114 কমেন্ট

  1. এখন নাকি বাংলাদেশ থেকে Skrill ও Neteller ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাপারটা কি সত্য?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিষয় সম্পূর্ণ সত্য নয়। কেননা ২০২০ সালের ফেব্রিয়ারি মাস থেকে “স্ক্রিল” অফিসিয়ালভাবে বাংলাদেশে তাদের সেবা পরিচালনা করে আসছে এবং এর জন্য রাস্ত্রায়িত্ত সোনালী ব্যাংক এর সাথে স্ক্রিল এর সাথে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে, বাংলাদেশ থেকে স্ক্রিল এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণরূপে বৈধ। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে- https://fxbd.co/GSmKq । এছাড়াও, নেটেলার এর সেবাও বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। কোনও সমস্যা নেই তবে আমাদের পরামর্শ হচ্ছে, অনলাইন লেনদেন এর জন্য স্ক্রিল ব্যবহার করার। বিস্তারিত – https://fxbd.co/skrill

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিদ্যমান মহামারি জনিত কারনে আমাদের অফিসিয়াল কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট কিংবা ইমেইল করে জানাতে পারেন।

  2. sir,
    আমার অ্যাকাউন্টিতে ডিপজিট চাচ্ছে,
    কিন্তু ডলার ঢুকাবার কোন পথ পাচ্ছি,,
    যার কারণে অ্যাকাউন্টে id কার্ড এবং বিলের কাগজ জমা দিতে পারতেছি না স্যার,
    স্যার আমার কাছে অ্যাকাউন্টটি খুব প্রয়োজন।
    সাহায্য করুন।।

    • অনুগ্রহ করে গুগল কিংবা ফেইসবুকে বেশকিছু গ্রুপ পাবেন যারা নিয়মিত নেটেলার কিংবা স্ক্রিল এর ফান্ড এক্সচেঞ্জ করে থাকেন। সুতরাং অনুগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমাদের ফান্ড এক্সচেঞ্জ এর কোনও সুবিধা নেই। ধন্যবাদ।

  3. sir,
    আমি তাহলে “skrill account” রেজিস্ট্রেশন করলাম,
    কিন্তু তাতেও ডলারের জন্য ভেরিফাই হচ্ছেনা
    ple help করুন স্যার?

    • স্কিল একাউন্ট এর ভেরিফিকেশন বাধ্যতামূলক নয়। সুতরাং, আপনি যেই কারনে এটি ব্যবহার করতে চান সেটি ব্যবহার করা শুরু করুন। ভেরিফাই করার প্রয়োজন হলে স্ক্রিল স্বয়ংক্রিয়ভাবে আপনাকে নোটিশ আকারে প্রদান করবে। ধন্যবাদ।

  4. স্যার আমার একই সমস্যা আমার “neteller account” ডলার ছাড়া ভেরিফাই হচ্ছে না,
    please help me sir?

    • নেটেলার একাউন্টে ফান্ড লেনদেন তথা ডিপোজিট ছাড়া একাউন্ট ভেরিফাই করা সম্ভব নয়। সুতরাং একাউন্টে ফান্ড ডিপোজিট করে নিন তাহলেই ভেরিফাই করে নিতে পারবেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে Skrill একাউন্ট ব্যবহার করার। কেননা এটি বাংলাদেশে অনুমোদিত এবং নিবন্ধিত। বিস্তারিত – https://fxbd.co/skrill

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      বিদ্যমান মাহামারি কারনে আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারনে এই মুহূর্তে ফান্ড ট্র্যান্সফার করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে নতুবা আপনি যারা নিয়মিত নেটেলার এর ফান্ড বিক্রয় করেন তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।

