Instaforex Deposit Bonus

0
1300
Instaforex Bonus
Instaforex Bonus

Instaforex Bonus- ফরেক্স ট্রেড যারা করে থাকেন তারা সবাই কোনও না কোনও ব্রোকারের বোনাস এর সাথে পরিচিত। কিন্তু ট্রেডাররা কখনই এই ধরনের বোনাস এগ্রিমেন্ট সম্পর্কে জানেন না। না জেনে বোনাস নিয়ে ট্রেড করে অনেকেই আবার পড়েন বিপদে। আমরা এই সব সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে জনপ্রিয় কিছু ব্রোকারের এই সব বোনাস এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। যাতে করে আপনি আপনার জন্য সবচেয়ে ভালো ব্রোকার পছন্দ করে তাদের বোনাস ব্যাবহার করে ট্রেড করতে পারেন। আজকে আমরা আলোচনা করবো ইন্সটাফরেক্স ব্রোকার এর বিভিন্ন বোনাস অফার সম্পর্কে।

Instaforex Deposit Bonus

ইন্সটাফরেক্স ব্রোকার তাদের সকল ক্লায়েন্টগনকে প্রতি ডিপোজিট এর বিপরীতে 30% এবং 55% পর্যন্ত বোনাস প্রদান করে থাকে। যে কেউ একটি রিয়েল একাউন্ট খোলার পর অর্থ ডিপোজিট করে এই বোনাস গ্রহন করতে পারবেন। গ্রাহকগন তাদের প্রতিবার এই বোনাস অফার পাবেন এবং কারও যদি একই নামে একাধিক ট্রেডিং একাউন্ট থেকে থাকে তাহলেও আপনি এই বোনাস পাবেন।

Instaforex Bonus এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বোনাসগুলো হচ্ছে ট্রেডেবল বোনাস। অর্থাৎ আপনি বোনাস এমাউন্ট ব্যবহার করে ট্রেড করে এর থেকে অর্জিত প্রফিট উত্তোলন করতে পারবেন এবং আপনি যদি একটি নির্দিষ্ট টার্গেট সম্পূর্ণ করতে পারেন তাহলে সম্পূর্ণ বোনাসের অর্থ আপনি উত্তোলন করতে পারবেন। এই সুবিধা অন্যান্য ব্রোকার দেয় না। বিভিন্ন ধরনের এই সব বোনাসের জন্য ইন্সটাফরেক্স, ফরেক্স মার্কেটে অনেক জনপ্রিয় একটি ব্রোকার।

ইন্সটাফরেক্স ব্রোকার সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল সমূহ-

কিভাবে Instaforex Bonus গ্রহন করবেন?

ইন্সটাফরেক্স ব্রোকারের এই বোনাসগুলোকে গ্রহন করার জন্য আপনাকে প্রথমে আপনাকে একটি রিয়েল একাউন্ট ওপেন করতে হবে এবং সেখানে আপনাকে অর্থ ডিপোজিট করতে হবে। আপনি যেকোনো এমাউন্ট এখানে ডিপোজিট করতে পারেন। কোনও বাধ্যবাধকতা নেই।

আপনার ইচ্ছেমতো যেকোনো এমাউন্ট দিয়ে ট্রেড শুরু করতে পারেন। ইন্সটাফরেক্স ব্রোকারের সাথে একাউন্ট ওপেন করার জন্য এই লিংকটি ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। www.instaforex.com

একাউন্ট ওপেন হয়ে গেলে আপনি আপনার ইমেইলে একটি মেইল পাবেন। যেখানে আপনার ট্রেডিং একাউন্ট ID এবং Password থাকবে। এবার আপনি আপনার ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন আপনার ট্রেডিং একাউন্ট ID এবং Password দিয়ে। সেখান থেকে আপনি Account Settings> Personal Information> Edit Personal Information যেয়ে আপনাকে আপনার সম্পূর্ণ তথ্য আপডেট করতে হবে। যেমন, আপনার পুরো নাম (NID/Passport অনুযায়ী), আপনার সম্পূর্ণ ঠিকানা (Bank Statement অনুযায়ী), আপনার ফোন নাম্বার (+8801xxxxxx)

এবার, আপনি বা পাশ থেকে Financial Operations থেকে Deposit Money অপশনে ক্লিক করুন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী পেমেন্ট প্রসেসর (Neteller/Skrill) ব্যাবহার করে যেকোনো এমাউন্ট ডিপোজিট করুন। অর্থ ডিপোজিট হয়ে গেলে আপনি এবার বাপাশে নিচে একটি অপশন পাবেন- Get Your Bonus Now নামে, এখানে ক্লিক করুন তাহলে নতুন একটি পেইজ আসবে যেখানে আপনি ইন্সটাফরেক্স ব্রোকারের বিভিন্ন ধরনের বোনাস দেখতে পারবেন।

সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি Get Bonus বাটনে ক্লিক করুন। আপনি দেখবেন আপনার বোনাস এমাউন্ট কত হবে সেটা আপনাকে দেখানো হবে। এবার, Deposit Bonus in my Account বাটনে ক্লিক করুন তাহলে আপনার ডিপোজিটের Instaforex Bonus আপনার ট্রেডিং একাউন্টে যোগ হয়ে যাবে।

Instaforex Bonus এর সুবিধা সমূহ-

ফরেক্স ব্রোকারদের মধ্যে ইন্সটাফরেক্স সবচেয়ে বেশী পরিমান ট্রেডেবল বোনাস প্রদান করে থাকে যার অর্থ হচ্ছে আপনি একটি নির্দিষ্ট পরিমান অর্থ যদি একাউন্ট থেকে উত্তোলন করেন তাহলে আপনার বোনাসের অর্থ কেটে নেওয়া হবে না এবং আপনি যদি শর্ত সম্পূর্ণ করতে পারেন তাহলে বোনাসের অর্থও আপনি উত্তোলন করতে পারবেন।

চলুন দেখে নেই প্রদেয় বোনাসগুলোর সুবিধা সমূহ এক নজরে-

 সুবিধার নাম ৩০% ৫৫% ১০০% ২৫০%
মুনাফা উত্তোলন প্রযোজ্য প্রযোজ্য প্রযোজ্য প্রযোজ্য
ভেরিফিকেশন প্রয়োজন নেই প্রয়োজন নেই ২য় পর্যায় ২য় পর্যায়
সর্বোচ্চ বোনাসের পরিমাণ Unlimited Unlimited Unlimited One Time
বোনাসের ধরন প্রতিবার নতুন ডিপোজিটের জন্য প্রতিবার নতুন ডিপোজিটের জন্য শুধুমাত্র প্রথম ডিপোজিটের জন্য শুধুমাত্র প্রথম ডিপোজিটের জন্য
তুলনামূলক বোনাস ইন্সটাফরেক্স ক্লাব বোনাস নেই নেই নেই
নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য প্রযোজ্য প্রযোজ্য প্রযোজ্য
বহু অ্যাকাউন্টধারীদের জন্য প্রযোজ্যতা প্রযোজ্য প্রযোজ্য প্রযোজ্য নয় কেউ যদি আগেই বোনাসের জন্য কোন অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে তাকে বোনাসের সমপরিমাণ অর্থের লট থাকতে হবে যা দিয়ে নতুনভাবে খোলা অ্যাকাউন্টের তহবিল পূরণ করা যায়।
বোনাস উত্তোলনের লট X*3 ইন্সটাফরেক্স লট, যেখানে X হল গৃহীত সমস্ত বোনাসের পরিমাণ ইন্সটাফরেক্স লট, যেখানে X হল গৃহীত সমস্ত বোনাস উত্তোলনের অযোগ্য X*৩ ইন্সটাফরেক্স লট যেখানে X হল গৃহীত সমস্ত বোনাসের পরিমাণ
সর্বোচ্চ লিভারেজ ১:১০০০ ১:২০০ ১:২০০ ১:২০০
প্যাম বিনিয়োগ প্রযোজ্য শুধুমাত্র ৫০% সুযোগ নেই সুযোগ নেই
অপশন ট্রেডিং সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই সুযোগ নেই
স্টপ আউট ১০% ১০০% ১০০% ১০০%
Instaforex Bonus সম্পর্কিত কিছু প্রশ্ন-উত্তর
  • কোন বোনাস সবচেয়ে বেশী ভালো হবে? – আমাদের পরামর্শ অনুযায়ী সবচেয়ে ভালো বোনাস হচ্ছে 30%। অর্থাৎ আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে আপনি $30 ডিপোজিট বোনাস পাবেন। তার মানে হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যালেন্স হবে $130। এই বোনাস আপনি প্রতিবার নতুন করে অর্থ ডিপোজিট করলেই পাবেন। 30% বোনাস গ্রহন করলে আপনার লিভারেজ কমে যাবে না অর্থাৎ আপনি সর্বোচ্চ 1:1000 লিভারেজে ট্রেড করতে পারবেন যা অন্য বোনাস গ্রহন করলে পাবেন না। আর একটি সুবিধা হচ্ছে এই বোনাস গ্রহন করলে আপনি প্রফিট করলেই অর্থ উত্তোলন করতে পারবেন এতে করে আপনার বোনাস এমাউন্ট কেটে নেয়া হবে না।
  • আমি কতবার এই বোনাস নিতে পারবো?– আপনি যতবার নতুন করে আপনার একাউন্টে অর্থ ডিপোজিট করবেন ততবার আপনি এই বোনাস গ্রহন করতে পারবেন। বোনাস অর্থের কোনও নির্দিষ্ট পরিমান নেই।
