Neteller Account – ফরেক্স মার্কেটে অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে নেটেলার। আমরা যারা বাংলাদেশে ফরেক্স ট্রেড করছি তারা সবসময়ই অর্থ বিনিয়োগ কিংবা উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি কারন আমাদের দেশ থেকে সরাসরি লোকাল ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কোনও সুযোগ নেই। তাই ট্রেডাররা সবসময়ই তাদের বিনিয়োগকৃত অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন। অনেকেই আমাদের প্রশ্ন করেন, ফরেক্স ব্রোকারে লেনেদেন করার জন্য কি কি মাধ্যম ব্যবহার করবেন? বেশীরভাগ সময়ই দেখা যায়, আমাদের দেশের ট্রেডাররা কোনও না কোনও ট্রেডার এর থেকে একাউন্ট ট্র্যান্সফার কিংবা কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের থেকে ব্যাংক এর মাধ্যমে লেনেদেন করেন। কিন্তু এই মাধ্যমগুলোর কোনটাই নিরাপদ নয়।
এই বছরের শুরুতে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নের কারনে, নেটেলার কর্তৃপক্ষ এদের সেবা ব্যবহার করায় বেশ কিছু অতিরিক্ত বিধি-নিষেধ আরোপ করে যার কারনে, বাংলাদেশ সহ বেশ কিছু দেশের একাউন্ট ব্যবহারকারীরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাউন্ট বাতিল করে দেয়া। এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের এমন অভিযোগ পেয়েছি যাদের একাউন্ট নেটেলার ব্লক করে দিয়েছে এবং একাউন্টে বিদ্যমান ফান্ডও ব্লক করে দিয়েছে। সুতরাং, যারা ফরেক্স কিংবা বাইনারি ট্রেডিং শুরুর জন্ন্য নেটেলার ব্যবহার করতে আগ্রহী অনুগ্রহ করে এটির পরিবর্তে স্ক্রিল এর একাউন্ট রেজিস্টার করে নেয়ার পরামর্শ দিচ্ছি। বিস্তারিত জানুন এই আর্টিকেল থেকে।
কেননা, বেশীরভাগ ব্রোকারে আপনি যেই মাধ্যমে ফান্ড ডিপোজিট করবেন, ফান্ড উত্তোলন করার জন্যও আপনাকে সেই মাধ্যম ব্যবহার করতে হবে। এখন ধরুন, আপনি যেই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছ থেকে ফান্ড ডিপোজিট করিয়েছেন সেই ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান যদি না থাকে, তাহলে আপনার বিনিয়োগ উত্তোলন করবেন কি করে? ব্রোকারও আপনাকে সেই অর্থ উত্তোলন করতে দিবে না। কি চিন্তায় পড়ে গেলেন? এই সমস্যার সমাধান তাহলে কিভাবে হবে? অনুগ্রহ করে সম্পূর্ণ আর্টিকেলটি বিস্তারিত পড়ে নিন। তাহলেই আপনার সকল প্রশ্নের উত্তর পাবেন আশা করি।
– ভিডিও টিউটোরিয়াল –
ফরেক্স মার্কেটে লেনদেন করার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে নেটেলার। এর বেশী জনপ্রিয়তার পিছনে মূল কারন হচ্ছে আমাদের দেশে এই নেটেলার পাওয়া খুবই সহজ এবং আপনি খুব সহজেই অন্য নেটেলার একাউন্টে অর্থ ট্রান্সফার করতে পারেন অথবা আপনার যদি Neteller Master Card থেকে থাকে তাহলে খুব সহজেই যেকোনো ATM থেকে অর্থ তুলে নিতে পারবেন। এছাড়াও, আপনি চাইলে আপনার লোকাল ব্যাংক এর মাধ্যমেও সরাসরি নেটেলার এর ফান্ড উত্তোলন করে নিতে পারবেন।
কিভাবে Neteller Account খুলবেন?
নেটেলার একাউন্ট খুলতে কোনও টাকা লাগে না। আপনি ফ্রি-তেই একাউন্ট খুলতে পারবেন। অনেকেই আমাদের কাছে ফোন কিংবা ইমেইল এর মাধ্যমে জানতে চান, আমরা নেটেলার একাউন্ট বিক্রয় করি না? অনেকেই আবার ৬/৭ হাজার টাকার বিনিময়ে এই নেটেলা একাউন্ট ক্রয়-বিক্রয় করে থাকেন। ভাই, অনুরধ করছি, কোনওভাবেই নিজ ছাড়া অন্য কারেও নামে ব্যবহার করা নেটেলার একাউন্ট কিনবেন না। মনে রাখবেন, নেটেলার একাউন্ট রেজিস্টার করা সম্পূর্ণ ফ্রি এবং এর জন্য আপনাকে একটি পয়সাও খরচ করতে হবে না। আমাদের এই আর্টিকেলটি যদি মন দিয়ে পড়ে থাকেন তাহলে নিজেই নেটেলার একাউন্ট খুলে নিতে পারবেন।
Neteller Account কিভাবে ভেরিফাই করবেন?
আমরা সবচেয়ে বেশী সমস্যার সম্মুখীন হই নেটেলার একাউন্ট ভেরিফাই করা নিয়ে। কিন্তু মজার কথা হচ্ছে এটা খুবই সহজ একটি পক্রিয়া। আমাদের নিজেদের কিছু ভুলের কারণে আমরা এই সমস্যায় পড়ে থাকি। এখন আমরা জানবো কিভাবে আপনারা নেটেলার একাউন্ট ভেরিফাই করবেন?