  5. আমি গত নভেম্বর মাসে আপনাদের অফিসে গিয়েছিলাম।আপনাদের অফিসটা এতো ভুতুড়ে হবে আশা করিনি।অফিসে মাত্র একজন লোক ছিলো, খুজে পেতে অনেক কষ্ট পেগে হয়েছে।
    যাইহোক, আমি ইন্সটাফরেক্সে এবং নেটেলারে একাউন্ট খুলার জন্য গিয়েছিলাম।একজনের সহযোগিতায় খুলেছি কিন্ত নেটেলার ভেরিফিকেশনের জন্য ডলার জমা করতে হতো, আমি তখন আপনাদের কাছ থেকে কোন সহযোগিতা পাইনি।আমি ২০০ ডলার ডিপোজিট করতে চেয়েছিলাম আপনারা আমাকে কোন হেল্প করেন নি।এমনকি এখন যে বলছেন ০.০১ ডলার দিয়ে আপনারা ভেরিফিকেশন করে দেন সেদিন সেটাও করে দেননি।আমি আজ পর্যন্ত ফরেক্স ট্রেড করতে পারিনা আপনাদের অসহযোগিতার কারনে।সেদিন আমি বলেছিলাম ভাই আমি সৌদি থাকি, এখন ভেরিফিকেশন না করলে সৌদি গিয়ে আর করতে পারবোনা কিন্ত আপনারা কোন হেল্প করেন নি।বলেছিলেন আমরা ডলার বেচিনা।
    এখন যে সহযোগিতার কথা বলছেন সেটাতো লোক দেখানো।আমি নিজে অফিসে গিয়ে কোন সহযোগিতা পাইনি। এটা কি আমাদের সাথে তামাশা করা হচ্ছেনা?

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
      ১. অফিস খুঁজে কষ্ট পেতে হয়েছে এই জন্য দুঃখিত। কেননা গুগল ম্যাপে সার্চ করলেই আপনি অফিস লোকেশন পেয়ে যেতেন।
      ২. ডিপোজিট সংক্রান্ত কোনও সেবা আমরা প্রদান করি না। সেটা আমাদের সাইটের নীতিমালাতে স্পষ্ট করে লিখা রয়েছে। অনুগ্রহ করে দেখে নিতে পারেন। নেটেলার ভেরিফিকেশন এর ফান্ড কিছু কারগরি সমস্যা জনিত কারনে বন্ধ রয়েছে যার কারনে আপনাকে সেবা প্রদান করা সম্ভব হয়নি।
      ৩. দুঃখিত আমাদের সহায়তা না পাওয়ার জন্য। ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন ছাড়া যেকোনো সেবা আমাদের নিকট থেকে পাবেন।

      ধন্যবাদ

    • ভাই আপনি আগে শিক্ষেন তার পর ট্রেড করেন।
      আপনার কমেন্ট দেখে মনে হইতেছে টাকা হারানোর জন্য পুরো
      উতলা হয়ে আছেন। ভাই এটা এমন একটা মানি মার্কেট যেখানে
      পুরো সৌদির টাকা সব ঢুকান আর যদি ভুল ভাবে ট্রেড করেন,
      সব হারিয়ে যাবে। সো রিলাক্স আগে শিক্ষেন।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      এই মুহূর্তে আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে যার কারনে প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে ভিন্ন কোনও উৎস থেকে খোঁজ নেয়ার অনুরধ করছি।

  6. একাউন্ট রেজিষ্ট্রেশন করতে ঠিকানায় কিছু ভুল হয়ে গিয়েছে। Edit ক্লিক করলে
    after verification বলে। এখন কি করতে পারি।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। এটি আপনি নিজ থেকে ঠিক করতে পারবেন না। নেটেলারে ঠিকানা ভেরিফাই করার জন্য যেই ডকুমেন্ট সাবমিট করবেন সে হিসাবে স্বয়ংক্রিয়ভাবে সেটিকে ঠিক করে দেয়া হবে। ভেরিফিকেশন এর জন্য এখন ডকুমেন্ট সাবমিট করুন এবং নেটেকার এর রিপ্লাই এর জন্য অপেক্ষা করুন।

    • আমার একাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হইসে।।ইমেইল পাইছি।।কিন্তু ডিপোজিট এর জন্য ভেরিফাই হয় নাই।।ki korbo bujtechi na….ekhn ki amr account diye lenden korte parbo naki verify korte Hobe???amake ektu help koriyen dada

      • চিন্তার কিছুই নেই। একাউন্টে ফান্ড ডিপোজিট করুন, ভেরিফিকেশন এর জন্য ডকুমেন্টস সাবমিট করুন। লেনদেন করুন। কোনও সমস্যা হবে না।

        ধন্যবাদ।

  7. ইন্ডিয়া নেটেলার থেকে কি বাংলাদেশের নেটেলার একাউন্ট এ ডলার আনা জাবে?

