুন মাসের ছুক্তি গত বৃহস্পতিবার সেশনে 0.26% বেড়ে প্রতি ট্রয়-আউন্স এর প্রাইস হয় $1,256.40।

gold futures এর সর্বশেষ সাপোর্ট ছিল $1,247.60 যা May 24 এর মধ্যে সবচেয়ে কম এবং রেসিস্টেন্স ছিল $1,263.80 যা May 23 এর মধ্যে সর্বোচ্চ ছিল।

এদিকে U.S. dollar index, বৃহস্পতিবারের প্রকাশিত U.S. initial jobless claims এর পজিটিভ মানের কারনে কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রধান প্রদাহ্ন কারেন্সির বিপরীতে এই ইনডেক্স প্রায় 0.09% বেড়ে রয়েছে 97.24।

সবসময় মনে রাখবেন, শক্তিশালী U.S. dollar সবসময়ই গোল্ডের প্রাইসের জন্য খারাপ।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here