- ১ম ধাপ, সঠিকভাবে Neteller Account ওপেন করার পর আপনাকে প্রথমে যেকোনো পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে হবে। তারপর আপনি, আপনার একাউন্টে ভেরিফাই করার অপশনটি পাবেন। এমাউন্ট যেকোনো পরিমাণ হতে পারে তবে, নেটেলার থেকে নেটেলার এর সর্বনিম্ন $5 ট্রান্সফার করা যায়। যদি আপনার কাছে skrill এর এমাউন্ট থেকে তাহলে আপনি $0.01 ও ডিপোজিট করতে পারবেন। যদি আপনার কাছে skrill এর ডলার না থাকে তাহলে আমরা আপনাকে $0.01 দিবো একাউন্ট ভেরিফাই করার জন্য।
- ২য় ধাপ, এমাউন্ট ডিপোজিট করার পর- আপনাকে ৩টি আলাদা আলাদা security question সেট করতে হবে যাতে করে কোনও কারণে আপনার নেটেলার একাউন্ট ব্লক হয়ে গেলে বা কোনও ধরনের সমস্যা হলে আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে নেটেলার একাউন্টিকে পুনরুদ্ধার করতে পারেন। একাউন্ট এর নিরাপত্তার স্বার্থে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে সঠিকভাবে সংরক্ষন করুন এবং অন্য কারও কাছে শেয়ার করা থেকে বিরত থাকুন। তারপর, আপনাকে আপনার একাউন্ট এর জন্য একটি ৬ ডিজিটের Pin Code সেট করতে হবে। এই পিন কোড একাউন্ট লগইন করার সময় এবং অন্য একাউন্টে অর্থ লেনদেন করার জন্য আপনার এই পিন-কোডটির প্রয়োজন পরবে। অর্থাৎ, যখন আপনি নিজ নেটেলার একাউন্ট থেকে অন্য কারও নেটেলার একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে যাবেন তখন এই পিন কোডটি ব্যবহার করতে হবে। একাউন্ট এর নিরাপত্তার স্বার্থে, এই পিন কোডটিও কারও সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। তবে যদি কখনো এই পিন কোড ভুলে যান, তাহলে সেটিকে রিকভার অর্থাৎ নতুন করে সেট করে নিতে পারবেন।
- ৩য় ধাপ, এবার আপনাকে আপনার নাম সঠিকভাবে ভেরিফাই করার জন্য NID/Passport/Driving License এর কপি আপলোড করতে হবে। এখানে আপনার NID/Passport/Driving License এর দুইপিঠের রঙিন ছবি সাবমিট করবেন। এক্ষেত্রে আপনাকে ওয়েবক্যাম এর ব্যাবহার করতে হবে।
- সর্বশেষ ধাপ, আপনার ঠিকানা ভেরিফাই করার জন্য, আপনার নামে রয়েছে এমন যে কোনও একটি Utility BIll/Council papers/Court Bill/Bank Statement এর কপির ছবি আপলোড করবেন। এবার আপনার NID/Passport/Driving License টি আপনার মুখের সামনে ধরে আরও একটি ছবি তুলতে হবে। (এই ছবিটি আপলোড করার জন্য সরাসরি Webcam ব্যাবহার করতে হবে)
বি:দ্র: Neteller Account সঠিকভাবে ভেরিফাই করার সময়, নিম্নলিখিত বিষয়সমূহ সম্পর্কে সতর্ক থাকবেন –
- আপলোড কৃত ছবি রঙিন হতে হবে। সাদাকালো কিংবা ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
- NID/Passport/Driving License এর ছবি স্পষ্ট এবং এখানে আপনার নাম এবং বয়স যাতে বোঝা যায় এরকম হতে হবে
- ছবি স্ক্যান করে আপলোড করা যাবে না। স্ক্যানিং করা কোনও ইমেইজ ভেরিফিকেশন এর জন্য সাবমিট করা যাবে না। এক্ষেত্রে, ডকুমেন্ট সাবমিট করার সময় আপনার স্মার্টফোন থেকে সরাসরি ছবি তুলে আপলোড করে দিবেন।
- ডকুমেন্টস এর ছবি তোলার সময়, সেটি একটি পরিষ্কার টেবিলে রেখে তারপর ভালো করে ফোকাস করে ছবি তুলবেন এবং লক্ষ্য রাখবেন, আপনার ডকুমেন্টস এর ৪টি কোনা যাতে করে স্পষ্ট বোঝা যায়।
- VPN এর মাধ্যমে নেটেলার একাউন্ট রেজিস্ট্রেশন কিংবা ভেরিফাই করতে যাবেন না। এতে করে আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়া হতে পারে।
