Forex Earning – একটু মনোযোগ সহকারে এই আর্টিকেলটি পড়ুন। কারন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ফরেক্স ট্রেড কিভাবে কাজ করে এটা আপনি বুঝতে পারবেন। এক কথায় আমরা বলতে পারি আপনি প্রায় ৮০% ফরেক্স ট্রেড বুঝে যাবেন।
ফরেক্স মার্কেটে প্রায় সবকিছুই ট্রেড করা হয়ে থাকে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশী পরিমাণ হচ্ছে কারেন্সি পেয়ারে ট্রেড। অর্থাৎ, একটি মুদ্রার বিপরীতে অন্য একটি মুদ্রার কেনাবেচা করে প্রফিট করা যায়। সবচেয়ে বড় প্রশ্ন Forex Earning এর জন্য কি কি করতে হবে এবং কিভাবে করতে হবে ? চলুন একটু শুরু থেকে শুরু করা যাক –
আমরা সবাই একটি বিষয় জানি, “মুদ্রার মান সর্বদাই পরিবর্তনশীল”। কখনও, কোনও একটি নির্দিষ্ট মুদ্রা অন্যান্য মুদ্রার বিপরীতে শক্তিশালী হয় এবং আবার কখনও এটি দুর্বল হয়ে পরে। আপনি পত্রিকায় দেখে থাকবেন যে, কখনও কখনও ডলার টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে, আবার কখনও টাকা ডলার এর বিপরীতে শক্তিশালী হচ্ছে। এরকম পৃথিবীর অধিকাংশ মুদ্রার বিপরিতেই হয় এবং এটাই স্বাভাবিক।
এখন ধরুন আপনার কাছে ১০০ ডলার (USD) আছে। আপনি সেটাকে এক্সচেঞ্জ করে জাপানিজ ইয়েন (YEN) করবেন। যদি ডলার শক্তিশালী হয়ে থাকে তাহলে USD/JPY এর এক্সচেঞ্জ রেট আপনি অনেক বেশী পাবেন। ধরুন, আপনি $100 এর বিপরীতে 1000 Yen পেলেন। এখন আপনার কাছে 1000 Yen আছে। যখন Yen শক্তিশালী হতে থাকবে তখন আপনি সেটাকে ডলার এর বিপরীতে এক্সচেঞ্জ করলে বেশী পরিমাণ অর্থ পেতে পারেন। এটাই হচ্ছে Forex Earning এর মূল সুত্র।
আবার ধরুন, আপনার যদি ডলার কেনা থাকে, ডলারের বিপরীতে পাউন্ড (GBP) এর দাম পরে গেলে আপনি ডলার বিক্রয় করে পাউন্ড কিনে রাখতে পারেন। আবার, পাউন্ড-ডলার এর বিপরীতে শক্তিশালী হলে, পাউন্ড বিক্রয় করে অধিক ডলার পেতে পারেন। হয়ত আপনার কাছে ১০০ ডলার ছিলো যা বিক্রয় করে আপনি ৮০ পাউন্ড ক্রয় করেছিলেন। পরবর্তীতে পাউন্ডের দাম বাড়ার পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে আপনি আয় করতে পারেন।
ফরেক্স মার্কেটও ঠিক একই নিয়ম মেনে চলে। অর্থাৎ আমরা উপরের উদাহরণ অনুযায়ী কাজ করে (যাকে বলা হয় ট্রেড) প্রফিট অর্জন করতে পারি। একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো, ফরেক্স ট্রেডিং এবং আমাদের দেশের শেয়ার মার্কেট (Stock Market) এর কাজ অনেকটাই একই রকমে হলেও, এই দুইটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে –
