বাইনারি ট্রেডিং কৌশল- কিভাবে RSI ইন্ডিকেটর ব্যবহার করবেন?

20
4640
RSI Indicator

Binary Trading Strategies- ফরেক্স ট্রেডিং এর মতই বাইনারি ট্রেডিং এ ও RSI বহুল ব্যবহৃত একটি ইন্ডিকেটর। প্রায় সকল বাইনারি ট্রেডারই RSI টুল ব্যাবহার করে থাকেন এবং আপনি যদি এটিকে ভালো করে ব্যাবহার করা শিখতে পারেন তাহলে আপনার বাইনারি ট্রেডে প্রফিটের পরিমাণ অনেক বেশি হবে। আজকে আমরা আপনাদের সাথে এই ট্রেডিং কৌশল নিয়ে আলোচনা করবো।

ফরেক্স ট্রেডিং এর মতই বাইনারি ট্রেডিং এ ও RSI একই নিয়মে কাজ করে। আমরা আপনাদের আগেই এই ইন্ডিকেটরের সম্পর্কে জানিয়েছি। তারপরও যদি আপনাদের RSI সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করুন।

এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে ফরেক্স মার্কেটর মতন করেই RSI ইন্ডিকেটর ব্যাবহার করবো? উত্তর হচ্ছে না। একটু আলাদা করে বাইনারি ট্রেডিং এ RSI ব্যাবহার করতে হয়। অনেকেই এক এক রকমভাবে এটি ব্যাবহার করে থাকেন। আজকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে সঠিকভাবে RSI এর ব্যাবহার সম্পর্কে আলোচনা করবো।

RSI Indicator টি কিভাবে কাজ করে, কিভাবে এটি ব্যবহার করে ট্রেড করবেন, এন্ট্রি গ্রহন কিভাবে করবনে, বিস্তারিত বিষয়গুলো ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।

RSI ইন্ডিকেটর সেটিংস কিভাবে করবেন?

Binary Trading Strategies- আপনি যেই বাইনারি ব্রোকারে ট্রেড করেন সেখানের ইন্ডিকেটর লিস্ট থেকে RSI নির্বাচন করুন। RSI পিরিয়ড যেটা আছে সেটাই থাকবে শুধুমাত্র লেভেল 70 কে 80 এবং লেভেল 30 কে লেভেল 20 করে সাবমিট করুন।Binary Trading Strategies using RSI Indicator

RSI কিভাবে CALL/BUY সিগন্যাল প্রদান করে?

Binary Trading Strategies- RSI সম্পর্কে আমরা আগেই জানি, প্রাইস যদি Oversold জোন এ থাকে তাহল আমরা BUY/CALL এন্ট্রি নিবো। এখানে Oversold জোন হচ্ছে 20। সুতরাং প্রাইস যদি রিডিং 20 এর নিচে যায় শুধুমাত্র তখনই আমরা CALL/BUY এন্ট্রি নিবো। নিচের চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন,

Binary Trading Strategies Using RSI Indicator Put or Call Signal
দেখুন মার্কেট প্রাইস RSI রিডিং 20 এর নিচে নেমে গেছে। এখন আপনি কি করবেন ? আপনার উত্তর যদি হয় CALL/BUY এন্ট্রি তাহলে বলবো আপনি সঠিকভাবে ধরতে পেরেছেন। এইবার এই চিত্রটি দেখুন,
Binary Trading Strategies Using RSI Indicator Call or BUY Signal

IQ Option Broker একাউন্ট খুলে বাইনারি ট্রেড করুন।

জনপ্রিয় এবং বিশ্বস্ত এই ব্রোকারে বাইনারি ট্রেড করুন। সর্বনিম্ন $10 ডিপোজিট করে আপনি ট্রেড শুরু করতে পারবেন এবং সর্বনিম্ন $2 আপনি উত্তোলন করতে পারবেন। একমাত্র এই ব্রোকারেই সর্বনিম্ন $1 করে ট্রেড করা যায়। একাউন্ট খুলে এখনি আমাদের কৌশল অনুযায়ী ট্রেড শুরু করুন এবং প্রফিট উত্তোলন করুন।

 

দেখুন কিভাবে প্রাইস উপরের দিকে উঠে গেছে। এটাই হচ্ছে বাইনারি ট্রেডিং এ RSI এর সবচেয়ে ভালো ব্যাবহার। আপনি যদি ভালো করে এটা ব্যাবহার করে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার প্রফিট রেশিও 90% এর উপরে থাকবে।

RSI কিভাবে PUT/SELL সিগন্যাল প্রদান করে?