- কখনোই একই নামে দুইটি কিংবা একাধিক নেটেলার একাউন্ট খুলতে যাবেন না, এতে আপনার দুইটি একাউন্টই ব্লক হয়ে যাবে। নেটেলার প্রতিষ্ঠান একাধিক একাউন্ট ব্যবহার করার কোনও সুবিধা প্রদান করে না। এবং আপনি যখন একাউন্ট রেজিস্টার করেন, তখন আপনার ইন্টারনেট আইপি (IP) নেটেলার এর সার্ভারে জমা হয়ে যায়। যদি একই আইপি ব্যবহার করে একাউন্ট রেজিস্টার করার চেষ্টা করেন তাহলে আপনি নিজেই বিপদে পারবেন।
- ভুল কোনও তথ্য দিয়ে একাউন্ট ওপেন করতে যাবেন না। যদি আপনার কাছে এই দরকারি তথ্যগুলো না থাকে তাহলে আপনার নামে একাউন্ট রেজিস্টার করারও কোনও প্রয়োজন নেই। এতে আপনিই বিপদে পরতে পারেন।
- একাধিক ব্রাউজার কিংবা আইপি ব্যবহার করে নিজের নেটেলার একাউন্ট লগইন তথাপি ব্যবহার করবেন না। এতে করে আপনার একাউন্ট এর নিরাপত্তাহানী হতে পারে। আরও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, পাবলিক স্থানের ইন্টারনেট কানেকশন (যেমন, মার্কেট, পার্ক, হোটেল সাইবার ক্যাফে) ব্যবহার করে কখনোই নেটেলার একাউন্টে লগইন কিংবা ব্রাউজ করবেন না। এতে করেও আপনার একাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেয়া হতে পারে।
কোনও ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করুন। ভেরিফিকেশন সম্পর্কিত বিস্তারিত আরও তথ্য জানার জন্য অনুগ্রহ করে আমাদের ফোরামের নেটলার অংশে দেখুন। ফোরামের লিংক আর্টিকেল এর শেষে দেয়া আছে।
ধন্যবাদ,
অফিসিয়াল ওয়েবসাইট-
www.neteller.com
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
nice
এখন নাকি বাংলাদেশ থেকে Skrill ও Neteller ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ব্যাপারটা কি সত্য?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিষয় সম্পূর্ণ সত্য নয়। কেননা ২০২০ সালের ফেব্রিয়ারি মাস থেকে “স্ক্রিল” অফিসিয়ালভাবে বাংলাদেশে তাদের সেবা পরিচালনা করে আসছে এবং এর জন্য রাস্ত্রায়িত্ত সোনালী ব্যাংক এর সাথে স্ক্রিল এর সাথে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে, বাংলাদেশ থেকে স্ক্রিল এর মাধ্যমে লেনদেন সম্পূর্ণরূপে বৈধ। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে- https://fxbd.co/GSmKq । এছাড়াও, নেটেলার এর সেবাও বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। কোনও সমস্যা নেই তবে আমাদের পরামর্শ হচ্ছে, অনলাইন লেনদেন এর জন্য স্ক্রিল ব্যবহার করার। বিস্তারিত – https://fxbd.co/skrill
আপনাদের অফিসের ঠিকানা দরকার
কমেন্ট এর জন্য ধন্যবাদ। বিদ্যমান মহামারি জনিত কারনে আমাদের অফিসিয়াল কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। যেকোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট কিংবা ইমেইল করে জানাতে পারেন।
sir,
আমার অ্যাকাউন্টিতে ডিপজিট চাচ্ছে,
কিন্তু ডলার ঢুকাবার কোন পথ পাচ্ছি,,
যার কারণে অ্যাকাউন্টে id কার্ড এবং বিলের কাগজ জমা দিতে পারতেছি না স্যার,
স্যার আমার কাছে অ্যাকাউন্টটি খুব প্রয়োজন।
সাহায্য করুন।।
অনুগ্রহ করে গুগল কিংবা ফেইসবুকে বেশকিছু গ্রুপ পাবেন যারা নিয়মিত নেটেলার কিংবা স্ক্রিল এর ফান্ড এক্সচেঞ্জ করে থাকেন। সুতরাং অনুগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আমাদের ফান্ড এক্সচেঞ্জ এর কোনও সুবিধা নেই। ধন্যবাদ।
sir,
আমি তাহলে “skrill account” রেজিস্ট্রেশন করলাম,
কিন্তু তাতেও ডলারের জন্য ভেরিফাই হচ্ছেনা
ple help করুন স্যার?
স্কিল একাউন্ট এর ভেরিফিকেশন বাধ্যতামূলক নয়। সুতরাং, আপনি যেই কারনে এটি ব্যবহার করতে চান সেটি ব্যবহার করা শুরু করুন। ভেরিফাই করার প্রয়োজন হলে স্ক্রিল স্বয়ংক্রিয়ভাবে আপনাকে নোটিশ আকারে প্রদান করবে। ধন্যবাদ।
স্যার আমার একই সমস্যা আমার “neteller account” ডলার ছাড়া ভেরিফাই হচ্ছে না,
please help me sir?
