Gold এর এই সপ্তাহের আপডেটঃ July 24 – 28

0
200

Forex Bangladesh- গত সপ্তাহের শুক্রবার গোল্ড টানা ৬ নম্বর সেশনে তার প্রাইসের ঊর্ধ্বগতি ধরে রাখে যা ছিল গত দুইমাসের মধ্যে গোল্ডের প্রাইসের সাপ্তাহিক মূল্য বাড়ার রেকর্ড। দুর্বল Dollar এবং এই বছরে আরও একবার interest Rate বাড়ানোর পক্রিয়া আরও বেশী সন্দিহান হয়ে পড়ায় বিনিয়োগকারীরা গোল্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনাকে আশানুরুপভাবে দেখছেন কারন দুর্বল Dollar সবসময়ই গোল্ডের জন্য সহায়ক।

এই সপ্তাহের অন্যান্য আরও গুরুত্বপূর্ণ আপডেট সমূহ-

Gold futures-August delivery, 0.72% বেড়ে $1,254.48 প্রাইসে শেষ হয় যেখানে Comex division of the New York Mercantile Exchange এ গোল্ডের প্রাইস সর্বোচ্চ $1,256.7 গিয়েছিল যা এই পর্যন্ত July 3 থেকে বেশী। মূল্যবান এই ধাতু গত সপ্তাহে প্রায় 1.97% বেড়ে শেষ হয়।

U.S. Dollar Index যা Dollar এর শক্তির নির্ণায়ক হিসাবে কাজ করে, শুক্রবার 0.32% নেমে 93.78 পয়েন্টে গত সপ্তাহের মার্কেট শেষ করে যা গত বছরের জুন এর ২২ তারিখের মধ্যে সর্বনিম্ন ছিল। দুর্বল Dollar সবসময়ই গোল্ডের প্রাইস বাড়ার জন্য সহায়ক ভুমিকা পালন করে।

শুধুমাত্র গত সপ্তাহেই এই Index, 1.32% পয়েন্ট নেমে শেষ হয় যা টানা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পয়েন্টের এই নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। অন্যদিকে, Dollar- Washington এর রাজনৈতিক টানাপোড়নের কারনে বিনিয়োগকারীরা Dollar এর উপর থেকে তাদের আস্থা হারানো শুরু করেছেন এবং এর ফলশ্রুতিতে Dollar Index গত কয়েক সপ্তাহ ধরে তার নিম্নমুখী ধারা অব্যাহত রেখেছে।

গত বৃহস্পতিবারে Bloomberg নিউজের এক তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট Trump এর নির্বাচনের সাথে Russia এর তথাকথিত হস্তক্ষেপ এর তদন্ত প্রেসিডেন্ট Trump এর ব্যবসায়িক প্রসারে অনেক সহায়তা করেছে।

এই সপ্তাহে, Republican নীতিনির্ধারকরা বিতর্কিত Obamacare Bill এর পরিবর্তন নিয়ে কাজ করবেন যা Trump প্রশাসনের জন্য একটি বড় নীতিমালা হিসাবে কাজ করবে।

Gold Weekly Update- Monday, July 24

  • Euro zone, private sector business activity এর বিশ্লেষিত তথ্য প্রকাশ করবে।
  • Canada, wholesale sales এর রিপোর্ট পাবলিশ করবে।
  • The U.S, existing home sales এর তথ্য প্রকাশ করবে।

Gold Weekly Update- Tuesday, July 25

  • Ifo Institute, German business climate এর রিপোর্ট পাবলিশ করবে।
  • U.S. তাদের consumer confidence এর রিপোর্ট প্রকাশ করবে।

Gold Weekly Update- Wednesday, July 26

  • Australia তাদের consumer price inflation এর তথ্য প্রকাশ করবে।
  • UK, second quarter economic growth এর প্রাথমিক তথ্য প্রকাশ করবে।
  • U.S. এদের, new home sales এর রিপোর্ট প্রকাশ করবে।
  • Fed তাদের পলিসি মিটিং এ পরবর্তী Rate Hike এবং অর্থনৈতিক অবস্থা অনুযায়ী তাদের নীতিমালা কিরকম হতে পারে সেই সম্পর্কে আলকপাত করবে।

Gold Weekly Update-Thursday, July 27

  • U.S. তাদের initial jobless claims এবং durable goods orders এর তথ্য প্রকাশ করবে।

Gold Weekly Update- Friday, July 28

  • Euro zone, Germany তাদের preliminary inflation data এর বিশ্লেষিত তথ্য প্রকাশ করবে।
  • Canada তাদের economic growth এর মাসিক অবস্থান নিয়ে পর্যালোচনা করবে।

ফরেক্স বাংলাদেশ, এই সপ্তাহে ফরেক্স মার্কেটে যেসব গুরুত্বপূর্ণ নিউজ হবে তার একটি লিস্ট নিচে দেয়া হল। এখানকার বর্ণিত সময় বাংলাদেশের সময় অনুযায়ী দেয়া আছে।

আশা করি আনার এই আর্টিকেলটি ভালো লাগবে। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আপনি আমাদের Facebook Page , Google Plus, Google Business, Twitter, এবং YouTube থেকেও জানতে পারবেন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here