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আপনি চাইলে আনতে পারবেন। যেসকল দেশে নেটেলার সাপোর্ট করে সেবগুলো থেকেই আপনি ফান্ড ট্র্যান্সফার এর মাধ্যমে ডলার লেনদেন করতে পারবেন। তবে কিছু কিছু দেশের জন্য “মানি ট্র্যান্সফার” অপশনটি বন্ধ থাকে। সেক্ষেত্রে প্রথমে জেনে নিবেন। ওই ব্যাক্তির একাউন্টে মানি ট্র্যান্সফার এর অপশনটি রয়েছে কিনা।

  8. একাউন্ট ভেরিফাই এর জন্য যদি 0.1$ ডলার দিয়ে যদি একটু সাহায্য করতেন, ভালো হত।

  9. ভাই আমি একটা নিটেলার একাউন্ট খুলেছি।আমাকে যদি ০.০১ দেন তাহলে কৃতঋণী থাকবো।

  10. স্যার,
    আমি neteller একাউন্ট খুলেছি। একাউন্ট ভেরিফিকেশনের জন্য $0.01 প্রয়োজন। কিভাবে আপনাদের মাধ্যমে $0.01 পেতে পারি, জানালে উপকৃত হব।

    মোঃ এনায়েতুর রহমান
    ই-মেইলঃ [email protected]

        • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
          বিদ্যমান পরিস্থিতির কারনে, আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় ফান্ড ট্র্যান্সফার সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে ভিন্ন কোনও উৎস হতে খুজে নেয়ার অনুরধ করা হচ্ছে।

      • জী করতে পারবেন। তবে কি পরিমাণ করতে পারবেন সেটি বলতে পারছি না। এবং যেকোনো সময়ই নেটেলার ভেরিফিকেশন এর জন্য আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে। সুতরাং, ভেরিফাই ছাড়া লেনদেন করার পরামর্শ দিচ্ছি না।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      একাউন্ট যেকোনো হতে পারে। শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন হবে। লেনদেন এর কোনও বিধিনিষেধ নেই।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      পরিচয় ভেরিফাই করার জন্য আপনার নামে আছে এমন জাতীয় পরিচয়পত্র কিংবা ড্রাইভিং লাইসেস্ন কিংবা পাসপোর্ট এর প্রয়োজন হবে। যদি না থাকে, তবে একাউন্ট ভেরিফাই করতে পারবেন না।

  11. আমার neteller account verify করার জন্য $.01 ডিপোজিট করছি কিন্তু আবার ডিপোজিট করার জন্য বলতেছে। এখন কি করা যায় ?

    • কমেন্ট এর জন্য ধন্নবাদ।
      আপনি কি একাউন্ট ভেরিফাই করেছেন? যদি করে না থাকেন তাহলে ডিপোজিট করার পরই আপনাকে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। যদি এখন একাউন্ট ভেরিফাই করার জন্য না আসে তাহলে যেকোনো পরিমান এর ফান্ড ডিপোজিট করে নিন প্রথমে।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আপডেট সরাসরি আপনার ইমেইল এর মাধ্যমে প্রদান করা হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

      • স্যার,
        আমি neteller একাউন্ট খুলেছি। একাউন্ট ভেরিফিকেশনের জন্য $0.01 প্রয়োজন। কিভাবে আপনাদের মাধ্যমে $0.01 পেতে পারি, জানালে উপকৃত হব।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      বিষয়টী আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      নেটেলার একাউন্ট রেজিস্টার করার জন্য অনুগ্রহ করে এই লিংকটি ক্লিক করুন https://fxbd.co/2CGh4Ge এবং আপনার ইমেইল এবং নাম দিয়ে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরন করুন। তাহলেই একাউন্ট নিজেই রেজিস্টার করে নিতে পারবেন।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে সেক্ষেত্রে ইমেইল এর রিপ্লাই পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

  12. আমি নেটেলার একাউন্ট খুলেছি । ভেরিফাই করার জন্য ০.০১ ডিপোজিট দরকার। কিভাবে আপনাদের মাধ্যমে ডিপোজিট পেতে পারি জানালে উপকৃত হতাম।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      বিষয়টি সম্পরকে ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে ইমেইল চেক করে দেখুন।

    • Thanks for your Comment.
      Yes! you can. But without being verified you can not transect more then $100. Our advice is, if you are planning to use Neteller regularly then please make the verification first. If you do not have enough documents for the purpose of verification then please do not Deposit/ Upload/ Transect money.