নেটেলার একাউন্টে ফান্ড লেনদেন তথা ডিপোজিট ছাড়া একাউন্ট ভেরিফাই করা সম্ভব নয়। সুতরাং একাউন্টে ফান্ড ডিপোজিট করে নিন তাহলেই ভেরিফাই করে নিতে পারবেন। তবে আমাদের পরামর্শ হচ্ছে Skrill একাউন্ট ব্যবহার করার। কেননা এটি বাংলাদেশে অনুমোদিত এবং নিবন্ধিত। বিস্তারিত – https://fxbd.co/skrill
[…] ডিপোজিট করার সুবিধা রেখছে। যেমন, Neteller, Skrill, Payza, Excard, Internal Transfer আরও বেশ কিছু […]
আমার $0.01 lagbe neteler verify করার জন্য। pls help me. [email protected]
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
বিদ্যমান মাহামারি কারনে আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারনে এই মুহূর্তে ফান্ড ট্র্যান্সফার করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে নতুবা আপনি যারা নিয়মিত নেটেলার এর ফান্ড বিক্রয় করেন তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন।
আমি গত নভেম্বর মাসে আপনাদের অফিসে গিয়েছিলাম।আপনাদের অফিসটা এতো ভুতুড়ে হবে আশা করিনি।অফিসে মাত্র একজন লোক ছিলো, খুজে পেতে অনেক কষ্ট পেগে হয়েছে।
যাইহোক, আমি ইন্সটাফরেক্সে এবং নেটেলারে একাউন্ট খুলার জন্য গিয়েছিলাম।একজনের সহযোগিতায় খুলেছি কিন্ত নেটেলার ভেরিফিকেশনের জন্য ডলার জমা করতে হতো, আমি তখন আপনাদের কাছ থেকে কোন সহযোগিতা পাইনি।আমি ২০০ ডলার ডিপোজিট করতে চেয়েছিলাম আপনারা আমাকে কোন হেল্প করেন নি।এমনকি এখন যে বলছেন ০.০১ ডলার দিয়ে আপনারা ভেরিফিকেশন করে দেন সেদিন সেটাও করে দেননি।আমি আজ পর্যন্ত ফরেক্স ট্রেড করতে পারিনা আপনাদের অসহযোগিতার কারনে।সেদিন আমি বলেছিলাম ভাই আমি সৌদি থাকি, এখন ভেরিফিকেশন না করলে সৌদি গিয়ে আর করতে পারবোনা কিন্ত আপনারা কোন হেল্প করেন নি।বলেছিলেন আমরা ডলার বেচিনা।
এখন যে সহযোগিতার কথা বলছেন সেটাতো লোক দেখানো।আমি নিজে অফিসে গিয়ে কোন সহযোগিতা পাইনি। এটা কি আমাদের সাথে তামাশা করা হচ্ছেনা?
মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
১. অফিস খুঁজে কষ্ট পেতে হয়েছে এই জন্য দুঃখিত। কেননা গুগল ম্যাপে সার্চ করলেই আপনি অফিস লোকেশন পেয়ে যেতেন।
২. ডিপোজিট সংক্রান্ত কোনও সেবা আমরা প্রদান করি না। সেটা আমাদের সাইটের নীতিমালাতে স্পষ্ট করে লিখা রয়েছে। অনুগ্রহ করে দেখে নিতে পারেন। নেটেলার ভেরিফিকেশন এর ফান্ড কিছু কারগরি সমস্যা জনিত কারনে বন্ধ রয়েছে যার কারনে আপনাকে সেবা প্রদান করা সম্ভব হয়নি।
৩. দুঃখিত আমাদের সহায়তা না পাওয়ার জন্য। ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন ছাড়া যেকোনো সেবা আমাদের নিকট থেকে পাবেন।
ধন্যবাদ
ভাই আপনি আগে শিক্ষেন তার পর ট্রেড করেন।
আপনার কমেন্ট দেখে মনে হইতেছে টাকা হারানোর জন্য পুরো
উতলা হয়ে আছেন। ভাই এটা এমন একটা মানি মার্কেট যেখানে
পুরো সৌদির টাকা সব ঢুকান আর যদি ভুল ভাবে ট্রেড করেন,
সব হারিয়ে যাবে। সো রিলাক্স আগে শিক্ষেন।
Ami neteller registration korcho….verify korte kicu dipojit lagbe.. .Jodi aktu help koriyen???? [email protected]
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
এই মুহূর্তে আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ রয়েছে যার কারনে প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে ভিন্ন কোনও উৎস থেকে খোঁজ নেয়ার অনুরধ করছি।
একাউন্ট রেজিষ্ট্রেশন করতে ঠিকানায় কিছু ভুল হয়ে গিয়েছে। Edit ক্লিক করলে
after verification বলে। এখন কি করতে পারি।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। এটি আপনি নিজ থেকে ঠিক করতে পারবেন না। নেটেলারে ঠিকানা ভেরিফাই করার জন্য যেই ডকুমেন্ট সাবমিট করবেন সে হিসাবে স্বয়ংক্রিয়ভাবে সেটিকে ঠিক করে দেয়া হবে। ভেরিফিকেশন এর জন্য এখন ডকুমেন্ট সাবমিট করুন এবং নেটেকার এর রিপ্লাই এর জন্য অপেক্ষা করুন।
আমার একাউন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হইসে।।ইমেইল পাইছি।।কিন্তু ডিপোজিট এর জন্য ভেরিফাই হয় নাই।।ki korbo bujtechi na….ekhn ki amr account diye lenden korte parbo naki verify korte Hobe???amake ektu help koriyen dada
চিন্তার কিছুই নেই। একাউন্টে ফান্ড ডিপোজিট করুন, ভেরিফিকেশন এর জন্য ডকুমেন্টস সাবমিট করুন। লেনদেন করুন। কোনও সমস্যা হবে না।
ধন্যবাদ।
ইন্ডিয়া নেটেলার থেকে কি বাংলাদেশের নেটেলার একাউন্ট এ ডলার আনা জাবে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আপনি চাইলে আনতে পারবেন। যেসকল দেশে নেটেলার সাপোর্ট করে সেবগুলো থেকেই আপনি ফান্ড ট্র্যান্সফার এর মাধ্যমে ডলার লেনদেন করতে পারবেন। তবে কিছু কিছু দেশের জন্য “মানি ট্র্যান্সফার” অপশনটি বন্ধ থাকে। সেক্ষেত্রে প্রথমে জেনে নিবেন। ওই ব্যাক্তির একাউন্টে মানি ট্র্যান্সফার এর অপশনটি রয়েছে কিনা।
