এই সপ্তাহের ৫টি গুরুত্বপূর্ণ ইকোনোমিক ইভেন্ট

0
130

Bangla Forex News- এই সপ্তাহে বিনিয়োগকারীদের সবচেয়ে ভেশি লক্ষ্য থাকবে শুক্রবারে প্রকাশিত হওয়া U.S. employment report এর উপর। কারন এটির পজিটিভ কিংবা নেগেটিভ রিপোর্টের উপর পরবর্তী Rate hike এর সম্ভাবনা নির্ভর করবে।

euro zone এর মাসিক মুদ্রাস্ফীতি ডেটার উপরে ট্রেডাররা লক্ষ্য রাখবেন।

অন্যদিকে ট্রেডাররা, U.K. এর manufacturing এবং construction sectors এর প্রকাশিত নিউজ রিপোর্টের উপরে নজর রাখবেন কারন আসন্ন নির্বাচন এবং Brexit decision এর পর U.K. এর অর্থনৈতিক অবস্থার নির্দেশক হিসাবে এই তথ্যটি অনেক কাজ করবে।

এছাড়াও, বিনিয়োগকারীরা China’s manufacturing sector এর মাসিক ডেটা রিলিজের উপর তাদের দৃষ্টি রাখবেন কারন এটি হচ্ছে পৃথিবীর ২য় বড় অর্থনৈতিক বাজার।

এর সাথে, Canada এর GDP এর নিউজ এই দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরবে।

1. U.S. Jobs Report

U.S. Labor Department, শুক্রবার (18:30 GMT+6) তাদের May মাসের nonfarm payrolls report এর রিপোর্ট প্রকাশ করবে।

সোমবার, সরকারী ছুটির কারণে U.S মার্কেট বন্ধ থাকবে।

মার্কেট বিশ্লেষকদের মতে পরবর্তী Rate Hike এর প্রায় 80% সম্ভাবনা রয়েছে।

2. Euro Zone Flash Inflation Figures

euro zone তাদের  May মাসের inflation figures পাবলিশ করবে বুধবার (15:00 GMT+6)। consumer prices বেড়েছে 1.5% যেটা April মাসের তুলনায় অনেক কম 1.9%। এছাড়াও, Core price বাড়ার সম্ভাবনা রয়েছে 1.0% যেটা আগের মাসে ছিল 1.2%।

Germany, France, Italy এবং Spain সপ্তাহ জুড়ে তাদের নিজ নিজ CPI report প্রকাশ করবে।

অন্যদিকে, ECB President Mario Draghi অর্থনৈতিক এবং মুদ্রানীতি বিষয়ে ব্যাখ্যা প্রদান করবেন এবং এটি Brussels এর Monetary Affairs Committee এর সভার আগে করবেন।

U.K. Manufacturing, Construction PMI’s

U.K. তাদের May মাসের manufacturing sector activity এর তথ্য রিলিজ প্রকাশ করবে বৃহস্পতিবার (14:30 GMT+6)।

manufacturing PMI এর রেজাল্ট এর সম্ভাবনা রয়েছে 56.5 যেটা আগের মাসের থেকে কম 57.3 এবং construction activity এর রিপোর্ট এর সম্ভাবনা রয়েছে 52.7 যেটা আগে ছিল 53.1।

গত সপ্তাহের তথ্য অনুযায়ী British economy, January-March মাসে প্রায় 0.2% বেড়েছে কিন্তু এবারের সবচেয়ে ভয়ের কারন হচ্ছে European Union থেকে বের হয়ে যাওয়ার পক্রিয়া নিয়ে।

4. Chinese Manufacturing Data

China Federation of Logistics and Purchasing তাদের May মাসের manufacturing sector activity এর রিপোর্ট প্রকাশ করবে বুধবার (07:00 GMT+6) যা নেগেটিভ আসার সম্ভাবনা বেশী। এবারের সম্ভাবনা রয়েছে 51.0 যা আগের মাসের ছিল 51.2।

এবছরের প্রথম তিন মাসে China’s economy বেড়ে 6.9% উন্নীত হয়েছে যার প্রধান কারন হচ্ছে সরকারের পরিকাঠামোগত কারণে অর্থের ব্যাবহার।

5. Canadian Growth Figures

Canada তাদের economic growth figures  এর তথ্য প্রকাশ করবে বুধবার (18:30 GMT+6)। March মাসে অর্থনৈতিক উন্নতি দেখা যাচ্ছে প্রায় 0.2%। এর বাৎসরিক উন্নতির লক্ষ্যমাত্রা রয়েছে 3.6$।

গত সপ্তাহে Bank of Canada তাদের interest rate, 0.5% এ স্থির রেখেছে এবং সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন মাসে অর্থনৈতিক আরও কিছুটা ভালো থাকবে।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here