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আপনাকে বিস্তারিত তথ্য ইমেইল এর মাধমে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে চেক করে দেখুন।

  13. আমি http://www.fxbangladesh.com এর লিংক দিয়ে Neteller Account করেছি । ভেরীফাই করার জন্য প্রয়োজনীয় এমাউন্ট কি আপনাদের মাধ্যমে পেতে পারি ? ধন্যবাদ ।

    • প্রশ্নের জন্য ধন্যবাদ।
      ভেরিফাই করে নিতে পারবেন। সম্পূর্ণ ভেরিফিকেশন এর বিস্তারিত জানার জন্য আমাদের ফোরামের নেটেলার অংশে দেখুন – https://fxbd.co/2zDiBLw

  14. ১) ভাই আমি একটি নেটেলার একাউন্ট খুলেছি।
    এখন ভেরিফিকেশনের জন্য ০.০১ ডলার প্রয়োজন যদি একটু সাহায্য করতেন।
    আমার নেটেলার একাউন্ট ইমেইল [email protected]
    ২) এছাড়াও আমি একাউন্ট খুলেছি আমার pc থেকে যদি মোবাইল থেকে নেটেলার ভেরিফিকেশন করি তাহলে কোনো সমস্যা হবে।

  15. ভাই আমি দুইটি ইমেইল আইডি থেকে একই নামে দুইটি skrill একাউন্ট খুলেছিলাম। ১মটি খুলার পর ৫ ডলার ডিপোজিট করতে বলেছিল কিন্তু আমার কাছে ৫ ডলার ছিল না। তাই অন্য একটি ওয়েবসাইট থেকে ২য়টি খোলার পর ৫ ডলার ডিপোজিট করতে হয় নি এবং NID, Electricity bill এবং NID সহকারে আমার সেলফি দেয়ার পর সাবমিট করি। কিন্তু একদিন পর তারা আমাকে ইমেইল করে your account has been permanently close.
    এই মুহুর্তে আমি কি করতে পারি?
    প্লিজ ভাই এর সমাধানটি একটু জানাবেন।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। ইমেইল এর মাধ্যমে আপনাকে রিপ্লাই প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে ইমেইল চেক করে নিন।
      ধন্যবাদ।

  16. আমার নেটালার ভেরিফাইড করতে ৫ডলার দিছি কিন্তু এখানে বার বার কিছু ছবি দিছে আমি সঠিক এনছার দেয় কিন্ত কাজ হচ্ছে না

    • সমস্যাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি যেই ছবির কথা বলছেন সেগুলোকে বলা হয় Captcha । অনুগ্রহ করে আপনি যেই ইন্টারনেট ব্যবহার করে লগইন করার চেষ্টা করছেন সেটা বাদ দিয়ে ভিন্ন কোনও ইন্টারনেট ব্যবহার করে চেষ্টা করুন। একাউন্টে লগইন করলে, অবশ্যই সঠিকভাবে এই ক্যাপচা প্রদান করতে হবে। এছাড়া, একাউন্টে লগইন করতে পারবেন না।

    • কমেন্ট করার জন্য ধন্যবাদ।
      অনুগ্রহ করে ইমেইল আইডি – [email protected] ইমেইল করে জানান। আমাদের সাপোর্ট টীম এর পক্ষ থেকে আপনাকে পরবর্তী সহায়তা করা হবে। আশা করি বুঝতে পেরেছেন।

    • নীতিগত কিছু বাধ্যবাধকতা এর কারনে বেশ কয়েকদিন আমরা ফান্ড ট্র্যান্সফার করতে পারছি না। তবে এই বিষয়ে প্রক্রিয়াটি এখন পর্যন্ত চলমান। আশা করছি খুব শীঘ্রই আমরা আবারাও ফান্ড ট্র্যান্সফার করতে সক্ষম হব। অনুগ্রহ করে সেই পর্যন্ত অপেক্ষা করুন।

  17. আমি নেটেলার এ একাউন্ট খুলেছি। কিন্তু ভেরিফাই করতে পারছি না । ভেরি ফাই করার জন্য যদি .01 ডলার দিতেন তবে উপকৃত হতাম। আমার ইমেইল আইডি* [email protected]