একাউন্ট ভেরিফাই এর জন্য যদি 0.1$ ডলার দিয়ে যদি একটু সাহায্য করতেন, ভালো হত।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। ইমেইল এর মাধ্যমে রিপ্লাই প্রদান করা হয়েছে।
ভাই আমি একটা নিটেলার একাউন্ট খুলেছি।আমাকে যদি ০.০১ দেন তাহলে কৃতঋণী থাকবো।
স্যার,
আমি neteller একাউন্ট খুলেছি। একাউন্ট ভেরিফিকেশনের জন্য $0.01 প্রয়োজন। কিভাবে আপনাদের মাধ্যমে $0.01 পেতে পারি, জানালে উপকৃত হব।
মোঃ এনায়েতুর রহমান
ই-মেইলঃ [email protected]
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আপনাকে ইমেইল এর মাধ্যমে ইতিমধ্যেই রিপ্লাই প্রদান করা হয়েছে।
Neteller account খুলবো।.০১ ডলার লাগে।হেল্প করলে ভালো হতো।
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
বিদ্যমান পরিস্থিতির কারনে, আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় ফান্ড ট্র্যান্সফার সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে ভিন্ন কোনও উৎস হতে খুজে নেয়ার অনুরধ করা হচ্ছে।
verify ছাড়া Neteller এ লেন দেন করা যাবে
জী করতে পারবেন। তবে কি পরিমাণ করতে পারবেন সেটি বলতে পারছি না। এবং যেকোনো সময়ই নেটেলার ভেরিফিকেশন এর জন্য আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে। সুতরাং, ভেরিফাই ছাড়া লেনদেন করার পরামর্শ দিচ্ছি না।
Neteller er jonno ki typer bank account khulte hobe??
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
একাউন্ট যেকোনো হতে পারে। শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট এর প্রয়োজন হবে। লেনদেন এর কোনও বিধিনিষেধ নেই।
Amar Smart I’d card nay…
So Ami ki Nettller verify korte parbo na??!!😗😗
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
পরিচয় ভেরিফাই করার জন্য আপনার নামে আছে এমন জাতীয় পরিচয়পত্র কিংবা ড্রাইভিং লাইসেস্ন কিংবা পাসপোর্ট এর প্রয়োজন হবে। যদি না থাকে, তবে একাউন্ট ভেরিফাই করতে পারবেন না।
আমার neteller account verify করার জন্য $.01 ডিপোজিট করছি কিন্তু আবার ডিপোজিট করার জন্য বলতেছে। এখন কি করা যায় ?
কমেন্ট এর জন্য ধন্নবাদ।
আপনি কি একাউন্ট ভেরিফাই করেছেন? যদি করে না থাকেন তাহলে ডিপোজিট করার পরই আপনাকে একাউন্ট ভেরিফাই করে নিতে হবে। যদি এখন একাউন্ট ভেরিফাই করার জন্য না আসে তাহলে যেকোনো পরিমান এর ফান্ড ডিপোজিট করে নিন প্রথমে।
আমি একটি নেটেলার অ্যাকাউন্ট খুলেছি ভেরিফাইয়ের জন্য যদি$০.০১ দিতেন খুবই উপকৃত হতাম।please help me.
Account –[email protected]
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আপডেট সরাসরি আপনার ইমেইল এর মাধ্যমে প্রদান করা হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন।
স্যার,
আমি neteller একাউন্ট খুলেছি। একাউন্ট ভেরিফিকেশনের জন্য $0.01 প্রয়োজন। কিভাবে আপনাদের মাধ্যমে $0.01 পেতে পারি, জানালে উপকৃত হব।
Bhai, ami email pathaisi,
amake $0.01 diye hepl korte parben pls.
email ID# [email protected]
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
বিষয়টী আপনাকে ইমেইল এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে অনুগ্রহ করে কিছুটা সময় অপেক্ষা করুন।
আমি একটা নেটারল আইডি খুলব আমাকে একটু সাহায্য করবেন
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
নেটেলার একাউন্ট রেজিস্টার করার জন্য অনুগ্রহ করে এই লিংকটি ক্লিক করুন https://fxbd.co/2CGh4Ge এবং আপনার ইমেইল এবং নাম দিয়ে স্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরন করুন। তাহলেই একাউন্ট নিজেই রেজিস্টার করে নিতে পারবেন।
0.01 lagbe neteller verify korarar jonno ami apnader email e.. Ekti mail kore dibo. Help korben plz…
কমেন্ট এর জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে সেক্ষেত্রে ইমেইল এর রিপ্লাই পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
আমি নেটেলার একাউন্ট খুলেছি । ভেরিফাই করার জন্য ০.০১ ডিপোজিট দরকার। কিভাবে আপনাদের মাধ্যমে ডিপোজিট পেতে পারি জানালে উপকৃত হতাম।
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
বিষয়টি সম্পরকে ইমেইল এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে ইমেইল চেক করে দেখুন।
with out verification can i deposite or widraw money?
