FXBangladesh.com – এনালাইসিস শুরু করার পূর্বে, GOLD এর পিছনের চার্ট এর কিছু অবস্থান সম্পর্কে ভালো করে ধারনা নেয়া যাক। মূল্যবান ধাতু হিসাবে গোল্ড এর সর্বশেষ ডাউনট্রেন্ড পরিবর্তিত হয় ডিসেম্বর ২০১৫ সালে এবং সে বছর গোল্ড এর সর্বনিম্ন রেকর্ড প্রাইস লেভেল ছিল 1150 এবং এরপর, জানুয়ারি ২০১৬ থেকে গোল্ড এর প্রাইস ঊর্ধ্বমুখী বলে ধরে নেয়া যায় যার সমাপ্তি ঘটে, জুলাই ২০১৬ যেখানে প্রাইস এর সরবচ্চ লেভেল ছিল 1376 । এর মধ্যে গত ২ বছর গোল্ড এর প্রাইস অসংখ্যবার উপরে এবং নিচের দিকে অবস্থান করেছে কিন্তু এই সর্বনিম্ন এবং সর্বোচ্চ প্রাইস এর লেভেল ব্রেক করতে সক্ষম হয়নি। অর্থাৎ, ২০১৬ সালের পর থেকে বড় টাইমফ্রেমের চার্টে গোল্ড একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধেই বিদ্যমান রয়েছে। যেখানে আমরা দুইটি গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লাইন দেখতে পারি। চলুন তাহলে প্রথমে চার্টে দেখে নেয়া যাক –
Weekly টাইমফ্রেম এর চার্ট অনুযায়ী, প্রাইস বর্তমানে গুরুত্বপূর্ণ লংটার্ম রেসিস্টেন্স লেভেল এর ঠিক কাছেই অবস্থান করছে এবং এর আগে অসংখ্যবার প্রাইস এই লেভেল স্পর্শ করলেও সেটিকে ব্রেক করে যেতে পারেনি এবং এই লেভেল থেকে প্রাইস আবার শক্তিশালী ডাউন্ট্রেন্ড ধর নিচের গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল এর দিকে চলে এসেছিল। অর্থাৎ, বিদ্যমান এই রেসিস্টেন্স লেভেল অনেকবেশী শক্তিশালী থাকার কারনে প্রাইস সেটিকে ব্রেকআউট করতে সক্ষম হয়নি। এখন চলুন চার্ট এর দিকে লক্ষ্য করা যাক।
গতসপ্তাহেই গোল্ড, চার্টে বিদ্যমান গুরুত্বপূর্ণ রেসিস্টেন্স লেভেলকে স্পর্শ করতে সক্ষম হয় যার প্রাইস লেভেল ছিল 1248 এবং সেখান থেকে বাউন্স করে কিছুটা নিচে নেমে অর্থাৎ, 1240 লেভেলে এসে সপ্তাহ শেষ করে। এখন পর্যন্ত লংটার্ম টাইমফ্রেমে গোল্ড একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে বিদ্যমান যার ব্যাপি হচ্ছে 1240-1350 । এমতাবস্থায় আমরা দুইভাবে টেডে এন্ট্রি গ্রহন করতে পারি।
- বাউন্স = প্রাইস বিদ্যমান চার্ট প্যাটার্ন এর রেসিস্টেন্স লেভেল= 1350 থেকে বাউন্স করে পুনরায় সাপোর্ট লেভেল=1240 এর দিকে যেতে পারে। সেক্ষেত্রে বিপরীতমুখী এন্ট্রি হিসাবে SELL গ্রহন করা যেতে পারে।
- ব্রেকআউট = প্রাইস যখন এই চার্টে প্যাটার্ন এর রেঞ্জ ব্রেকআউট করতে সক্ষম হবে, তখন ট্রেন্ড এর দিকে এন্ট্রি নেয়া যেতে পারে। অর্থাৎ, রেসিস্টেন্স লেভেল =1350 এর উপরে ক্যান্ডেল ক্লোজ হলে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। অন্যদিকে, প্রাইস যদি চার্ট প্যাটার্ন এর সাপোর্ট লেভেল = 1240 এর নিচে ক্যান্ডেল ক্লোজ হলে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
তবে যেহেতু গোল্ড বর্তমানে রেসিস্টেন্স লেভেল এর কাছকাছি রয়েছে সেক্ষেত্রে আমরা নতুন করে শুধুমাত্র বাউন্স এন্টির জন্য প্রস্তুতি গ্রহন করবো। কারন প্রাইস যদি এই লেভেল থেকে সাপোর্ট লেভেল এর দিকে অগ্রসর হয়েও থাকে তাহলে আমাদের এন্ট্রির জন্য পসবিল প্রফিট টার্গেট থাকবে প্রায় ১১০ পিপ্স (ডলার) ।
ট্রেডিং পরামর্শ –
- শুধুমাত্র Weekly টাইমফ্রেম এর উপর ভিত্তি করে এই এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- এন্ট্রির জন্য আমরা Daily ক্যান্ডেল এর অবস্থান পর্যালোচনা করবো।
- নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- রেসিস্টেন্স লেভেল অর্থাৎ 1250 এর কাছাকাছি এসে যদি আমরা কোনও ধরনের SELL ক্যান্ডেল দেখতে পাই তাহলেই কেবল নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে।
- যাদের বিদ্যমান BUY রয়েছে, অনুগ্রহ করে প্রফিট ক্লোজ করে ফেলার পরামর্শ প্রদান করা হচ্ছে।
- নতুন সেল এন্ট্রির জন্য পসিবল স্টপলস লেভেল হচ্ছে, 1355 এর উপরে Day ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান।
- প্রকাশিত এই এন্ট্রির মেয়াদ হতে পারে আগামী কয়েক সপ্তাহ।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।