Gold টেকনিক্যাল এনালাইসিস জুন ১০

0
86
GOLD Technical Analysis For 10 June, 2019

FXBangladesh.com – গত বেশ কিছুদিন ধরে GOLD একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে। যেখানে আমরা দুই ধরনের প্রাইস এর নির্দেশনা দেখতে পাচ্ছি। একদিক থেকে এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রাইস, ক্রমশ লোয়ার লো (lower Low) তৈরি করে চলেছে যা আমাদের একটি স্পষ্ট নিম্নমুখী ট্রেন্ডলাইন এর নির্দেশ করে থাকে। অর্থাৎ, আমরা বুঝতে পারি, প্রাইস বর্তমানে একটি ডাউনট্রেন্ড এর মধ্যে বিদ্যমান। অন্যদিকে, বিগত বছরের আগস্ট, ২০১৮ থেকে শুরু হওয়া গোল্ড এর এই মার্কেট ট্রেন্ড এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী অবস্থানেই রয়েছে। অর্থাৎ, এই ট্রেন্ড অনুযায়ী আমারা ধরে নিতেই পারি, GOLD এর বর্তমান অবস্থা এখন ঊর্ধ্বমুখী। সর্বশেষ এনালাইসিসে আমরা বলেছিলাম, যদি প্রাইস গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল 1300 ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান ঊর্ধ্বমুখী ট্রেন্ড আরওবেশী পরিমাণ শক্তিশালী হবে। এখন চলুন বড় টাইমফ্রেম এর চার্টে প্রাইসের সম্ভাব্য অবস্থান দেখে নেয়া যাক-

GOLD Technical Analysis For 10 June, 2019 - Price has Started Bounce From Important Resistance Level According to Daily Time frame

Daily টাইমফ্রেম এর চার্ট অনুযায়ী, প্রাইস বর্তমানে- আমাদের পূর্বে প্রকাশিত এনালাইসিস অনুযায়ী, গুরুত্বপূর্ণ লংটার্ম রেসিস্টেন্স লেভেল থেকে ইতিমধ্যেই বাউন্স করে নিচে নাম শুরু করেছে। আশা করছি, যাদের BUY এন্ট্রি ছিল তারা ইতিমধ্যেই এন্ট্রি ক্লোজ করে ফেলেছেন এবং নতুন করে SELL এন্ট্রিও গ্রহন করেছেন। গোল্ড এর বাউন্স এর গন্তব্যস্থল হচ্ছে 1280 এর কাছাকাছি যেখানে রয়েছে চার্টে বিদ্যমান গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল। লংটাইমফ্রেমে যদি কোনওভাবে গোল্ড এই সাপোর্ট লেভেলকে ব্রেক করতে সক্ষম হয় তাহলে ধরে নিতে পারি গোল্ড এর অবস্থান হত পারে 1200 কিংবা এরও নিচে।

মনে রাখবেন, যদি প্রাইস এই গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেলকে ব্রেকআউট করতে সক্ষম হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি, প্রাইস এর পরবর্তী গন্তব্য হছে 1400 কিংবা তারও অনেকবেশী। এমতাবস্থায়, এখনই কোনও ধরনের বাই এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন এবং প্রাইস এর বাউন্স করা পর্যন্ত অপেক্ষা করাই হবে উত্তম।

ট্রেডিং পরামর্শ –

  • শুধুমাত্র Day টাইমফ্রেম এর উপর ভিত্তি করে এই এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • প্রাইস যদি কোনওভাবে 1350 এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং অবস্থান করতে সক্ষম হয় তাহলেই বাই এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
  • নতুন করে কোনও SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই স্টপলস ব্যবহার করা বাধ্যতামূলক।
  • নতুন সেল এন্ট্রির জন্য পসিবল স্টপলস লেভেল হচ্ছে, 1350 এর উপরে Day ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


নতুন সেবা: কমিউনিটি পোর্টাল

ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি


 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook এবং Android App থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here