Gold টেকনিক্যাল এনালাইসিস ডিসেম্বর – ৬

0
106
Gold Technical Analysis - December 6, 2018
Gold Technical Analysis - December 6, 2018

fxbangladesh.com – ইতিমধ্যে GOLD আমাদের পূর্বের ট্রেডিং এনালাইসিস অনুযায়ী শর্টটাইম ট্রেন্ড পরিবর্তন করে বর্তমানে বাই/Buy ট্রেন্ডে রয়েছে। আগের এনালাইসিস এর মধ্যে আমরা জানিয়েছিলাম, “যদি গোল্ড গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল $1224 ব্রেক করতে পারে তাহলে বিদ্যমান সেল/SELL ট্রেন্ড পরিবর্তিত হবার সম্ভাবনা থাকবে”। নিচে প্রদত্ত H4 টাইমফ্রেম এর চার্টটি একটু ভালো করে লক্ষ্য করুন –

GOLD Technical Analysis December 5,2018 - Price has bounced from Important Resistance Line $1240 in H4 Time Frame

চার্ট এর প্রদত্ত –

নীল লাইন = গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল = $1240-$1243

লাল লাইন = গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল = $1220

সবুজ লাইন = শর্টটার্ম ট্রেন্ডলাইন = $1220 – $1240

হলুদ লাইন = ব্রেকআউট টার্গেট = $1260 এর কাছাকাছি।

H4 টাইমফ্রেম অনুযায়ী গোল্ড প্রাইস বর্তমানে শর্টটার্ম ট্রেন্ডলাইন এর ঠিক উপরেই অবস্থান করছে এবং ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল $1240 কে স্পর্শও করে ফেলেছে কিন্তু এই লেভেলকে ব্রেক করতে সক্ষম হয় নি। যদি প্রাইস, কোনভাবে এই রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে সক্ষম হয় তাহলে, প্রাইসের পরবর্তী টার্গেট হচ্ছে $1260 এর কাছাকাছি। যারা বাউন্স ট্রেডিং করে থাকেন, তারা চাইলে- রেসিস্টেন্স লেভেল এর কাছাকাছি SELL এবং সাপোর্ট লেভেল এর কাছাকাছি BUY এন্ট্রি গ্রহন করতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে স্টপ লস এর ব্যবহার বাঞ্ছনীয়। কেননা এই লেভেল দুইটির ব্রেকআউট এর রেঞ্জ বড় হবার সম্ভাবনা সবথেকে বেশী।

এবার চলুন বড় টাইমফ্রেমে গোল্ড এর অবস্থান সম্পর্কে একটি ধারণা নেয়া যাক।

আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী,”যদি Gold, বড় টাইমফ্রেমে D1 চার্টে প্রাইস $1240 রেসিস্টেন্স লেভেলকে ভাঙতে সক্ষম না হয় তাহলে প্রাইসের বড় আকারে Sell Pressure তৈরি হতে পারে। এই রেসিস্টেন্স লেভেল খুবই গুরুত্বপূর্ণ কারণ, সর্বশেষ গোল্ড এর ডাউনট্রেন্ড লেভেল $1365 (April,11-2018) এখন পর্যন্ত বিদ্যমান। অর্থাৎ, Gold এর মূল ট্রেন্ড এখন পর্যন্ত SELL । গোল্ড যদি তার বিদ্যমান এই ডাউনট্রেন্ডকে পরিবর্তিত করতে হয় তাহলে অবশ্যই $1240 এর শক্তিশালি রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে হবে। কারণ এই লেভেলেই রয়েছে Fib 61.8% রিট্রেসমেন্ট লেভেল। নিচের চার্টটি একটু ভাল করে লক্ষ্য করুন-

GOLD Technical Analysis December 6,2018 - Price is in the Ascending Channel according to Daily Timeframe

উপরোক্ত চার্টে –

প্রাইস বর্তমানে একটি Ascending Channel এর মধ্যে অবস্থান করছে যার রেঞ্জ হচ্ছে $1220 থেকে $1260 পর্যন্ত। অমতাবস্থায়, এই প্রাইসদ্বয় এর মধ্যবর্তী কোন স্থানে কোন ধরনের এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন এবং প্রাইসের আপ কিংবা ডাউন চ্যানেল এর যেকোনো স্থানে আসা পর্যন্ত অপেক্ষা করুন। অর্থাৎ, আপ চ্যানেল এর কাছাকাছি SELL এবং ডাউন চ্যানেল এর কাছাকাছি BUY এন্ট্রি গ্রহন করতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে স্টপ লস এর ব্যবহার বাঞ্ছনীয়।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম অনুযায়ী শুধুমাত্র BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। তবে অবশ্যই প্রাসের রিট্রেস নেয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
  • যদি H4 টাইমফ্রেমে প্রাইস, গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল ব্রেক করতে সক্ষম হয় তাহলে ব্রেকআউট এন্ট্রি নেয়া যেতে পারে।
  • এখনই নতুন করে কোন SELL এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি। আমাদের পসিবল সেল জোন হচ্ছে $1260 এর কাছাকাছি।
  • $1222-$1226 এর কাছাকাছি যেকোনো ধরনের BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে সেখত্রে অবশ্যই স্টপলস ব্যবহার করার পরামর্শ থাকবে প্রাইস লেবেল $1220 এর নিচে।

ঝুঁকি সতর্কতা –

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here