Thanks for your Comment.
Yes! you can. But without being verified you can not transect more then $100. Our advice is, if you are planning to use Neteller regularly then please make the verification first. If you do not have enough documents for the purpose of verification then please do not Deposit/ Upload/ Transect money.
আমার স্ক্রিল এ 0.01 ডলার দিতে পারবেন? কৃতজ্ঞ হব
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আপনাকে বিস্তারিত তথ্য ইমেইল এর মাধমে জানিয়ে দেয়া হয়েছে। অনুগ্রহ করে চেক করে দেখুন।
আমি http://www.fxbangladesh.com এর লিংক দিয়ে Neteller Account করেছি । ভেরীফাই করার জন্য প্রয়োজনীয় এমাউন্ট কি আপনাদের মাধ্যমে পেতে পারি ? ধন্যবাদ ।
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
অনুগ্রহ করে বিষয়টির জন্য একটি ইমেইল করুন – [email protected]
নেটেলার কি ব্যাংক statement দিয়ে verification করা যায়
প্রশ্নের জন্য ধন্যবাদ।
ভেরিফাই করে নিতে পারবেন। সম্পূর্ণ ভেরিফিকেশন এর বিস্তারিত জানার জন্য আমাদের ফোরামের নেটেলার অংশে দেখুন – https://fxbd.co/2zDiBLw
Neteller ভেরিফায় করার জন্য ০.০১ সেন্ট চাই। [email protected].
আমি fxbangladesh.com এর লিং থেকে একাউন্ট্ করেছি। আমি কি ০.০১ সেন্ট পাব।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। আপনাকে ইমেইল এর মাধ্যমে রিপ্লাই প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে চেক করে দেখুন।
১) ভাই আমি একটি নেটেলার একাউন্ট খুলেছি।
এখন ভেরিফিকেশনের জন্য ০.০১ ডলার প্রয়োজন যদি একটু সাহায্য করতেন।
আমার নেটেলার একাউন্ট ইমেইল [email protected]
২) এছাড়াও আমি একাউন্ট খুলেছি আমার pc থেকে যদি মোবাইল থেকে নেটেলার ভেরিফিকেশন করি তাহলে কোনো সমস্যা হবে।
ইমেইল এর মাধ্যমে আপনাকে তথ্য প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে আপনার ইমেইল চেক করে দেখুন।
ভাই আমি দুইটি ইমেইল আইডি থেকে একই নামে দুইটি skrill একাউন্ট খুলেছিলাম। ১মটি খুলার পর ৫ ডলার ডিপোজিট করতে বলেছিল কিন্তু আমার কাছে ৫ ডলার ছিল না। তাই অন্য একটি ওয়েবসাইট থেকে ২য়টি খোলার পর ৫ ডলার ডিপোজিট করতে হয় নি এবং NID, Electricity bill এবং NID সহকারে আমার সেলফি দেয়ার পর সাবমিট করি। কিন্তু একদিন পর তারা আমাকে ইমেইল করে your account has been permanently close.
এই মুহুর্তে আমি কি করতে পারি?
প্লিজ ভাই এর সমাধানটি একটু জানাবেন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ। ইমেইল এর মাধ্যমে আপনাকে রিপ্লাই প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে ইমেইল চেক করে নিন।
ধন্যবাদ।
আমার নেটালার ভেরিফাইড করতে ৫ডলার দিছি কিন্তু এখানে বার বার কিছু ছবি দিছে আমি সঠিক এনছার দেয় কিন্ত কাজ হচ্ছে না
সমস্যাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি যেই ছবির কথা বলছেন সেগুলোকে বলা হয় Captcha । অনুগ্রহ করে আপনি যেই ইন্টারনেট ব্যবহার করে লগইন করার চেষ্টা করছেন সেটা বাদ দিয়ে ভিন্ন কোনও ইন্টারনেট ব্যবহার করে চেষ্টা করুন। একাউন্টে লগইন করলে, অবশ্যই সঠিকভাবে এই ক্যাপচা প্রদান করতে হবে। এছাড়া, একাউন্টে লগইন করতে পারবেন না।
আমি নেটটেলারে একাউন্ট খুলছি এখন ০.০১ডলার প্রয়োজন যদি দিতেন অামার ইমেইলঃ[email protected]
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
অনুগ্রহ করে ইমেইল আইডি – [email protected] ইমেইল করে জানান। আমাদের সাপোর্ট টীম এর পক্ষ থেকে আপনাকে পরবর্তী সহায়তা করা হবে। আশা করি বুঝতে পেরেছেন।
ami ki vaba neteller a taka deposit korbo
amake skirill 0.01 dollar din..
নীতিগত কিছু বাধ্যবাধকতা এর কারনে বেশ কয়েকদিন আমরা ফান্ড ট্র্যান্সফার করতে পারছি না। তবে এই বিষয়ে প্রক্রিয়াটি এখন পর্যন্ত চলমান। আশা করছি খুব শীঘ্রই আমরা আবারাও ফান্ড ট্র্যান্সফার করতে সক্ষম হব। অনুগ্রহ করে সেই পর্যন্ত অপেক্ষা করুন।
I want to buy some skrill $. Please check your mail. Thanks
Thanks for your Comments but unfortunately, we do not have any currency exchange service right now. Requesting you, to find somewhere/ someone else to resolve your need.