  18. আমার নেটেলারে আমি ১০০$ ডলার ডিপোজিট করতে চায়,কিভাবে টাকা জমা করব???বাংলাদেশ হতে কি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া জাবে??অথবা কি ভাবে আমি ডলার জমা করতে পারি ও ১০০ ডলার ডিপোজিট করতে মোট কত টাকা খরচ হবে।

    • আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      নেটেলার একাউন্টে ফান্ড ডিপোজিট সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই আমাদের ফোরামের নেটেলার অংশে আলোচনা করা হয়েছে। অনুগ্রহ করে https://www.fxbangladesh.com/forums/topic/neteller-deposit/ এই লিংক থেকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

  19. আমি নেটেলার এ অ্যাকাউন্ট খুলছি.. ভ্যারিফাই করার জন্য যদি ০.০১ ডলার দিতেন তবে উপকৃত হতাম..

    আমার নেটেলার জিমেইল আইডি হচ্ছে
    [email protected]

  20. আমাকে সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও এমন অনেক সহায়তা পাবো।

  21. আমি নেটেলার এ অ্যাকাউন্ট খুলছি.. ভ্যারিফাই করার জন্য যদি ০.০১ ডলার দিতেন তবে উপকৃত হতাম..

    আমার নেটেলার জিমেইল আইডি হচ্ছে

    [email protected]

    • আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      আপনাকে ইমেইল এর মাধ্যমে আপডেট জানানো হয়েছে। অনুগ্রহ করে ইমেইল এর Inbox কিংবা Junk Folder চেক করুন।

  22. আমি নেট টেলার এর একাউন্ট করেছি অনেক আগে এবং আমি লেনদেন ও করেছি, এই মুহুর্তে আমি আমার নেটটেলার এ ডুকতে পারছি না অনেক বার ট্রাই করে ও।।
    এবং আমার একটি নেট্টেলার মাস্টার কার্ড ও দরকার।।
    আমি চাচ্চি সরাসরি আপনাদের সাথে দেখা করে আমার আইডি টি ঠিক করার জন্য।। কিন্তু কোন ঠিকানা না থাকার কারনে আমি যোগাযোগ করতে পারছি না।।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ এবং আপনার সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
      বেশ কিছু কারণে প্রায়ই নেটেলার একাউন্টে লগইন জনিত সমস্যা হতে পারে। আপনি যখন লগইন করতে যাচ্ছেন তখন কি বলছে সেটা, অনুগ্রহ করে আমাদের বুঝিয়ে বলুন। নেটেলার, বাংলাদেশসহ বেশী কিছু দেশ থেকে তাদের মাস্টার কার্ড সার্ভিস বন্ধ করে দিয়েছে। বিস্তারিত জানতে এখানে দেখুন – https://www.fxbangladesh.com/forums/topic/neteller-deposit/
      আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অনুগ্রহ করে একটি Appointment নিন। মিটিং এর জন্য, রেজিস্ট্রেশন করুন – https://www.fxbangladesh.com/forex-training-center/

  23. ভাই আমি ভেরিফাই এর প্রথম ২টি ধাপ পার হইছি কিন্তু ৩য় ধাপ পার হতে পারচি না, প্লিজ সাহায্য করুন

    • আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      ৩য় ধাপে এসে আপনাকে লোকেশন ভেরিফাই করে নিতে হবে। এর জন্য প্রয়োজন হবে আপনার নামে রয়েছে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট এর কপি। এক্ষেত্রে মনে রাখবেন, স্টেটমেন্ট এর ইস্যুর মেয়াদ ৯০ দিনের মধ্যে হতে হবে এবং ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর এবং সিল থাকা আবশ্যক। লোকেশন ভেরিফাই এর নিয়মটি জানতে এখানে দেখুন – https://www.fxbangladesh.com/forums/topic/neteller-verification-process/ কিংবা ইমেইল করুন – [email protected]

  24. আমার নেটেলার একাউন্ট ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার কোন অপশন ব্রাউজারে দেখাচ্ছে না।এমনকি নেটেলার এপ্স দিয়েও করতে পারছি না। আমাকে সমাধান দিন।

    • আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
      নেটেলার একাউন্টে ঠিকানা ভেরিফাই করার জন্য অনুগ্রহ করে Utility অপশন নির্বাচন করে সেখানে আপলোড করে দিন। বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে -https://www.fxbangladesh.com/forums/forum/forex-payment-system/
      যদি তারপরও আপনি নিজ থেকে না পারেন তাহলে অনুগ্রহ করে আমাদের সাপোর্ট ইমেইল [email protected] একটি ইমেইল করুন। সেখান থেকে আপনার অবশ্যই সহায়তা করা হবে।

  25. ভাই বিদ্যুত বিল আমার নামে নেই।বাবার নামে আছে তাইলে কি হবে?আমি যতি আমার পোষ্ট কোড বর্তমান ঠিনার টা দেই,বিদ্যুত বিলের কাগজে যা আছে,আইডি কাড এর টা নয় তাহলে কি সমস্যা হবে, ওয়েব ক্যামেরা কি ব্যবহার করতেই হবে।

    • প্রশ্নের জন্য ধন্যবাদ।
      প্রথমত, নেটেলার একাউন্ট এর ঠিকানা ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট/বিদ্যুৎ বিল কপি সাবমিট করতে হবে। বিল অবশ্যই, আপনার নিজ নামে (NID কার্ড অনুযায়ী) হতে হবে। অন্য কারও নামে হলে চলবে না।
      দ্বিতীয়ত, NID কার্ড শুধুমাত্র পরিচয় ভেরিফাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিকানা নয়।
      তৃতীয়ত, যদি আপনার নামে কোনও ধরনের ডকুমেন্টস না থাকে তাহলে অনুগ্রহ করে একাউন্ট খোলার দরকার নেই। এতে করে পরবর্তীতে আপনি নিজেই বিপদে পরবেন।
      সর্বশেষ, তথ্য সাবমিট করার যেই নিয়ম রয়েছে সে অনুযায়ীই আপনাকে করতে হবে।
      ভেরিফিকেশন এর বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে এখানে দেখুন – https://www.fxbangladesh.com/forums/topic/neteller-verification-process/

  26. আমি আমার নেটেলার একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাদের ইমেইলে মেইল করে ০.০১ ডলারের জন্য আবেদন করেছিলাম।কিন্তু এখোনো ডলার সেন্ট করেনি। টেকনিক্যাল সমস্যা বলেছিলো। আমিও অপেক্ষা করেছি কয়েকদিন। কিন্তু এখোনো ডলার আসেনি।।।

    • আপনার মতামতের জন্য ধন্যবাদ।
      নেটেলার কর্পোরেশন এর সাথে আমাদের পক্ষ থেকে এই বিষয়ে কাজ করা হচ্ছে। কিন্তু ঠিক কবে থেকে এই সেবা আবার প্রদান করতে পারবো সেই সম্পর্কে এই মুহূর্তেই বলতে পারছি না। তবে আশা করছি খুব শীঘ্রই সম্ভব হবে।

      সাথে থাকার জন্য ধন্যবাদ।

    • আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে ইমেইল এর মাধ্যমে রিপ্লাই প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে ইমেইল চেক করে দেখুন। যদি Inbox এ কোনও ইমেইল না পান, তাহলে Spam কিংবা Junk ফোল্ডার চেক করে নিন।

    • দুঃখিত, Bank Statement এর মেয়াদ ইস্যু হবার ৯০ দিনের মধ্যে হতে হবে। না হলে সেটি বাতিল বলে গণ্য হবে।

    • আপনার ইমেইলের রিপ্লাই না দেয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনেকসময়, আপনি যদি আমাদেরকে Subject ছাড়া কোনও ইমেইল করে থাকেন তাহলে আমাদের সিস্টেম সেটিকে ব্লক করে ফেলে যার কারণে রিপ্লাই দেয়া হয় না। আপনি কষ্ট করে আবার একটি ইমেইল করেন অবশ্যই আপনার ইমেইলের রিপ্লাই দেয়া হবে।

      ধন্যবাদ।

  27. আমি একাউন্ট খুলেছি কিন্তু ভেরীফাই করার করার জন্য ডলার ডিপোজিট করবো কিভাবে, অনুগ্রহ করে বলবেন প্লিজ

    • আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আমাদের একটি ইমেইল করুন [email protected] । এখান থেকে আপনাকে ইমেইলের মাধ্যমে সমস্ত পক্রিয়া সম্পর্কে জানানো হবে।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here