Gold টেকনিক্যাল এনালাইসিস অক্টোবর ১৬

0
124

FXBangladesh.com – এই বছরের শুরু থেকেই চিন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যকার বাণিজ্যিক বিভিন্ন ধরনের ঝামেলা, GOLD এর উপর খুব বেশী পরিমাণ প্রভাব ফেলছে যার ফলে এখন পর্যন্ত চার্টে এই মূল্যবান ধাতু এর মুভমেন্ট খুবই বেশী। যার ফলে ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে আকাশ ছোঁয়া। যার মধ্যে জুন মাস থেকে আগস্ট পর্যন্ত এই দুই মাসেই এর মূল্য বৃদ্ধি পেয়েছে প্রায় $250 যা বিগত ৬ বছরের রেকর্ড ব্রেক করেছে। এখন প্রশ্ন হচ্ছে কেন? সর্বশেষ, প্রযুক্তি প্রতিষ্ঠান Huawei এর সাথে আমেরিকান অন্যান্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান গুলোর মধ্যকার বিরোধ এর কারনে, চিন এবং যুক্তরাষ্ট্র এর মধ্যকার বাণিজ্যিক যুদ্ধ ক্রমশই প্রযুক্তির যুদ্ধে রূপান্তরিত হচ্ছে। যার ফলশ্রুতিতে ইতিমধ্যেই চীনা বাজারে অ্যাপেল পণ্য এর সেবা নিয়েও প্রশ্ন উঠেছে। এছারাও দুই দেশের মধ্যে বিদ্যমান পাল্টাপাল্টি শুল্ক আরোপ এই ব্যানিজিক যুদ্ধকে রূপান্তরিত করছে বৈশ্বিক যুদ্ধে যার প্রভাব ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে লক্ষ্য করা যাচ্ছে। যার ফলশ্রুতিতে বিশ্ববাজারে Safe Heaven হিসাবে পরিচিত Gold এর বাজার হয়ে উঠেছে অস্থির। অন্যদিকে, ব্রেক্সিট ইস্যুতে, ইউ এবং ব্রিটেন এর মধ্যকার টানাপড়েন স্বর্ণের দামে যুক্ত করেছে নতুন মাত্রা। যার প্রভাবে, বিনিয়োগকারীরা ক্রমশ ঝুঁকছেন নির্ভরশীল GOLD এর দিকে কেননা এই ধরনের কোনও রাজনৈতিক উত্তেজনার কারনে সবচেয়ে বেশী পরিমাণ শক্তিশালী হয় এটি। এছারাও, সর্বশেষ কয়েক দশকের মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক গুলোর গোল্ড এর রিজার্ভ করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার কারনে আন্তর্জাতিক এর স্বর্ণ এর মূল্য বৃদ্ধি পেয়েছে অনেকবেশী। এখন চলুন বড় টাইমফ্রেম এর চার্টে প্রাইসের সম্ভাব্য অবস্থান দেখে নেয়া যাক –

GOLD Technical Analysis for 16 October, 2019 - Price is forming a Symmetrical Triangle Chart Pattern According to Daily Time Frame

Daily টাইমফ্রেম এর চার্ট অনুযায়ী, প্রাইস বর্তমানে- একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বিদ্যমান। একটু স্পষ্ট করে যদি লক্ষ করি তাহলে দেখতে পারবো, প্রাইস ক্রমশ লোয়ার হাই এবং হাইয়ার লো তৈরি করছে যা একটি চার্ট প্যাটার্ন এর নির্দেশক হিসাবে কাজ করে। এই চার্ট প্যাটার্ন হচ্ছে Symmetrical Chart Pattern । সুতরাং, আমরা খুব সম্ভবত একটি ভালো এন্ট্রি পজিশন পেতে পারি। এখন অপেক্ষা করতে হবে প্রাইস এর পরবর্তী মুভমেন্ট পর্যন্ত।

যারা নতুন করে এন্ট্রি গ্রহন করতে চান, তাদের জন্য পরামর্শ হচ্ছে অনুগ্রহ করে প্রাইস এর পরবর্তী মুভমেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখনই নতুন করে এন্ট্রি গ্রহন করার সময় আসেনি। চার্ট প্যাটার্ন এর সুত্র অনুযায়ী, প্রাইস যেদিকে ব্রেকআউট করবে আমাদের এন্ট্রিও হবে ঠিক সেদিকেই। যারা সেল এন্ট্রি গ্রহন করতে আগ্রহী তারা, অনুগ্রহ করে এই চার্ট প্যাটার্ন এর সাপোর্ট লেভেল 1470 ব্রেক করা পর্যন্ত অপেক্ষা করুন। যদি প্রাইস কোনওভাবে এই লেভেল ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলেই কেবল নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে। অন্যদিকে, যারা বাই এন্ট্রির জন্য আগ্রহী, তাদের জন্য পসিবল ব্রেকআউট লেভেল হচ্ছে প্যাটার্ন এর রেসিস্টেন্স লেভেল অর্থাৎ, 1520 এর উপরে ক্যান্ডেল এর ক্লোজ এবং এর অবস্থান।

ট্রেডিং পরামর্শ –

  • শুধুমাত্র Day টাইমফ্রেম এর উপর ভিত্তি করে এই এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • নতুন করে BUY/SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • নতুন করে BUY এন্ট্রির জন্য, ব্রেকআউট লেভেল হচ্ছে 1520 এর উপরে ক্যান্ডেল এর ক্লোজ এবং এর অবস্থান। এবং পসিবল প্রফিট টার্গেট লেভেল হচ্ছে 1625 এর কাছাকাছি।
  • নতুন করে SELL এন্ট্রির জন্য, ব্রেকআউট লেভেল হচ্ছে 1470 এর নিচে ক্যান্ডেল এর ক্লোজ এবং এর অবস্থান। এবং পসিবল প্রফিট টার্গেট লেভেল হচ্ছে 130 এর কাছাকাছি।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here