আগের আর্টিকেলগুলোতে হাইকেন আশি চার্ট এবং কিভাবে কাজ করে সেটি উপস্থাপন করেছি। এখন সময় এসেছে কিভাবে এটি ক্যালকুলেট করতে হয় সেটি দেখে নেয়ার। আজকের Heikin Ashi Calculation আর্টিকেলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যসমুহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে করে এর কার্যপ্রণালী সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং বুঝতে পারেন।
তাহলে চলুন প্রথমে শিখে নেই, কিভাবে হাইকেন আশি ক্যালকুলেট করতে হয় এবং সেটিকে কিভাবে চার্টে উপস্থাপিত হয়। আগের লেকচারগুলোতে বলেছিলাম, সাধারণ চার্ট এর ক্যান্ডেল এবং হাইকেন আশি এর চার্ট দেখতে একই রকমের হলেও দুইটির মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান।
যেমনটি মনে করুন নেকড়ে এবং একটি কুকুর এর পার্থক্য এর মতন।
দেখতে অনেকটাই মায়া এবং নিরীহ লাগছে না?
আদরও করতে ইচ্ছা করছে আমরা জানি।
এখন একটি পরশ্নের উত্তর দিন, এটি কি Husky dog নাকি wolf? আদর করার পূর্বের অবশ্যই আপনাকে নিশ্চিত হতে হবে, এটি কি আসলেই কুকুর নাকি কোনও ভয়ানক নেকড়ে। যদি নিশ্চিত না হয়েই আদর করতে যান, তাহলে আর রক্ষা নেই।
একইরকম করে সাধারণ ক্যান্ডেলস্টিক চার্ট এবং হাইকেন আশি চার্ট এর মধ্যে পার্থক্য রয়েছে। দেখতে দুইটি একই রকমের হলেও পার্থক্য কিন্তু অনেক। রিয়েল ট্রেডে এটিকে ব্যবহার করের পূর্বের অবশ্যই Heikin Ashi Calculation সম্পর্কে ভালো করে জেনে নিতে হবে। নাহলে ট্রেডিং একাউন্ট ১২ টাও বাজতে পারে।
সাধারণ ক্যান্ডেস্টিক চার্টগুলোর প্রতিটি ক্যান্ডেলে ৪টি অপশন থাকে। এগুলো হচ্ছে open, high, low, এবং close যা একটি নির্দিষ্ট টাইমফ্রেম এর মধ্যে ক্যান্ডেল বিভিন্ন প্রাইস লেভেলগুলো প্রকাশ করে থাকে।
অন্যদিকে, হাইকেন আশি ক্যান্ডেলস্টিক চার্ট, প্রতিটি ক্যান্ডেল নির্দিষ্ট টাইমফ্রেম এর প্রাইস মুভমেন্ট এর সাথে, পূর্বের প্রাইস মুভমেন্ট এর তথ্যসমুহও প্রকাশ করে থাকে।
মাথা খারাপ হয়ে যাচ্ছে???
চলুন কিছু অংক কষে Heikin Ashi Calculation দেখে নেয়া যাক। প্রথমে GBP/JPY কারেন্সি পেয়ার এর একটি চার্টে রেফারেন্স হিসাবে দেখে নেয়া যাকঃ
উপরের চিত্র থেকে দেখতে পাচ্ছেন এটি দেখতে অনেকটাই সাধারণ ক্যান্ডেলস্টিক চার্ট এর মতন দেখাচ্ছে শুধু পার্থক্য হচ্ছে, হাইকেন আশি ক্যান্ডেল এর ওপেন এবং ক্লোজিং প্রাইসটি ভিন্ন উপায়ে ক্যালকুলেট করা হয়ে থাকে।
সাধারণ ক্যান্ডেলস্টিক এর মতন এটিরও প্রতিটি ক্যান্ডেল এর open, high, low, এবং close প্রাইস থাকে। অর্থাৎ, প্রতিটি হাইকেন আশি ক্যান্ডেল এর ৪টি অংশ থাকে।
হাইকেন আশি এর প্রতিটি ক্যান্ডেল এর Open প্রাইস এর আগের/পূর্বের ক্যান্ডেল এর মাঝ বরাবর অর্থাৎ MIDPOINT থেকে শুরু হয়।
আপনি যদি উপরের চার্টটিকে খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, প্রতিটি নতুন ক্যান্ডেল আগের ক্যান্ডেল এর মধ্যবর্তী স্থান থেকে শুরু হয়।
Open = [(পূর্বের ক্যান্ডেল এর ওপেন প্রাইস) + (পূর্বের ক্যান্ডেল এর ক্লোজিং প্রাইস)] / 2
প্রতিটি ক্যান্ডেল এর CLOSE প্রাইস হচ্ছে, open, close, high, এবং low প্রাইস এর এভারেজ ভ্যালু। অর্থাৎ-
Close = (Open + High + Low + Close) / 4
হাইকেন আশি এর প্রতিটি ক্যান্ডেল এর HIGH প্রাইস হচ্ছে, নির্দিষ্ট টাইমফ্রেমে প্রাইস এর সর্বাধিক/Highest লেভেল। এটা ওপেন কিংবা ক্লোজিং প্রাইস এর Shadow সহ সর্বাধিক লেভেলও হতে পারে।
High = প্রাইস এর সর্বোচ্চ লেভেল
হাইকেন আশি এর প্রতিটি ক্যান্ডেল এর LOW প্রাইস হচ্ছে, নির্দিষ্ট টাইমফ্রেমে প্রাইস এর সর্বনিম্ন/Lowest লেভেল। এটা ওপেন কিংবা ক্লোজিং প্রাইস এর Shadow সহ সর্বাধিক লেভেলও হতে পারে।
Low = Minimum Price Reached
এই ক্যান্ডেলস্টিক চার্ট এর মুল কাজ হচ্ছে, প্রাইস একশন এর মসৃণ মুভমেন্ট আপনার সামনে উপস্থাপন করা। নিচের চিত্রটি বোঝার চেষ্টা করুন।
অর্থাৎ, সাধারণ জাপানিজ ক্যান্ডেলস্টিক ফর্মুলায় প্রাইস মুভমেন্ট এর অগোছালো আচরন লক্ষ্য করা যায় যেটিকে মসৃণ ভাবে Heikin Ashi Calculate করে থাকে।
নিচের বক্সে Heikin Ashi Calculation এর ফর্মুলা আপনাদের সুবিধার জন্য উপস্থাপন করছিঃ
Heikin Ashi Calculation: High = Maximum of High, Open, or Close (whichever is highest) Low = Minimum of Low, Open, or Close (whichever is lowest) Open = [Open (previous bar) + Close (previous bar)] /2 Close = (Open + High + Low + Close) / 4