fxbangladesh.com – ইতিমধ্যে GOLD আমাদের পূর্বের ট্রেডিং এনালাইসিস অনুযায়ী শর্টটাইম ট্রেন্ড পরিবর্তন করে বর্তমানে বাই/Buy ট্রেন্ডে রয়েছে। আগের এনালাইসিস এর মধ্যে আমরা জানিয়েছিলাম, “যদি গোল্ড গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেল $1224 ব্রেক করতে পারে তাহলে বিদ্যমান সেল/SELL ট্রেন্ড পরিবর্তিত হবার সম্ভাবনা থাকবে”। গতসপ্তাহে, গোল্ড বিগত ৫ মাসের মধ্যে সবচেয়ে বেশী প্রাইস স্পর্শ করেছে $1250 ।
নিচে প্রদত্ত H4 টাইমফ্রেম এর চার্টটি একটু ভালো করে লক্ষ্য করুন –
চার্ট এর প্রদত্ত –
H4 টাইমফ্রেম অনুযায়ী গোল্ড প্রাইস ইতিমধ্যে একটি Ascending Channel এর মধ্যে অবস্থান করছে এবং প্রাইস ইতিমধ্যেই আপ চ্যানেল লাইন স্পর্শ করে বর্তমানে নিচের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। চ্যানেল এর শর্ত অনুযায়ী, আপ চ্যানেল এর কাছাকাছি আসলে SELL এন্ট্রি এবং ডাউন চ্যানেল এর কাছাকাছি আসলে BUY এন্ট্রি গ্রহন করতে পারি।
বিদ্যমান চার্ট অনুযায়ী, বর্তমানে চাইলে একটি SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে যার প্রথম টার্গেট হচ্ছে উপরের চার্টে প্রদত্ত কাল রঙের লাইন অর্থাৎ, $1230-$1232 এর কাছাকাছি। তবে এখানে মনে রাখা প্রয়োজন, যদি প্রাইস এই মধ্যবর্তী লাইনকে ব্রেক করতে সক্ষম হয় তাহলে আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে চ্যানেল এর নিচের লাইন অর্থাৎ ডাউন চ্যানেল = $1220 এর কাছাকাছি।
এবার চলুন বড় টাইমফ্রেমে গোল্ড এর অবস্থান সম্পর্কে একটি ধারণা নেয়া যাক।
উপরোক্ত চার্টে –
প্রাইস বর্তমানে একটি Ascending Channel এর মধ্যে অবস্থান করছে যার রেঞ্জ হচ্ছে $1220 থেকে $1260 পর্যন্ত। অমতাবস্থায়, এই প্রাইসদ্বয় এর মধ্যবর্তী কোন স্থানে কোন ধরনের এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন এবং প্রাইসের আপ কিংবা ডাউন চ্যানেল এর যেকোনো স্থানে আসা পর্যন্ত অপেক্ষা করুন। অর্থাৎ, আপ চ্যানেল এর কাছাকাছি SELL এবং ডাউন চ্যানেল এর কাছাকাছি BUY এন্ট্রি গ্রহন করতে পারেন। তবে অবশ্যই এক্ষেত্রে স্টপ লস এর ব্যবহার বাঞ্ছনীয়।
ট্রেডিং পরামর্শ –
- এখনই নতুন করে কোন BUY এন্ট্রি গ্রহন না করার পরামর্শ দিচ্ছি।
- SELL এন্ট্রির প্রথম টার্গেট হচ্ছে $1232-$1230 এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে $1220-$1222 এর কাছাকাছি।
- $1222-$1226 এর কাছাকাছি যেকোনো ধরনের BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে তবে সেখত্রে অবশ্যই স্টপলস ব্যবহার করার পরামর্শ থাকবে প্রাইস লেবেল $1220 এর নিচে।
ঝুঁকি সতর্কতা –
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।