Regular Divergence Trading:
এখন আমরা দেখব কিভাবে Divergence Trading কাজ করে। নিচের উদাহরণটি একটি Regular Divergence এর। এটি একটি USD/CHF এর daily চার্ট
উপরের চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন UCDCHF এর একটি নিম্নমুখী ট্রেন্ডলাইন যেটা একটি ডাউনট্রেন্ড, এবং এই ডাউনট্রেন্ড শেষ হতে পারে এটা নির্দেশ করছে।
যেখানে মার্কেট প্রাইস লোয়ার-লো (lower low) তৈরি করেছে কিন্তু Stochastic দেখাচ্ছে হাইয়ার-হাই (higher high)। এখানে সন্দেহজনক কিছু হতে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে? মার্কেট প্রাইস কি ধারাবাহিক ভাবে আরও নিচে নামবে নাকি এখান থেকে মার্কেট প্রাইস একটি বিপরীতমুখী ট্রেন্ডে যাবে অর্থাৎ বায় (Buy) এ মুভ করবে?
ডাইভারজেন্স ট্রেডিং এর অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল সমুহ-
- ডাইভারজেন্স ট্রেডিং কি?
- ডাইভারজেন্স ট্রেডিং এর এর সঠিক সময়ে এন্ট্রি নেবার কৌশল
- ডাইভারজেন্স ট্রেডিং এর প্রধান নয়টি সূত্র
যদি আপনার উত্তর হয়- মার্কেট বাই (Buy) ট্রেন্ডে যাবে তাহলে আপনার হাতে বেশ কিছু পিপস এর প্রফিট থাকবে। Stochastic এবং মার্কেট প্রাইসের মধ্যকার ডাইভারজেন্স আপনাকে একটি ভালো বাই সিগন্যাল দিয়েছে। প্রাইস নিম্নমুখী ট্রেন্ডলাইনকে ভেঙে নতুন একটি আপট্রেন্ড গঠিত করে। যদি আপনি নিচের-বোটমের (bottoms) কাছে আপনার বাই এন্ট্রি নিয়ে থাকনে তাহলে আপনি প্রায় ১০০০ পিপস এর প্রফিট করলেন।
পরের উদাহরনে যাওয়ার আগে, আপনি কি লক্ষ্য করেছেন মার্কেট প্রাইসের ২য় লো এর কাছে একটি চার্ট প্যাটার্ন (tweezer bottoms) গঠিত হয়েছিল? ডাইভারজেন্স ট্রেডের সাথে আপনাকে অন্যান্য বিপরীতমুখী ট্রেন্ড নির্দেশক যেগুলো আছে তার উপরেও খেয়াল রাখতে হবে। কারন, যদি আপনি একাধিক বিপরীতমুখী ট্রেন্ডের নির্দেশনা পান তাহলে এটা আপনার জন্য আরও ভালো এন্ট্রি নিতে সহায়তা করবে।
একাধিক বিপরীতমুখী ট্রেন্ডের নির্দেশনা বলতে আমরা বুঝাতে চেয়েছি- Double Tops & Bottoms + Divergence, Head & Shoulders Pattern + Divergence, Candlestick pattern + Divergence
Hidden Divergence Trading:
এবার আমরা একটি Hidden Divergence Trade এর উদাহরণ দেখব। আবারও USDCHF এর Daily চার্টের দিকে লক্ষ্য করা যাক-
চিত্রে দেখতে পাচ্ছেন, USDCHF পেয়ার একটি ডাউনট্রেন্ডে আছে। ভালো করে লক্ষ্য করুন, প্রাইস একটি লোয়ার হাই (lower high) গঠিত করেছে যেখানে Stochastic দেখাচ্ছে হাইয়ার হাই (higher high)।
আমদের পূর্বের আলোচনা অনুযায়ী, এটা হচ্ছে একটি hidden bearish divergence। এখন আপনি কি করবেন? আগের ট্রেন্ডে ফিরে যাবেন? যদি আপনি শিউর না হয়ে থাকেন তাহলে একটু অপেক্ষা করুন।
চিত্রে ভালো করে লক্ষ্য করুন, আপনি যদি এন্ট্রি না নিয়ে অপেক্ষা করে থাকেন তাহলে অনেক গুলো পিপস এর প্রফিট মিস করলেন। মার্কেট প্রাইস আরও ধারাবাহিকভাবে নিচে নেমে গেছে। মার্কেট প্রাইস ট্রেন্ডলাইনের থেকে বাউন্স করে প্রায় ২০০০ পিপস নিচে নেমে যায়।
কল্পনা করুন, যদি আপনি ভালো করে Divergence Trade চিহ্নিত করতে পারতেন তাহলে অনেক আগেই বুঝতে পারতেন প্রাইস ধারাবাহিকভাবে আরও নিচে নেমে যাবে এবং আপনি ভালো একটা প্রফিট করতে পারতেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
জনাব শরিফুল ইসলাম,
আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং আপনার এই অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করছি, ফরেক্স মার্কেট এর সাথে আপনাদের আরও সহজে পরিচয় করিয়ে দেবার। এর জন্য আমারা কাজ করে যাচ্ছি। খুব শিগ্রই আমরা নতুন একটি অনলাইন ভিত্তিক ট্রেনিং সিস্টেম নিয়ে আসছি আপনাদের সামনে।
যেখানে আপনি ফরেক্স মার্কেট এবং ট্রেড সংক্রান্ত সকল বিষয় কোর্স আকারে শিখতে এবং জানতে পারবেন। সেখানে আমাদের প্রকাশিত প্রতিটি আর্টিকেল আরও সহজ এবং আরও সাবলীল ভাষায় প্রকাশ করা হবে। আপনি বিনামূল্যে সেখানে সম্পূর্ণ কোর্স করতে পারবেন। এবং কোর্স শেষে রয়েছে কোর্স এর ভিত্তি করে কিছু অনলাইন পরীক্ষা যা আপনার ট্রেডিং দক্ষতাকে আরও একধাপ এগিয়ে নিবে বলে আশা করি।
আপনারাই হচ্ছেন আমাদের কাজের অনুপ্রেরণা। আশা করি বিগত দিনগুলোর মতন ভবিষ্যতেও ফরেক্স বাংলদেশ ওয়েবসাইটের সাথেই থাকবেন।
ধন্যবাদ।
forex Bangladesh tnq very much..
amader Bangladesh valo kono trading center na thakay amara valo kore forex trading korte parchina..
kintu sekhetre apnara jevabe online trading diccen sotti amader jonno khub opokari tnq fxbangladesh team..
asa kori evabe amader ank dur porjonto niye jete parben.