Binary Trading Strategies- RSI সম্পর্কে আমরা আগেই জানি, প্রাইস যদি Overbought জোন এ থাকে তাহল আমরা PUT/SELL এন্ট্রি নিবো। এখানে Overbought জোন হচ্ছে 80। সুতরাং প্রাইস যদি রিডিং 80 এর উপরে যায় শুধুমাত্র তখনই আমরা PUT/SELL এন্ট্রি নিবো। নিচের চিত্রের দিকে ভালো করে লক্ষ্য করুন,

Binary Trading Strategies Using RSI Indicator PUT or SELL Signalদেখুন মার্কেট প্রাইস RSI রিডিং 80 এর উপরে উঠে গেছে। এখন আপনি কি করবেন ? আপনার উত্তর যদি হয় PUT/SELL এন্ট্রি তাহলে বলবো আপনি সঠিকভাবে ধরতে পেরেছেন। এইবার এই চিত্রটি দেখুন,

Binary Trading Strategies Using RSI Indicator, Perfect PUT or SELL Entry
দেখুন কিভাবে প্রাইস নিচের দিকে নেমে গেছে। এটাই হচ্ছে বাইনারি ট্রেডিং এ RSI এর সবচেয়ে ভালো ব্যাবহার। আপনি যদি ভালো করে এটা ব্যাবহার করে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার প্রফিট রেশিও 90% এর উপরে থাকবে।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

20 কমেন্ট

  1. সময় এর ব্যাপার টা কি ওয়েবসাইট ভিত্তিক নাকি সব ব্রোকার এর ক্ষেত্রে সেইম

    • বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে বিষয়টি ভিন্ন কেননা এই ব্রোকারগুলো প্রাইসকে অনেকবেশী পরিবর্তন করতে পারে এবং সেই সাথে রিয়েল মার্কেট প্রাইসের সাথে এদের সময় এবং ক্যান্ডেলগুলোর মিল অনেক সময়ই থাকেনা। যার কারণে, সময়ের এই বিষয়টি ব্রোকার ভেধে ভিন্ন ভিন্ন হতে পারে। তবে পরামর্শ থাকবে, আপনি যেই ব্রোকারে ট্রেড করেন সেটির সাথে মিলিয়ে দেখে নিবেন। এতে করে বুঝতে সুবিধা হবে।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। কৌশলটি ব্যবহার করা হয়েছে মুলত ৩০ সেকেন্ড এবং ১ মিনিট টাইমফ্রেমে। তবে আপনি নিজ ট্রেডিং অনুসারে প্রথমে প্র্যাকটিস করে দেখে নিবেন কোন টাইম্ফ্রেমে ভালো ফিডব্যাক ভাল পান। এর জন্য ডেমো ট্রেডিং এর মাধ্যমে যাচাই করে নেয়ার পরামর্শ থাকছে।

    • এটি বাইনারি ট্রেডিং এর জন্য। আপনি যেই ব্রোকারের টার্মিনালে ট্রেড করছেন, সেখান থেকে ইন্ডিকেটর সেকশনে যেয়ে এই কৌশলটি ব্যবহার করে দেখতে পারেন। আমরা এখানে IQ Option ব্রোকার এর মাধ্যমে কৌশলটি আপনাদের জন্য উপস্থাপন করেছি।

  2. ৩০সেকেন্ড টাইম ফ্রেমে কতো মিনিটের ট্রেড নিলে উইনিং রেশিও ভালো পাবো? এবং ১মিনিটের ফ্রেমে কতো মিনিটের ট্রেড নিবো?

    • কৌশলটি সম্পূর্ণরূপে নির্ভর করবে, মার্কেট এর অবস্থান এর উপর। এর জন্য আমাদের পরামর্শ হচ্ছে রিয়েল ট্রেড করার পূর্বে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিবেন। আপনার জন্য কোনটি ভালো হয় সেটি নির্ধারণ করার জন্য।

    • আপনার কমেন্ট এর জন্য ধন্যবাদ। এই কৌশলটি ভালো কাজ করবে যখন আপনি ৩০ সেকেন্ড কিংবা ১ মিনিটের টাইমফ্রেমে ট্রেড করবেন। যেকোনো কৌশল ব্যাবহার করার আগে আপনাকে অবশ্যই সেটা প্র্যাকটিস করে নিতে হবে যাতে করে আপনি সেই কৌশলে অভ্যস্ত হতে পারেন।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here