Gold টেকনিক্যাল এনালাইসিস মার্চ – ২০

2
144
GOLD Technical Analysis For March 20, 2019

fxbangladesh.com – ইতিমধ্যে GOLD বেশকিছুদিন ধরে গোল্ড তার প্রাইসের ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রেখেছিল এবং ২০১৯ এর মধ্যে প্রাইসের সবচেয়ে বেশী ভ্যালু ছিল 1348.50 । বিদ্যমান এই ট্রেন্ড শুরু হয়, গত বছরের নভেম্বর থেকে। অর্থাৎ, বিগত প্রায় ৪ মাস ধরে এটি সম্পূর্ণরূপে বাইট্রেন্ড এর মধ্যে রয়েছিল।

নিচে প্রদত্ত H4 টাইমফ্রেম এর চার্টটি একটু ভালো করে লক্ষ্য করুন –

GOLD Technical Analysis For March 20, 2019 - Price is Just above the Ascending Trendline. Breaking it to start Possible SELL Pressure According to H4 Time Frame

চার্ট এর প্রদত্ত –

H4 টাইমফ্রেম অনুযায়ী গোল্ড, বিদ্যমান একটি Ascending ট্রেন্ডলাইন এর ঠিক উপরেই অবস্থান করছে। যার কারনে এখন পর্যন্ত বিদ্যমান ট্রেন্ড BUY । তবে যতদিন পর্যন্ত প্রাইস গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল 1315 এর নিচে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত প্রাইসের আরও উপরের যাওয়ার সম্ভাবনা অনেক কম। যাদের এই মুহূর্তে কোনও ধরনের BUY এন্ট্রি রয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রাইস এই ট্রেন্ডলাইন ব্রেকআউট করতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত বাই এন্ট্রি ধরে রাখতে পারেন। যদি H4 টাইমফ্রেম এর কোনও ক্যান্ডেল $1300 এর নিচে ক্লোজ এবং অবস্থান করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান যেকোনো ধরনের BUY এন্ট্রি ক্লোজ করে ফেলাই উত্তম।

এখন চলুন একটি বড় টাইমফ্রেম এর চার্টে প্রাইসের সম্ভাব্য অবস্থান দেখে নেয়া যাক-

GOLD Technical Analysis For March 20, 2019 - Price holds Fibonacci 61% Retracement Level According to Daily Time Frame

Daily টাইমফ্রেম এর চার্ট অনুযায়ী, GOLD এখন পর্যন্ত ডাউনট্রেন্ড ধরে রয়েছে যেখানে এই বছরের মধ্যে প্রাইসের সবচেয়ে বেশী প্রাইস ছিল, 1348.50 এবং এই বছর সবচেয়ে কম প্রাইস ছিল 1281.31 । এরপর প্রাইস পুনরায় আবারও উপরের দিকে উঠে আসে যার ফলে আমরা Fibonacci টুল ব্যবহার করে প্রাইসের পসিবল রিট্রেসমেন্ট লেভেলগুলো বের করে নিতে পারি। বড় টাইমফ্রেম অনুযায়ী প্রাইস এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল 1306 এর নিচেই অবস্থান করছে। যার পসিবল ডাউনট্রেন্ড এর নির্দেশক হিসাবে কাজ করে। যদি কোনও কারনে প্রাইস, এই লেভেল এর উপরে যেয়ে ক্যান্ডেল ক্লোজ এবং অবস্থান করতে সক্ষম হয় তাহলে বিদ্যমান এই সেলট্রেন্ড পরিবর্তিত হয়ে বাইট্রেন্ড শুরু হবার সম্ভাবনা খুব বেশী থাকবে।

ট্রেডিং পরামর্শ –

  • H4 টাইমফ্রেম অনুযায়ী, এখনই নতুন করে কোন BUY কিংবা SELL এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি।
  • H4 টাইমফ্রেম অনুযায়ী, নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই বিদ্যমান ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন ব্রেকআউট হতে হবে। অর্থাৎ প্রাইস লেভেল 1300 ।
  • D টাইমফ্রেম অনুযায়ী, যদি প্রাইস কোনওভাবে 1300 লেভেল এর নিচে অবস্থান করতে সক্ষম হয় তাহলে নতুন করে সেল এন্ট্রি নেয়া যেতে পারে যেখানে পসিবল প্রফিট টার্গেট হচ্ছে 1240 এর কাছাকাছি। অন্যদিকে, যদি কোনোভাবে প্রাইস 1311 এর উপরে ক্লোজ হতে পারে তাহলে বিদ্যমান বিদ্যমান এই এনালাইসিস বাতিল বলে গণ্য হবে।

নিউজ সতর্কতাঃ

আজরাত বাংলাদেশ সময় রাত ১২ঃ০০ এর সময়, ফেডারেল রিজার্ভ সিস্টেম পরবর্তী সময় এর জন্য নতুন ইন্টারেস্ট রেট এর তথ্য প্রদান করবেন এবং রাত ১২ঃ৩০ মিনিট এর সময় এই সম্পর্কিত একটি ব্রিফিং করবেন। এমতাবস্থায়, গুরুত্বপূর্ণ এই নিউজ এর কারনে সকল USD পেয়ার এবং GOLD এর অস্বাভাবিক মুভমেন্ট থাকতে পারে। যারা এই সময় নতুন করে ট্রেড নিতে চান কিংবা বিদ্যমান ট্রেড ধরে রাখতে চান তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরধ করা হচ্ছে।


নতুন সেবা: কমিউনিটি পোর্টাল

ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি


ঝুঁকি সতর্কতা –

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here