  • বোনাস এমাউন্টের কোনও নির্দিষ্ট সময়সীমা আছে?– না। ব্রোকার যতদিন পর্যন্ত এই বোনাস অফারটি চালু রাখবে আপনি ততদিন পর্যন্ত এই বোনাস ব্যবহার করতে পারবেন। একবার বোনাস গ্রহন করলে এর ব্যবহারের কোনও সময়সীমা নেই। আপনি যতদিন ইচ্ছা এই বোনাস এমাউন্ট আপনার একাউন্টে রাখতে পারবেন। আপনি যদি একটি নির্দিষ্ট অনুপাতে আপনার একাউন্ট থেকে অর্থ উত্তোলন করে থাকেন তাহলে বোনাস কেটে নেয়া হবে না।
  • নির্দিষ্ট অনুপাতে কিভাবে অর্থ উত্তোলন করবো যাতে বোনাস কেটে না নেয়?ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করুন, সেখান বাপাশে কিছু মেন্যু দেখতে পাবেন। সেখান থেকে Trading Account এ ক্লিক করুন তারপর Bonus Statistics বাটনে ক্লিক করুন তাহলে একটি পেইজ আসবে দেখতে এইরকম, এইখানে আপনি দেখতে পারবেন কি পরিমান অর্থ উত্তোলন করলে আপনার বোনাস কেটে নেয়া হবে না। যদি আপনি এর থেকে বেশী পরিমান অর্থ উত্তোলন করতে চান তাহলে চিত্রের নিচের খালি ঘরে আপনার এমাউন্ট লিখুন এবং Calculate বাটনে ক্লিক করুন। আপনাকে দেখিয়ে দিবে আপনি কি পরিমান অর্থ উত্তোলন করলে আপনার কি পরিমান বোনাস কেটে নেয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন।
  • কি করলে আমি বোনাসের অর্থ তুলতে পারবো?– আপনাকে একটি নির্দিষ্ট লটের টার্গেট সম্পূর্ণ করতে হবে তাহলেই আপনি বোনাসের অর্থ তুলতে পারবেন। আপনার টার্গেট হবে X*3, এখানে X হচ্ছে আপনার বোনাস এমাউন্ট এবং 3 হচ্ছে লট সংখ্যা। ধরুন, আপনি $30 বোনাস উত্তোলন করতে চাচ্ছেন যার জন্য আপনার টার্গেট হবে 30*3=90 লট। আপনি যদি 90 লট ট্রেড করতে পারেন তাহলে বোনাসের অর্থ আপনার। ব্রোকার আপনাকে এ অর্থ দিয়ে দিবে।
  • আমি কি বিভিন্ন রকমের বোনাস এক সাথে নিতে পারবো?– না। আপনি আপনার ট্রেডিং একাউন্টে প্রথম যে পরিমান বোনাস গ্রহন করবেন আপনাকে প্রতিবার ওই পরিমান বোনাস এমাউন্ট গ্রহন করতে হবে। মনে করুন, আপনি আপনার একাউন্টে 55% বোনাস গ্রহন করে ট্রেড শুরু করলেন এর পর থেকে আপনি যতবার এই একাউন্টে অর্থ ডিপোজিট করবেন ততবার এই 55% বোনাস গ্রহন করতে হবে। অন্য কোনও ধরনের বোনাস আর আপনি নিতে পারবেন না।
  • 55% বোনাস নিলে কি কোনও সমস্যা হবে?– অবশ্যই না। আপনি চাইলে 55% বোনাস নিয়েও ট্রেড করতে পারেন কিন্তু এক্ষেত্রে আপনার সর্বোচ্চ 1:200 লিভারেজে ট্রেড করতে পারবেন এবং আপনি চাইলেও এই লিভারেজ আর বাড়াতে পারবেন না। আর সবচেয়ে বেশী অসুবিধা হচ্ছে স্টপ-আউট হয়ে যাবে 100% লেভেলে অর্থাৎ, আপনার যদি ব্যালেন্স $100 হয় এবং আপনি যদি $10 এর ট্রেড করে থাকেন তাহলে লসের কারনে যদি আপনার ফ্রি-মার্জিন $10 এর সমপরিমাণ চলে আসে তাহলে আপনার সব ট্রেড সয়ংক্রিয়ভাবে ক্লোজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি 30% বোনাস গ্রহন করেন তাহলে আপনার স্টপ-আউটের পরিমান হবে $1। আশা করি বুঝতে পেরেছেন। যারা বেশী লিভারেজে ট্রেড করে অভস্থ তাদের জন্য 30% বোনাস হচ্ছে আদর্শ।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলInstaforex Certified Support
পরবর্তী আর্টিকেলএই সপ্তাহের ফরেক্স নিউজ পর্যালোচনাঃ August 14 – 18
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here