আমাদের দেশের শেয়ার মার্কেট এ শুধু শেয়ার এর দাম বাড়লেই (buy) আমরা প্রফিট করতে পারি। যেমন, আপনি যদি DSE (Dhaka Stock Exchange) তে ট্রেড করে থাকেন এবং সেখানে যদি BRAC Bank এর শেয়ার ৳১০০ করে কেনা থাকে তাহলে আপনি প্রফিট করতে পারবেন তখনি যখন BRAC Bank এর শেয়ার ৳১০০ এর উপরে পৌঁছে যাবে। অর্থাৎ আপনি শুধুমাত্র বাই (Buy) এ প্রফিট করতে পারবেন।
কিন্তু Forex Earning এর জন্য আপনি দুই দিকেই ট্রেড করতে পারবেন – কি চিন্তায় পড়ে গেলেন? নিচের উদাহরণটি লক্ষ্য করুনঃ
যেমন, ফরেক্স মার্কেটে আপনি Google এর শেয়ার চাইলে সেল (Sell) করেও প্রফিট করতে পারবেন। ধরুন আপনি $800 করে আপনি Google এর শেয়ারে সেল (Sell) কোট করলেন। এখন Google এর শেয়ার প্রাইস যদি $800 এর নিচে চলে আসে তাহলেই আপনার প্রফিট। অন্যদিকে, আপনি যদি Google এর শেয়ার $800 তে বাই (Buy) করেন এবং মার্কেট প্রাইস যদি $800 এর উপরে যায় তাহলেও আপনার প্রফিট।
তার মানে বুঝতেই পারছেন, ফরেক্স মার্কেটে আপনি দুই দিকেই (Two Way) তে ট্রেড করতে পারবেন এবং এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের সবচেয়ে বেশী সুবিধা। আপনি কোনও কারেন্সি বাই করেও প্রফিট করতে পারবেন এবং সেল করার মাধ্যমেও প্রফিট করতে পারেন। সুতরাং, ফরেক্স মার্কেটে, কোন কারেন্সি শক্তিশালী অথবা দুর্বল হক, দুই ক্ষেত্রেই আমাদের প্রফিট করার সুযোগ আছে যেটা ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় সুবিধা। আর এর জন্যই সবাই ফরেক্স ট্রেডিং এর জন্য ব্যাপক পরিমাণ উৎসাহী থাকে। যেমন, এই উৎসাহের কারণেই আপনি আমাদের ওয়েবসাইটে ধৈর্য সহকারে শিখছেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
আমি যদি কোন শেয়ার সেলে কিনে থাকি কিন্তু ঐ শেয়ার হঠাৎ অনেক বেশি উপরে উঠে গেল(দাম বাড়লো),তখন আমি কতদিন ঐ শেয়ার নিচে নামার জন্য (দাম কমার) অপেক্ষা করতে পারব?ব্যালেন্স ০০ হওয়ার ঝুঁকি আছে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। যদি কোনও প্রাইন্স আপনার এন্ট্রি পজিশন এর বিপরীতে যায় তাহলে ততক্ষণ পর্যন্ত এন্ট্রিটি ওপেন থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যালেন্স সেই লসকে রাখতে পারবে। ধরুন, আপনার একাউন্টে ৫০০ ডলার ব্যালেন্স রয়েছে। সেক্ষেত্রে ৫০০ লস পর্যন্তই আপনার লস থাকবে এরপর সেটি স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। এর জন্য অনুগ্রহ করে আমাদের মার্জিন ট্রেডিং এর বিস্তারিত আর্টিকেল সমুহ পড়ে নিন। লিংক – https://fxbd.co/oNCnn
Ai article a bolce jodi ami 800 dollar dea Google ar shear sell kot kori tahole jodi Google ar shear ar kot neme jai tahole o amr profit hobe. Jinshta bojlam na kibabe hobe?