Thanks for staying with us!
আমি নেটেলার এ একাউন্ট খুলেছি। কিন্তু ভেরিফাই করতে পারছি না । ভেরি ফাই করার জন্য যদি .01 ডলার দিতেন তবে উপকৃত হতাম। আমার ইমেইল আইডি* [email protected]
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
অনুগ্রহ করে ইমেইল করুন – [email protected]
আমি আমার নিটেলার একাউন্ট ভেরিফাই করার জন্য 0.01 সেন্ট প্রার্থনা করছি। আমার ইমেইল আইডি- [email protected]
আমার নেটেলারে আমি ১০০$ ডলার ডিপোজিট করতে চায়,কিভাবে টাকা জমা করব???বাংলাদেশ হতে কি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া জাবে??অথবা কি ভাবে আমি ডলার জমা করতে পারি ও ১০০ ডলার ডিপোজিট করতে মোট কত টাকা খরচ হবে।
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
নেটেলার একাউন্টে ফান্ড ডিপোজিট সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই আমাদের ফোরামের নেটেলার অংশে আলোচনা করা হয়েছে। অনুগ্রহ করে https://www.fxbangladesh.com/forums/topic/neteller-deposit/ এই লিংক থেকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আমি নেটেলার এ অ্যাকাউন্ট খুলছি.. ভ্যারিফাই করার জন্য যদি ০.০১ ডলার দিতেন তবে উপকৃত হতাম..
আমার নেটেলার জিমেইল আইডি হচ্ছে
[email protected]
কমেন্ট এর জন্য ধন্যবাদ।
খুব শীঘ্রই ইমেইল এর মাধ্যমে আপনাকে রিপ্লাই প্রদান করা হবে।
আমাকে সহায়তা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও এমন অনেক সহায়তা পাবো।
আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন।
Neteller Verified jonno Jogajog korte paren
আপনার কমেন্ট এর জন্য আন্তরিক ধন্যবাদ। “ফরেক্স বাংলাদেশ” Paysafe Inc. পার্টনার হয়ে কাজ করছে গত দুই বছর ধরে। আপনার যদি নেটেলার সংক্রান্ত কোনও সমস্যা হয় তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন।
Amar lagbe
আমি নেটেলার এ অ্যাকাউন্ট খুলছি.. ভ্যারিফাই করার জন্য যদি ০.০১ ডলার দিতেন তবে উপকৃত হতাম..
আমার নেটেলার জিমেইল আইডি হচ্ছে
[email protected]
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
আপনাকে ইমেইল এর মাধ্যমে আপডেট জানানো হয়েছে। অনুগ্রহ করে ইমেইল এর Inbox কিংবা Junk Folder চেক করুন।
আমি নেট টেলার এর একাউন্ট করেছি অনেক আগে এবং আমি লেনদেন ও করেছি, এই মুহুর্তে আমি আমার নেটটেলার এ ডুকতে পারছি না অনেক বার ট্রাই করে ও।।
এবং আমার একটি নেট্টেলার মাস্টার কার্ড ও দরকার।।
আমি চাচ্চি সরাসরি আপনাদের সাথে দেখা করে আমার আইডি টি ঠিক করার জন্য।। কিন্তু কোন ঠিকানা না থাকার কারনে আমি যোগাযোগ করতে পারছি না।।
কমেন্ট এর জন্য ধন্যবাদ এবং আপনার সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
বেশ কিছু কারণে প্রায়ই নেটেলার একাউন্টে লগইন জনিত সমস্যা হতে পারে। আপনি যখন লগইন করতে যাচ্ছেন তখন কি বলছে সেটা, অনুগ্রহ করে আমাদের বুঝিয়ে বলুন। নেটেলার, বাংলাদেশসহ বেশী কিছু দেশ থেকে তাদের মাস্টার কার্ড সার্ভিস বন্ধ করে দিয়েছে। বিস্তারিত জানতে এখানে দেখুন – https://www.fxbangladesh.com/forums/topic/neteller-deposit/ ।
আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অনুগ্রহ করে একটি Appointment নিন। মিটিং এর জন্য, রেজিস্ট্রেশন করুন – https://www.fxbangladesh.com/forex-training-center/
ভাই আমি ভেরিফাই এর প্রথম ২টি ধাপ পার হইছি কিন্তু ৩য় ধাপ পার হতে পারচি না, প্লিজ সাহায্য করুন
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
৩য় ধাপে এসে আপনাকে লোকেশন ভেরিফাই করে নিতে হবে। এর জন্য প্রয়োজন হবে আপনার নামে রয়েছে এমন একটি ব্যাংক স্টেটমেন্ট এর কপি। এক্ষেত্রে মনে রাখবেন, স্টেটমেন্ট এর ইস্যুর মেয়াদ ৯০ দিনের মধ্যে হতে হবে এবং ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর এবং সিল থাকা আবশ্যক। লোকেশন ভেরিফাই এর নিয়মটি জানতে এখানে দেখুন – https://www.fxbangladesh.com/forums/topic/neteller-verification-process/ কিংবা ইমেইল করুন – [email protected]
আমার নেটেলার একাউন্ট ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার কোন অপশন ব্রাউজারে দেখাচ্ছে না।এমনকি নেটেলার এপ্স দিয়েও করতে পারছি না। আমাকে সমাধান দিন।
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
নেটেলার একাউন্টে ঠিকানা ভেরিফাই করার জন্য অনুগ্রহ করে Utility অপশন নির্বাচন করে সেখানে আপলোড করে দিন। বিস্তারিত তথ্য এখানে দেয়া আছে -https://www.fxbangladesh.com/forums/forum/forex-payment-system/
যদি তারপরও আপনি নিজ থেকে না পারেন তাহলে অনুগ্রহ করে আমাদের সাপোর্ট ইমেইল [email protected] একটি ইমেইল করুন। সেখান থেকে আপনার অবশ্যই সহায়তা করা হবে।
ভাই বিদ্যুত বিল আমার নামে নেই।বাবার নামে আছে তাইলে কি হবে?আমি যতি আমার পোষ্ট কোড বর্তমান ঠিনার টা দেই,বিদ্যুত বিলের কাগজে যা আছে,আইডি কাড এর টা নয় তাহলে কি সমস্যা হবে, ওয়েব ক্যামেরা কি ব্যবহার করতেই হবে।
প্রশ্নের জন্য ধন্যবাদ।
প্রথমত, নেটেলার একাউন্ট এর ঠিকানা ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট/বিদ্যুৎ বিল কপি সাবমিট করতে হবে। বিল অবশ্যই, আপনার নিজ নামে (NID কার্ড অনুযায়ী) হতে হবে। অন্য কারও নামে হলে চলবে না।
দ্বিতীয়ত, NID কার্ড শুধুমাত্র পরিচয় ভেরিফাই করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিকানা নয়।
তৃতীয়ত, যদি আপনার নামে কোনও ধরনের ডকুমেন্টস না থাকে তাহলে অনুগ্রহ করে একাউন্ট খোলার দরকার নেই। এতে করে পরবর্তীতে আপনি নিজেই বিপদে পরবেন।
সর্বশেষ, তথ্য সাবমিট করার যেই নিয়ম রয়েছে সে অনুযায়ীই আপনাকে করতে হবে।
ভেরিফিকেশন এর বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে এখানে দেখুন – https://www.fxbangladesh.com/forums/topic/neteller-verification-process/
আমি আমার নেটেলার একাউন্ট ভেরিফাই করার জন্য আপনাদের ইমেইলে মেইল করে ০.০১ ডলারের জন্য আবেদন করেছিলাম।কিন্তু এখোনো ডলার সেন্ট করেনি। টেকনিক্যাল সমস্যা বলেছিলো। আমিও অপেক্ষা করেছি কয়েকদিন। কিন্তু এখোনো ডলার আসেনি।।।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
নেটেলার কর্পোরেশন এর সাথে আমাদের পক্ষ থেকে এই বিষয়ে কাজ করা হচ্ছে। কিন্তু ঠিক কবে থেকে এই সেবা আবার প্রদান করতে পারবো সেই সম্পর্কে এই মুহূর্তেই বলতে পারছি না। তবে আশা করছি খুব শীঘ্রই সম্ভব হবে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমাকে সাহায্য করুন একাউন্ট ভেরিফাই করার জন্য।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে ইমেইল এর মাধ্যমে রিপ্লাই প্রদান করা হয়েছে। অনুগ্রহ করে ইমেইল চেক করে দেখুন। যদি Inbox এ কোনও ইমেইল না পান, তাহলে Spam কিংবা Junk ফোল্ডার চেক করে নিন।
Bank statement 2017 সালের হলে কি আমি এখন ভেরিফাই করতে পারব
দুঃখিত, Bank Statement এর মেয়াদ ইস্যু হবার ৯০ দিনের মধ্যে হতে হবে। না হলে সেটি বাতিল বলে গণ্য হবে।
give me 0.01 USD for verified my acount
আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ।
অনুগ্রহ করে ইমেইল করুন – [email protected]
Amar Smart I’d card nay…
So Ami ki Nettller verify korte parbo na??!!😗😗
আমি, বেশ কিছুদিন আগে একটি ইমেইল করেছিলাম কিন্তু কোনও রিপ্লাই পাই নি।
আপনার ইমেইলের রিপ্লাই না দেয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। অনেকসময়, আপনি যদি আমাদেরকে Subject ছাড়া কোনও ইমেইল করে থাকেন তাহলে আমাদের সিস্টেম সেটিকে ব্লক করে ফেলে যার কারণে রিপ্লাই দেয়া হয় না। আপনি কষ্ট করে আবার একটি ইমেইল করেন অবশ্যই আপনার ইমেইলের রিপ্লাই দেয়া হবে।
ধন্যবাদ।
আমি একাউন্ট খুলেছি কিন্তু ভেরীফাই করার করার জন্য ডলার ডিপোজিট করবো কিভাবে, অনুগ্রহ করে বলবেন প্লিজ
আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আমাদের একটি ইমেইল করুন [email protected] । এখান থেকে আপনাকে ইমেইলের মাধ্যমে সমস্ত পক্রিয়া সম্পর্কে জানানো হবে।
আমার $0.01 lagbe…netteler verify korar jonno….pls contact me.
আপনার মেসেজের জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আমাদের সাপোর্টে একটি ইমেইল করুন। আপনাকে অবশ্যই রিপ্লাই দেয়া হবে। [email protected]
Ok…I will
ভালো পোস্ট।