প্রশ্ন এর জন্য ধন্যবাদ।
বিষয়টি অনেকটাই এরকম, এখন SELL এন্ট্রি ক্লোজ করে দিলে পাবেন ৮০০ ডলার প্রফিট। কিন্তু সেটা যদি প্রাইস বর্তমান প্রাইস থেকে আরও নিচে নেমে আসে তাহলে আপনার প্রফিট এর পরিমাণ কমে আসবে। অর্থাৎ, ধরুন প্রাইস আগে ছিল = 750 এবং বর্তমানে আছে = 650 । তাহলে পূর্বের প্রাইসে ক্লোজ করলে আপনার প্রফিট হত ৮০০ ডলার। আর এখন যদি ক্লোজ করেন তাহলে প্রফিট হবে আরও ১০০ ডলার কম। অর্থাৎ, আপনি যেহেতু বেশী প্রাইসে ক্লজ করেছেন তাই আপনার প্রফিট হয়েছে।
কি বলেন না বলেন কিছু বুঝলাম না। আরে ভাই ৮০০$ তো কিনলাম। তো পূর্বের আর পরে কি!!।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিষয়টি সম্পর্কে আরও পরিষ্কার ধারনা পাবেন আমাদের অনলাইন ট্রেনিং পোর্টাল থেকে। লিংক – https://fxbd.co/training
Ami jodi soro korte cai tahole ki ki bisoy study korbo and koto din korte hobe?ar por protome ki dea soro korbo?
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
ফরেক্স ট্রেডিং এর শিখার কোনও শেষ নেই। যতদিন যাবে, আপনি ততবেশি শিখতে থাকবেন এবং অভিজ্ঞতা অর্জন করবেন। তবে শুরু করার জন্য আমাদের অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এখানে পর্যায়ক্রমে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা কোর্স আকারে উপস্থাপন করেছি যেগুলো ট্রেড শিখতে আপনাকে অনেকবেশি সহায়তা করবে বলে আশা রাখি। আমাদের কোর্সগুলো দেখার জন্য ক্লিক করুন – https://fxbd.co/courses
ami r amr dui cousin mile onk din dhore eta niye ghataghati kortesi ekhn amdr kache ekta question ghure j eta amdr ke shikhabe ke amr j trade korbo amdr dekhay dibe ke?
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
নিজ থেকে শিখতে চাইলে গুগল কিংবা আমাদের ওয়েবসাইট অনুসরন করতে পারেন। এছাড়াও আমাদের এক্সপার্ট ট্রেনিং রয়েছে সেটিতে অংশ নিতে পারেন চাইলে। বিস্তারিত – https://fxbd.co/2MsB2WZ
Is Forex trading legal in our country or not?
Thanks for your Comments.
In Bangladesh, we do not have any specific regulation regarding Forex or Forex Trading from any Authorities till now. As per our central Bank, Foreign Currency Exchange from unauthorized dealer or exchanger is illegal. Details can be found in our Risk Warning Section. link – https://fxbd.co/2KCOOor
ভাইয়া একজন mentor ছাড়া এই website এর মাধমে কি আমি professionally forex trading করতে পারব?
প্রশ্ন করার জন্য ধন্যবাদ।
আসলে এই প্রশ্নের উত্তর দেয়া একটু জটিল। কেননা, আমরা চেষ্টা করেছি ফরেক্স সম্পর্কিত সকল বিষয়সমূহকে বিস্তারিতভাবে এই ওয়েবসাইট এর মাধ্যমে উপস্থাপন করার তারপরও এখন পর্যন্ত আমাদের এই ওয়েবসাইট সম্পূর্রূপে স্বয়ংসম্পূর্ণ নয়। তবে আমাদের উল্লেখিত বিষয়গুলো মেনে যদি ট্রেড করেন তাহলে কমপক্ষে ফরেক্স ট্রেড এর ৮০% বিষয় আপনার জানা হয়ে যাবে।
ট্রেড করার জন্য কি পরিমান ইনভেস্ট লাগবে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিষয়টি নির্ভর করে আপনি কি পরিমান প্রফিট করতে চান সেটার উপর। অনুগ্রহ করে এই আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন – https://fxbd.co/2KE18F0